IND vs NZ: সিরিজ (IND vs NZ) হাতছাড়া হয়েছে আগেই। আজ সম্মানরক্ষার লড়াইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) নেমেছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে টস জেতার পর লাগাতার দ্বিতীয় টসে হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় কিউইরা। জসপ্রীত বুমরাহ’কে ছাড়াই আজ মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ডেভন কনওয়েকে ফিরিয়ে ভারতকে সুবিধা করে দিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। এরপর পেসারদের আর তেমন কার্যকরী ভূমিকা নিতে দেখা যায় নি প্রথম সেশনে। পুণের পর মুম্বইতেও বড় রানের দিকে এগোচ্ছিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু ২৮ রানের মাথায় তাঁকে রুখে দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। চার নম্বরে আনা রচিন রবীন্দ্রকেও মধ্যাহ্নভোজের আগেই আউট করেছিলেন তামিলনাড়ুর স্পিনার। বেঙ্গালুরুতে শতরান করলেও ওয়াংখেড়েতে আজ ৫ রানের বেশী এগোতে পারেন নি ভারতীয় বংশোদ্ভূত তারকা।
Read More: ভারত-নিউজিল্যান্ড টেস্টের মাঝে চুরি হলো এই খেলোয়াড়ের, খোয়া গেল কোটি টাকা ও গয়না !!
লাঞ্চের পর ভারতকে চাপে ফেলেছিলো উইল ইয়ং (Will Young) ও ড্যারিল মিচেলের জুটি। উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বোলারদের। শেষমেশ মুশকিল আসান হতে দেখা গেলো রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে সেরা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। আজ ওয়াংখেড়ের পিচে আরও একবার জ্বলে উঠলেন তিনি। ৪৫তম ওভারে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়ং। কেন উইলিয়ামসনের বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন প্রথম একাদশে। ভারতসফরে ভালোই পারফর্ম্যান্স তাঁর। আজ আউট হন ৭১ রান করে। একই ওভারে উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেলকেও সাজঘরে ফেরত পাঠান জাদেজা। ড্যারিল মিচেলের (Daryll Mitchell) সাথে জুটি বেঁধে খানিক প্রতিরোধের চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস। কিন্তু জাদেজার তৃতীয় শিকার হয়ে ফিরতে হয় তাঁকে। কিউই অলরাউন্ডার করেন ১৭ রান।
ওয়াংখেড়েতে জাদেজা (Ravindra Jadeja) ঝড় অব্যাহত রইলো এরপরই। ঈশ সোধি ও ম্যাট হেনরি’কে যথাক্রমে ৭ ও ০ রানের মাথায় আউট করেন তিনি। টেস্ট কেরিয়ারে ১৫তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির স্থাপন করেন আইসিসি র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে থাকা অলরাউন্ডার। বাকি কাজটুকু সেরে ফেলেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)। তিনি প্রথমে আউট করেন আজাজ প্যাটেল’কে। একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অপর প্রান্তে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। শেষমেশ সুন্দরের ঘূর্ণিতে পরাস্ত হন তিনিও। ব্যক্তিগত ৮২ রানের মাথায় আউট হন তারকা অলরাউন্ডার। সাথে সাথেই ইনিংস যবনিকা পড়ে নিউজিল্যান্ডের। জাদেজার ৫ ও ওয়াশিংটনের ৪ উইকেট পাওয়ার দিনে খানিক স্বভাববিরুদ্ধ ভাবেই অশ্বিনের ঝুলি শূন্য। তৃতীয় টেস্টে দাপট ধরে রাখতে প্রথম ইনিংসে বড় লিড নেওয়াই লক্ষ্য এখন ভারতের।