IND vs NZ 2nd Test: “শুধু অনুশীলনে হবে না…” বিরাটের ব্যাটিংয়ে খুশি নন অনিল কুম্বলে, স্পষ্ট করলেন অসন্তোষ !! 1

IND vs NZ: অফ ফর্ম অব্যাহত বিরাট কোহলি’র (Virat Kohli)। আইপিএলের পর থেকেই ছন্দে নেই ভারতীয় তারকা। টি-২০ বিশ্বকাপে একমাত্র ফাইনালে করা ৭৬ ছাড়া একটিও কার্যকরী ইনিংস খেলতে পারেন নি তিনি। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও বড় রান আসে নি বিরাটের ব্যাট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে আহামরি সাফল্য পান নি। সেই একই ছবি দেখা গেলো নিউজিল্যান্ডের বিপক্ষেও (IND vs NZ)। চিন্নাস্বামীতে প্রথম ইনিংসে আউট হয়েছিলেন খাতা খোলার আগেই। অতিরিক্ত বাউন্স সামলাতে না পেরে খুইয়েছিলেন উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭০ করেন। তবে পুণেতে দ্বিতীয় টেস্টে ফের অসফল তিনি। ১ রানের বেশী করতে পারেন নি প্রথম ইনিংসে। অফস্পিনার মিচেল স্যান্টনারের বলে যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তা চমকে দিয়েছে ক্রিকেটদুনিয়াকে। বিরাটের সমস্যার উৎস কি? চলছে কাটাছেঁড়া। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনিল কুম্বলেও।

Read More: IND vs NZ 2nd Test: প্রথম সেশনেই অল-আউট নিউজিল্যান্ড, জয়ের জন্য ভারতের চাই ৩৫৯ রান !!

কোহলিকে আউট করে অবাক স্যান্টনার নিজেই-

Virat Kohli | IND vs NZ | Image: Getty Images
Virat Kohli | IND vs NZ | Image: Getty Images

ভারতীয় ইনিংসের ২৪তম ওভারে বোলিং করছিলেন কিউই অফস্পিনার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। চতুর্থ ডেলিভারিটি মোটেও আহামরি ছিলো না। কিন্তু বলের লাইনে গিয়ে খেলার পরিবর্তে শরীর অনেকখানি সামনে ঝুঁকিয়ে লেগ সাইডের দিকে শট খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটে বলে সংযোগই ঘটাতে পারেন নি তিনি। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে গলে যাওয়া বল সরাসরি আছড়ে পড়ে বিরাটের স্টাম্পে। ১ রানে বোল্ড হন তিনি। উইকেট খুইয়ে যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ভারতীয় মহাতারকা। বেশ কয়েক মুহূর্ত ক্রিজেই ছিলেন মাথা ঝুঁকিয়ে। তারপর বাধ্য হয়েই মাঠ ছেড়ে বেরিয়ে যান। নির্বিষ ডেলিভারিতে কোহলির মত তারকাকে আউট করতে পেরে খানিক অবাক হয়েছেন স্যান্টনার নিজেই। টেস্টের দ্বিতীয় দিনের শেষে তা স্বীকারও করেন তিনি।

কিউই অফ স্পিনার জানিয়েছেন, “বিরাট কোহলিকে একটা ফুলটসে আউট করতে পেরে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ও সাধারণত ওগুলো ‘মিস’ করে না। হাওয়ায় একটু মন্থর হয়ে পড়েছিলো (বল’টি)। আমি একটু বদল আনতে চেয়েছিলাম কিন্তু সাধারণত এই জাতীয় ডেলিভারিতে ছক্কা হয়।” ধারাভাষ্যাকার ইয়ান স্মিথ (Ian Smith) বলেন, “এমনটা সচরাচর দেখা যায় না। এটা সবচেয়ে অ-কোহলিসুলভ উইকেট।” বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ধারাভাষ্যকার ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। নিজের এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “ঈশ্বর! বিরাট নিজেই জানবে যে ও নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ শট’টি খেলেছে আউট হওয়ার জন্য। ওর জন্য খারাপ লাগছে। কারণ ও সবসময় সততার সাথে মাঠে নামে।”

দেখে নিন বিরাটের উইকেটটি-

বিরাটের দুর্বলতার কারণ খুঁজলেন কুম্বলে-

Anil Kumble | Image: Twitter
Anil Kumble | Image: Twitter

ভারতীয় দলের কোচ থাকাকালীন বিরাট কোহলিকে (Virat Kohli) খুব কাছ থেকে দেখেছেন অনিল কুম্বলে (Anil Kumble)। টেস্ট ক্রিকেটে ৬১৯ উইকেটের মালিক’ও খুশি নন তাঁর এভাবে উইকেট হারিয়ে আসায়। স্পিনের বিরুদ্ধে যথেষ্ট প্রস্তুতি না থাকাই মহাতারকাকে সমস্যায় ফেলেছে বলে মনে করছেন তিনি। কেবল নেটে অনুশীলন নয়, ঘরোয়া ক্রিকেট খেলা উচিৎ ছিলো কোহলি’র, জানিয়েছেন তিনি। মতামত দিতে গিয়ে কুম্বলে স্পষ্ট জানান, “ম্যাচের পরিস্থিতিতে একটা বা দুটো ইনিংস ওকে সাহায্য করতে পারত। কেবলমাত্র অনুশীলনের থেকে একটা আসল ম্যাচে খেলা অনেক বেশী সাহায্য করে। এটা আপনাকে একটা বাড়তি সুবিধা এনে দেয়।” পুণে টেস্টের পর মুম্বইতে নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ) শেষ ম্যাচ খেলবে ভারত। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া সফর। তার আগে দিল্লীর হয়ে রঞ্জি ট্রফিতে কোহলি মাঠে নামেন কিনা, নজর থাকবে সেদিকে।

Also Read: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, সুযোগ পেলেন বাংলার ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *