ind-vs-nz-kohlis-run-out-enrages-fans

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে আজ মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। বেঙ্গালুরু ও পুণেতে জোড়া হারের ধাক্কা বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতীয় দল’কে। ১২ বছর পর দেশের মাঠে খোয়াতে হয়েছে টেস্ট সিরিজ। সেই হতাশার অন্ধকারকে পিছনে ফেলে সামনের দিকে তাকানোই এখন চ্যালেঞ্জ রোহিত শর্মা’র (Rohit Sharma) দলের জন্য। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো আজ নিউজিল্যান্ড। প্রথম উইকেট তুলতে বিশেষ সময় লাগে নি আকাশ দীপের। এরপর টম ল্যাথাম (Tom Latham) ও উইল ইয়ং-এর জুটি বেধ খানিকক্ষণ প্রতিরোধ গড়ে তোলে। লাঞ্চের আগে জোড়া উইকেট তুলে ভারতকে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। দ্বিতীয় সেশনে জাদেজার ঘূর্ণিতে ম্যাচের রাশ হাতছাড়া হয় কিউইদের। শেষমেশ ২৪৫ রানেই গুটিয়ে যায় তারা।

জবাবে ব্যাটিং করতে নামা টিম ইন্ডিয়া (Team India) শুরুটা ভালো করেছিলো। আগ্রাসী মেজাজে ব্যাটিং করছিলেন রোহিত শর্মা। কিন্তু ঘরের মাঠ ওয়াংখেড়েতে ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না তিনি। ১৮ বলে ১৮ করে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ম্যাট হেনরি’র (Matt Henry) বলে। কিউই আক্রমণ সামলে এরপর ভালোই এগোচ্ছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। কিন্তু দিনের শেষ ১৫ মিনিটে সম্পূর্ণ বদলে যায় ম্যাচের গতিবিধি। আজাজ প্যাটেলের (Ajaz Patel) বলে প্রথম উইকেট হারান যশস্বী। ৫২ বলে ৩০ করে বোল্ড হন তরুণ ওপেনার। এরপর ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামানো হয়েছিলো মহম্মদ সিরাজ’কে (Mohammed Siraj)। কিন্তু হায়দ্রাবাদী পেসার নূন্যতম প্রতিরোধটুকুও করতে পারলেন না। আজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হয়ে ফিরতে হলো প্রথম বলেই। তিনি গোল্ডেন ডাক করায় বাধ্য হয়েই মাঠে নামতে হয় বিরাট কোহলিকে (Virat Kohli)।

Read More: IND vs NZ: ‘মাই নেম ইজ লক্ষণ’ গানের তালে কোমর দোলালেন বিরাট কোহলি, আনন্দে উদ্বেল ওয়াংখেড়ে জনতা !!

বিরাটের উইকেটে ‘বিরক্ত’ নেটজনতা-

Virat Kohli | IND vs NZ | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

অফ ফর্মের হাত থেকে ওয়াংখেড়েতেও রেহাই পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) ডেলিভারি মিড অনের দিকে ঠেলে নিজেই বেরিয়ে এসেছিলেন শর্ট রানের জন্য। আদৌ রান পাওয়ার সম্ভাবনা ছিলো না, তবুও কোহলির ডাকে সাড়া দিয়ে নন-স্ট্রাইকার প্রান্ত ছাড়েন শুভমান গিল (Shubman Gill)। বিদ্যুৎ গতিতে বল তালুবন্দী করে স্টাম্পে ছুঁড়ে মারেন ম্যাট হেনরি। কিউই পেসারের থ্রো যখন স্টাম্প ভেঙে দেয় তখনও ক্রিজ থেকে প্রায় এক ফুট দূরে বিরাট। শূন্যে শরীর ছুঁড়ে ডাইভ দিয়েও শেষরক্ষা করতে পারেন নি তিনি। ৫ বলে মাত্র ৪ রান করেই ফিরতে হয় সাজঘরে। ৭১ রানে একটা সময় মাত্র ১ উইকেট খুইয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। সেখান থেকে ৮৪ রানের মধ্যে তারা খুইয়ে বসে ৪ উইকেট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) যেভাবে রান-আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli), তা তাঁর মত ক্রিকেটারের জন্য অত্যন্ত বেমানান বলেই মনে করছে ক্রিকেটমহল। ধারাভাষ্যের মাইক হাতে রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেন, “পুরো হারাকিরি করেছে বিরাট কোহলি। এটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিলো।” নেটমাধ্যমেও সমালোচনার ঝড় ভারতীয় কিংবদন্তিজকে নিয়ে। ‘এভাবে চলতে থাকলে কেরিয়ারের বারোটা বেজে যাবে’ আক্ষেপের স্বরে লিখেছেন একজন। ‘এটা কি সত্যিই বিরাট কোহলি?’ বিস্ময় স্পষ্ট আরও এক নেটিজেনের পোস্টে। ‘খেলাটাই সম্ভবত ভুলে গেছেন উনি। এখনই ক্রিকেটের গোড়ার বিষয়গুলি নিয়ে চর্চা শুরু করা উচিৎ’ মন্তব্য আরও একজনের। ‘নিজের দোষে গোটা দলকে ডুবিয়ে এলো আজ’ হতাশা গোপন রাখেন নি বিরাট ভক্তরাও। ‘চাপের মুখে বরাবরই গুটিয়ে যায়’ উড়ে এসেছে কটাক্ষের তীর।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 3rd Test: ধোনি’কে ‘নকল’ করতে গিয়ে মুখ পুড়লো পন্থের, ভারতীয় উইকেটরক্ষককে তুলোধোনা দীনেশ কার্তিকের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *