IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ইতিমধ্যেই টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচেই মুখ থুবড়ে পড়েছেন রোহিত-কোহলিরা। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচটি ভারত হেরেছিলো ৮ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটি হাতছাড়া হয়েছে ১১৩ রানের ব্যবধানে। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খুইয়ে বেশ ব্যাকফুটে দল। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে খানিক আত্মবিশ্বাস ফিরে পেতে কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে জয় চাইছে রোহিত বাহিনী। সেই লক্ষ্যেই আজ মাঠে নেমেছে তারা। আরও একবার ভারতীয় বোলারদের কড়া পরীক্ষার মুখে ফেলেছেন কিউই ব্যাটাররা। ফিল্ডিং-এও এখনও পর্যন্ত নজর কাড়তে ব্যর্থ স্বাগতিক দেশ। বিশেষ করে ঋষভ পন্থ যেভাবে রান-আউট ফস্কালেন প্রথম সেশনে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
Read More: ভারত-নিউজিল্যান্ড টেস্টের মাঝে চুরি হলো এই খেলোয়াড়ের, খোয়া গেল কোটি টাকা ও গয়না !!
কিউই ইনিংসের ২৩ তম ওভারে তখন বোলিং করছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বাম হাতি স্পিনারকে রিভার্স স্যুইপ করে থার্ড ম্যানের দিকে ঠেলে দেন ব্যাটার ড্যারিল মিচেল। অনেকখানি দৌড়ে বাউন্ডারি রুখে দেন মহম্মদ সিরাজ। তারপর তা ছুঁড়ে দেন উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) দিকে। প্রথম রান সম্পূর্ণ করে দ্বিতীয় রানের জন্য ততক্ষণে দৌড় শুরু করে দিয়েছেন মিচেল (Daryll Mitchell)। লাফিয়ে এক হাতে বল ধরার বদলে মহেন্দ্র সিং ধোনি’র স্টাইলে তা উইকেটের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন পন্থ। অতীতে ধোনি ছাড়াও ঋদ্ধিমান সাহা বা রবীন্দ্র জাদেজা এভাবে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করেছেন। কিন্তু ব্যর্থ হন ঋষভ। রিপ্লেতে দেখা যায় যে ধোনি হওয়ার চেষ্টা না করে বল গ্লাভসবন্দী করে যদি নন-স্ট্রাইকার প্রান্তে ছুঁড়তেন তিনি, তাহলে রান-আউট হতে পারতেন উইল ইয়ং।
দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করার আগে মুহূর্তের জন্য দ্বিধায় ছিলেন উইল ইয়ং। সেই কারণেই রান-আউটের সুযোগ এসে গিয়েছিলো ভারতের সামনে। কিন্তু ঋষভের ভুলে হাতছাড়া হয় তা। এই জন্য টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটারকে রীতিমত তুলোধোনা করলেন ধারাভাষ্যকার ও প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক। তিনি বলেন, “আপনারা ঋষভ পন্থের দিকে দেখুন। ও নিজের গ্লাভসটাই খোলে নি। উইল ইয়ং তখনও পড়িমরি করে দৌড়াচ্ছিলো (রান সম্পূর্ণ করার জন্য)। যদি ও (ঋষভ) নিজের গ্লাভসটা খুলে নিত তাহলে অন্য প্রান্তে থ্রো করতে পারত। যেটা ভারতকে রান-আউটের জন্য একটা ভালো সুযোগ এনে দিত নিঃসন্দেহে। ওর হাতে অনেকটা সময় ছিলো। কিন্তু গ্লাভস খোলে নি বলে সেই সুযোগটাই নিতে পারলো না। একজন উইকেটরক্ষক হিসেবে ওকে পারিপ্বার্শিক পরিস্থিতি সম্পর্কে আরও ওয়াকিবহাল হতে হবে।”
দেখে নিন ঘটনার ভিডিও-
Dinesh Karthik 🗣️” Wicket keeper should be catious about runouts.
Rishabh Pant missed an easy runout opportunity here”RP as a WK is too lazy and unreliable.#INDvsNZpic.twitter.com/eoUq38r1c7
— sʜᴜʙʜᴀᴍ (@Itz_Shubham044) November 1, 2024