IND vs NZ: ভাগ্য খুললো ঈশান কিষণের, ঋষভ পন্থের জায়গায় নিচ্ছেন এন্ট্রি !! 1

IND vs NZ: বেঙ্গালুরুতে ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া (Team India)। টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে খেলাই হয় নি। দ্বিতীয় দিন আবহাওয়ার উন্নতি হওয়ায় মাঠে ফেরেন ক্রিকেটাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যুমেরাং হয়ে ফেরে সেই পদক্ষেপ। মেঘলা, স্যাঁতস্যাঁতে পরিবেশে পিচের ভিজে ভাব কাজে লাগিয়ে জ্বলে ওঠেন নিউজিল্যান্ডের তিন পেসার। কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারে নি ভারত। রোহিত, কোহলি (Virat Kohli), যশস্বী’রা অসহায় আত্মসমর্পণ করেন ম্যাট হেনরী, উইলিয়াম ও’রোর্কদের সামনে। মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ‘মেন ইন ব্লু।’ দুপুরে রোদ ওঠায় ব্যাটিং সহজ হয়ে পড়েছিলো। ফলে ভারতের রান টপকে যেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি কিউইদের। বড়সড় লিড নেওয়ার পথে তারা। বেঙ্গালুরুতে ভারতের সমস্যা জটিল করেছে ঋষভ পন্থের (Rishabh Pant) চোট।

Read More: IND vs NZ 1st Test: চিন্নাস্বামীতে ভরাডুবি ভারতের, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড !!

ছিটকে যাওয়ার মুখে ঋষভ পন্থ-

Devon Conway and Rishabh Pant | IND vs NZ | Image: Getty Images
Devon Conway and Rishabh Pant | IND vs NZ | Image: Getty Images

২০২২-এর ডিসেম্বর মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। ১৪ মাসের রিহ্যাব শেষে ফিরতে পেরেছেন মাঠে। সেই হাঁটুতেই গতকাল ফের চোট পেলেন তিনি। নিউজিল্যান্ড ইনিংসে উইকেটকিপিং করার সময় আহত হন ঋষভ। ৩৭তম ওভারে বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বাম হাতি স্পিনারের শেষ ডেলিভারিটিতে ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন কিউই ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। কিন্তু বলের লাইন ‘মিস’ করেন তিনি। সেটি আছড়ে পড়ে পন্থের হাঁটুতে। প্যাড থাকলেও অরক্ষিত অংশে আঘাত করে বল’টি। চোট যে গুরুতর তা ঋষভের যন্ত্রণাক্লিষ্ট মুখ থেকেই পরিষ্কার হয়েছিলো। মাঠেই শুয়ে পড়েন তিনি।

ঘটনার পর ছুটে এসেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) ফিজিও। মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণ পরিচর্যা চলে ঋষভের (Rishabh Pant)। কিন্তু খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি তাঁর পক্ষে। শেষমেশ সাপোর্ট স্টাফের দুই সদস্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। গতকাল দিনের শেষ সেশনে উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিলো উত্তরপ্রদশের ধ্রুব জুড়েল’কে (Dhruv Jurel)। ম্যাচের তৃতীয় দিন’ও উইকেটরক্ষক হিসেবে মাঠে নেমেছেন ধ্রুব’ই। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আজ কিপিং করবেন না পন্থ। বোর্ডের চিকিৎসক দল যে তাঁর চোট খতিয়ে দেখছেন, জানানো হয়েছে তাও। সামনে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বর্ডার-গাওস্কর ট্রফি। সেদিকে তাকিয়ে চলতি টেস্ট সিরিজ (IND vs NZ) থেকে অব্যাহতিই দেওয়া হতে পারে ঋষভকে।

দেখে নিন বিসিসিআই-এর বিজ্ঞপ্তি-

সুযোগ পেতে পারেন ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Twitter
Ishan Kishan | Image: Twitter

বেঙ্গালুরুর পর পুণে ও মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) আরও দুটি টেস্ট খেলার কথা রয়েছে ভারতের। যদি ঋষভ পন্থ ছিটকে যান সেক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে অন্য কোনো উইকেটরক্ষকে স্কোয়াডে সুযোগ দেওয়ার কথা ভাবতে হবে বিসিসিআই-কে। শিকে ছিঁড়তে পারে ঈশান কিষণের (Ishan Kishan) ভাগ্যে। ঝাড়খণ্ডের ঈশান গত বছর ঋষভের অনুপস্থিতিতে টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেওছিলেন দুটি ম্যাচ। কিন্তু ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েই বিপাকে পড়েন তিনি। বিসিসিআই-এর সাথে ঠাণ্ডা যুদ্ধে জড়িয়ে দশ-এগারো মাস জাতীয় দল থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি বুচি বাবু টুর্নামেন্ট, দলীপ ট্রফিতে রান পেয়েছেন। খেলেছেন রঞ্জিও। ঋষভের (Rishabh Pant) চোট আবারও টিম ইন্ডিয়ার অন্দরে জায়গা করে দিতে পারে তাঁকে।

Also Read: IND vs NZ 1st Test: “মাঠে নামার দরকার নেই…” বেঙ্গালুরুতে ব্যর্থ বিরাট, সোশ্যাল মিডিয়ায় পড়লেন তীব্র আক্রমণের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *