IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতকে আগাগোড়া সমস্যায় ফেলেছে তাদের ব্যাটিং। চিন্নাস্বামীতে ৪৬ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। ফলশ্রুতি ৮ উইকেটের ব্যবধানে লজ্জার হার। পুণেতেও পিছু ছাড়ে নি ব্যাটিং ব্যর্থতা। ১৫৬ রানে অল-আউট হওয়ার ধাক্কা সামলে লড়াইতে আর ফেরা হয় নি কোহলি-রোহিত-সরফরাজদের। খানিকটা একই চিত্র দেখা গেলো ওয়াংখেড়ে স্টেডিয়ামেও। গতকাল শেষলগ্নে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও বিরাট কোহলি সাজঘরে ফেরায় অনন্ত চাপের মুখে পড়েছিলো ভারতীয় দল। প্রতিপক্ষকে ২৩৫ রানে আটকে রাখার পরেও জাঁকিয়ে বসেছিলো প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার আশঙ্কা। আজ শুভমান গিল ও ঋষভ পন্থের দুর্দান্ত ব্যাটিং দিশা দেখায়। তবে পন্থ ফেরার পর আরও একবার কোণঠাসা হয়ে পড়েছিলো দল। ওয়াশিংটন সুন্দরের মরিয়া লড়াই কিউইদের থেকে কয়েক ধাপ এগিয়ে দিলো টিম ইন্ডিয়াকে।
Read More: IND vs AUS: অস্ট্রেলিয়ায় ম্যাচ বাতিল ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিসিআই !!
অর্ধশতক পন্থের, শতক হারালেন গিল-
![IND vs NZ 3rd Test: শুভমান-ওয়াশিংটনের মরিয়া লড়াইতে ‘লিড’ পেলো ভারত, প্রথম ইনিংস থামলো ২৬৩ রানে !! 2 Shubman Gill and Rishabh Pant | IND vs NZ | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/gill-pant.png)
গতকালের শেষ পনেরো মিনিটের হারাকিরি অনেকখানি পিছিয়ে দিয়েছিলো ভারতীয় দল’কে। আজ সকালে সেই ধাক্কা সামলে দল’কে লড়াইতে ফেরান ঋষভ পন্থ ও শুভমান গিল। দুই তরুণ তুর্কি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্কোরবোর্ডে। চেনা ছন্দে আজ পাওয়া গেলো ঋষভ পন্থ। ধুন্ধুমার ভঙ্গিতে মাত্র ৩৬ বলে অর্ধশতকের গণ্ডী পেরোন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ইতিহাসে এটাই কোনো ভারতীয়ের করা দ্রুততম হাফ-সেঞ্চুরি। অপরপ্রান্তে দৃপ্ত ছন্দে এগোচ্ছিলেন শুভমান গিল’ও। কেরিয়ারের সপ্তম অর্ধশতক আজ এলো তাঁর ব্যাট থেকেই। কিউই স্পিনারদের বিরুদ্ধে সাবলীল দেখাচ্ছিলো দুজনকেই। কিন্তু বিপর্যয় ঘটে ৩৮তম ওভারের তৃতীয় বলে। ঈশ সোধির বলে পন্থ লেগ বিফোর হতেই যবনিকা পড়ে ৯৬ রানের দুর্দান্ত পার্টনারশিপের। ৫৯ বলে ৬০ করে ফেরেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।
লোয়ার মিডল অর্ডার আজ’ও হাঁসফাঁস করলো কিউইদের স্পিনের বিরুদ্ধে। রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা হয়েছিলো। ১৪-এর বেশী এগোতে পারেন নি তিনি। সরফরাজের ব্যাটিং পজিশন নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। কোচ গম্ভীর আজ তাঁকে নামান য়াট নম্বরে। অনভ্যস্ত পজিশনে সুবিধা করতে পারেন নি তিনি। ফেরেন খাতা খোলার আগেই। ছয় নম্বর টেস্ট খেলছেন তিনি। এই নিয়ে তৃতীয় বার ‘ডাক’ জুটলো তাঁর কপালে। একা কুম্ভ হয়ে লড়াই করে যাচ্ছিলেন শুভমান গিল। এগোচ্ছিলেন কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানের দিকে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না তাঁর। আজাজ প্যাটেলের শিকার হয়ে থামলেন ৯০ রানে। এর পর সুবিধা করতে পারেন নি রবিচন্দ্রণ অশ্বিন’ও। ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন তিনি।
লিড এনে দিলেন ওয়াশিংটন সুন্দর-
![IND vs NZ 3rd Test: শুভমান-ওয়াশিংটনের মরিয়া লড়াইতে ‘লিড’ পেলো ভারত, প্রথম ইনিংস থামলো ২৬৩ রানে !! 3 Washinton Sundar | IND vs NZ | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/washi.png)
স্বপ্নের ছন্দে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজের প্রাথমিক স্কোয়াডেই ছিলেন না তিনি। দ্বিতীয় টেস্টের আগে যুক্ত হন দলের সাথে। তারপর থেকেই একের পর এক দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে চলেছেন তিনি। পুণেতে দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেও খানিক লড়তে দেখা গিয়েছিলো তামিলনাড়ুর অলরাউন্ডারকে। ওয়াংখেড়েতেও বল হাতে ইতিমধ্যেই নিয়েছেন ৪ উইকেট। আজ লোয়ার অর্ডারে ভারতের লড়াইয়ের মুখ’ও হয়ে উঠলেন ২৫ বর্ষীয় অলরাউন্ডার’ই। আজাজ প্যাটেল, ঈশ সোধিদের বিরুদ্ধে একের পর এক চোখধাঁধানো শট মারতে দেখা গেলো তাঁকে। ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কায় সাজানো ৩৬ বলে তাঁর অপরাজিত ৩৮ রানের ইনিংসটাই সিরিজে প্রথমবার লিড এনে দিলো ভারতকে। আকাশ দীপ যখন রান-আউট হলেন তখন টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ২৬৩। প্রতিপক্ষের থেকে ২৮ রানে এগিয়ে তারা।