IND vs NZ

IND vs NZ: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) তৃতীয় টেস্ট ম্যাচ। বেঙ্গালুরু ও পুণেতে লাগাতার পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লড়াইতে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। সম্মানরক্ষার ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অস্ট্রেলিয়া সফরের আগে খানিক আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই লক্ষ্য দলের। নিজেদের প্রথম একাদশে একটি মাত্র বদল আজ এনেছে ‘মেন ইন ব্লু।’ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ’কে। তাঁর বদলে প্রথম একাদশে ফিরেছেন পেসার মহম্মদ সিরাজ। আজ সকালে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় কিউইরা। চতুর্থ ওভারেই ডেভন কনওয়ে’কে ফিরিয়ে প্রথম সাফল্য দলকে এনে দিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। এরপর উইকেট তুলতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হলো বোলারদের। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে জোড়া সাফল্য এনে দিয়ে ভারতকে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর।

Read More: IND vs NZ 3rd Test: ধোনি’কে ‘নকল’ করতে গিয়ে মুখ পুড়লো পন্থের, ভারতীয় উইকেটরক্ষককে তুলোধোনা দীনেশ কার্তিকের !!

দ্বিতীয় সেশনের শুরুটাও সাবলীল ভঙ্গিতেই করেছিলেন কিউইরা। উইল ইয়ং ও ড্যারিল মিচেলের জুটি এগিয়ে নিয়ে যান নিউজিল্যান্ডের স্কোরবোর্ড। তৃতীয় টেস্টেও ম্যাচের রাশ যখন টিম ইন্ডিয়ার হাতছাড়া হওয়ার মুখে, তখন জাদেজার (Ravindra Jadeja) ঘূর্ণিতে মোড় ঘোরে খেলার। পরপর পাঁচ উইকেট তুলে নেন আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে থাকা ভারতীয় অলরাউন্ডার। প্রথমে ফেরান উইল ইয়ং-কে। ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর একে একে জাদেজার শিকার হন টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ঈশ সোধি, ম্যাট হেনরি’রা। এই নিয়ে কেরিয়ারে ১৫তম বার এক ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি। বাকি কাজটুকু সম্পন্ন করেন ওয়াশিংটন সুন্দর। ৮২ রানের মাথায় ড্যারিল মিচেল’কে ফেরান তিনি। তারপর আউট করেন আজাজ প্যাটেলকেও। ২৪৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

জমজমাট ম্যাচে দর্শকদের একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় মহাতারকা ব্যাট হাতে ফর্মে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও অবধি চার ইনিংসে মাত্র ১টি অর্ধশতক করেছেন তিনি। তা সত্ত্বেও অনুরাগীদের ঠিকই বিনোদন যুগিয়ে চলেছেন তিনি। আজ গানের তালে তালে রীতিমত কোমর দোলাতে দেখা গেলো তাঁকে। ওয়াংখেড়েতে গ্যালারি থেকে দুই তরুণ সমর্থক গাইছিলেন অনিল কাপুর অভিনীত ‘রাম লখ্‌ন’ সিনেমার ‘মাই নেম ইজ লখ্‌ন’ গান’টি। তা কানে গিয়েছিলো কোহলির (Virat Kohli)। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি। দুটি ডেলিভারির মাঝের সময় গানের তালে নাচতে শুরু করেন তিনি। ফুরফুরে মুডে ক্রিকেট তারকাকে দেখে খুশির ঝড় বয়ে যায় দর্শকাসনে। বেশ কয়েক ডেসিবল বেড়ে যায় চিৎকারের মাত্রা।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IND vs NZ 3rd Test: জাদেজা-সুন্দরের স্পিন ঘূর্ণিতে বাজিমাত ভারতের, ২৩৫ রানে গুটিয়ে গেলো কিউইরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *