IND vs NZ: আইপিএলের (IPL) আসরে মেন্টর হিসেবে ট্রফি জেতার পর গত জুলাই মাসে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সাফল্যের পাশাপাশি কোচিং কেরিয়ারের শুরুর দিনগুলিতে জুটেছে ব্যর্থতাও। জুলাইতে শ্রীলঙ্কা সফরে প্রথমবার হটসিটে বসেছিলেন তিনি। টি-২০তে ভারত জিতলেও হারতে হয় ওয়ান ডে সিরিজে। ২৭ বছর পর লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হাতছাড়া হয় ‘মেন ইন ব্লু’র। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুলদের (KL Rahul) ব্যাটিং অর্ডার নিয়ে কাটাছেঁড়া করে তখন সমালোচনার মুখে পড়তে হয়েছিলো গম্ভীরকে (Gautam Gambhir)। লঙ্কা সফরের মাস তিনেক পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) টেস্টেও গম্ভীরের টিম ইন্ডিয়ার বিরুদ্ধে উঠছে একই অভিযোগ। বিতর্কের কেন্দ্রে এবার সরফরাজ খান (Sarfaraz Khan)।
Read More: IND vs NZ 3rd Test: শুভমান-ওয়াশিংটনের মরিয়া লড়াইতে ‘লিড’ পেলো ভারত, প্রথম ইনিংস থামলো ২৬৩ রানে !!
ভারতের ব্যাটিং নিয়ে রয়েছে প্রশ্ন-
চলছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট দ্বৈরথ। কিউইদের বিরুদ্ধে ইতিমধ্যেই টানা দুটি টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া। ১২ বছর পর ঘরের মাঠে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। ব্যাকফুটে থাকা ভারতীয় শিবিরের কাছে ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টটি আদতে সম্মানরক্ষার লড়াই। আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে এই ম্যাচে জিতলে হারানো আত্মবিশ্বাস খানিক পুনরুদ্ধার করতে পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। টসে জিতে মুম্বইয়ের মাঠে প্রথম ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। স্পিনারদের দাপটে ২৩৫ রানে প্রতিপক্ষকে আটকে রাখতে সক্ষম হয়েছিলো ভারত। জবাবে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ২৬৫। শুভমান গিল (Shubman Gill), ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দরের সৌজন্যে ২৮ রানের লিড তারা পেয়েছে ঠিকই, কিন্তু তারকাখচিত ব্যাটিং লাইন-আপের সিংহভাগই ব্যর্থ হয়েছেন ওয়াংখেড়েতেও।
সরফরাজের পজিশনে খুশি নন সঞ্জয়-
গত ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেক হয়েছে সরফরাজ খানের (Sarfaraz Khan)। আজই প্রথমবার ‘ঘরের মাঠ’ ওয়াংখেড়েতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে নেমেছিলেন তিনি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় নি। খাতা খোলার আগেই আজাজ প্যাটেলের (Ajaz Patel) শিকার হয়ে ফিরেছেন সাজঘরে। স্পিনের বিরুদ্ধে ব্যাটিং দুর্বলতা বা অফ ফর্ম নয়, বরং তাঁর ব্যর্থতার জন্য গম্ভীর ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দায়ী করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। সাধারণত চার বা পাঁচে খেলে অভ্যস্ত সরফরাজ (Sarfaraz Khan), কিন্তু আজ আট নম্বরে খেলানো হয় তাঁকে। সরফরাজের আগে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। এই সিদ্ধান্তে চূড়াণত ক্ষুব্ধ মঞ্জরেকর। নিজের এক্স-হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্টে তিনি উগড়ে দিলেন ক্ষোভ।
দিনকয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই (IND vs NZ) বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি চমৎকার ১৫০ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। তার প্রসঙ্গ টেনে এনে সঞ্জয় লিখেছেন, “একজন ফর্মে থাকা খেলোয়াড়, যে কিনা প্রথম তিন টেস্টে তিনটে অর্ধশতক করেছে, বেঙ্গালুরুতে ১৫০ করেছে, স্পিনের বিরুদ্ধে সাবলীল, তাকে বারবার ব্যাটিং অর্ডারে নীচের দিকে ঠেলে দেওয়া হবে যাতে ডান হাতি ও বাম হাতি কম্বিনেশন ধরে রাখা যায়? সরফরাজ এখন আট নম্বরে ব্যাটিং করতে নামছে? ভারতীয় দলের এটা একটা জঘন্য সিদ্ধান্ত।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ্-এ বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে বাকি আর ঠিক ২০ দিন। এর মধ্যে গুরু গম্ভীর যদি নিজেদের ব্যাটিং অর্ডার স্থির করতে না পারেন তাহলে ব্যাগি গ্রিনদের ডেরায় যে অশেষ দুঃখ অপেক্ষা করে রয়েছে তার ইঙ্গিত মিলেছে মঞ্জরেকরের পোস্টে।
দেখুন সঞ্জয় মঞ্জরেকরের পোস্ট’টি-
A guy in form, has 3 fifties in his first 3 Tests, gets 150 in the Bangalore Test, a good player of spin, pushed back in the order to keep left & right combination?? Makes no sense. Sarfraz now walking in at no 8! Poor call by India.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) November 2, 2024
Also Read: IPL 2025: নিলামের আগেই বড় চমক গুজরাত টাইটান্সের, শুভমান গিলকে সরিয়ে রশিদ খান হলেন দলের অধিনায়ক !!