ind-vs-nz-india-announce-test-squad

IND vs NZ: চলছে ভারত বনাম বাংলাদেশ টি-২০ সিরিজ। এরপর টিম ইন্ডিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের (IND vs NZ)। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি আয়োজিত হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৪ অক্টোবর থেকে রয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে। আর তৃতীয় ম্যাচটি রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১ থেকে ৫ নভেম্বর অবধি চলার কথা সেটি। ঘরের মাঠে এই তিনটি টেস্ট জিতলেই ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার (Team India)। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে ফাইনালের টিকিট কনফার্ম করাই লক্ষ্য রোহিত-বিরাটদের। সেই লক্ষ্যেই গতকাল ঘোষণা করা হয়েছে শক্তিশালী স্কোয়াড।

Read More: IPL 2025: অমূল্য রতন হাতছাড়া করবে না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, নিলাম থেকে দলে ফেরাবে চার ক্রিকেটারকে !!

ব্যাটিং বিভাগে নেই কোনও চমক-

Virat Kohli and KL Rahul | IND vs NZ | Image: Getty Images
Virat Kohli and KL Rahul | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিভাগে যাঁরা ছিলেন, তাঁদেরই রাখা হয়েছে নিউজিল্যান্ড সিরিজেও। নেই কোনও চমক। কোনো কোনো সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে থাকা অভিমণ্যু ঈশ্বরণ’কে (Abimanyu Easwaran) অতিরিক্ত ওপেনার হিসেবে জায়গা দেওয়া হবে। কিন্তু তা হয় নি। ওপেনিং জুটি হিসেবে এই সিরিজেও দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল’কে। তিনে ব্যাটিং করতে পারেন শুভমান গিল (Shubman Gill)। বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন স্কোয়াডে। সম্ভবত চার নম্বরে খেলবেন তিনি। পাঁচ নম্বর পজিশন নিয়ে লড়াই কে এল রাহুল ও সরফরাজ খানের মধ্যে। বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে রান পেয়েছেন রাহুল। অন্যদিকে ইরানী কাপে দ্বিশতরান করে ম্যাচের সেরা হয়েছেন সরফরাজ। শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে, সেদিকে থাকবে নজর।

উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) রয়েছেন ভারতীয় স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট প্রত্যাবর্তনেই শতরান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও (IND vs NZ) প্রথম একাদশে দেখা যাবে তাঁকেই। অস্ট্রেলিয়া সিরিজে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন তিনি। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ছন্দ বজায় রাখার চেষ্টা করবেন তরুণ তুর্কি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। উত্তরপ্রদেশের তরুণ ইংল্যান্ডের বিপক্ষে রান পেয়েছিলেন। সম্প্রতি ইরানী কাপে (Irani Cup) অবশিষ্ট ভারত জার্সিতেও ভালো খেলেছেন তিনি। তবে বিশেষজ্ঞমহলের ধারণা আপাতত জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন না তিনি। থাকতে হবে রিজার্ভ বেঞ্চেই।

নতুন সহ-অধিনায়ক হচ্ছেন জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | IND vs NZ | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

বাংলাদেশ সিরিজে ভারতের তুরুপের তাস হয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুই স্পিন বোলিং অলরাউন্ডারকে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড সাজিয়েছেন অজিত আগরকাররা। ঘূর্ণি পিচে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন তাঁরা। এছাড়া তৃতীয় অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব’ও (Kuldeep Yadav)। টাইগারদের বিপক্ষে স্কোয়াডে ডাক পেয়েছিলেন বাম হাতি মিডিয়াম পেসার যশ দয়াল। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে নেই তিনি। বদলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ ও আকাশ দীপকেওই (Akash Deep) কেবল রাখা হয়েছে পেস বিভাগে। আগের সিরিজে কোনো সহ-অধিনায়ক ছিলেন না ভারতীয় স্কোয়াডে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) রোহিতের ডেপুটি হিসেবে নির্বাচন করা হয়েছে জসপ্রীত বুমরাহ’কে।

ঘরের মাঠে সিরিজ হলেও চারজন ট্র্যাভেলিং রিজার্ভ বেছে নিয়েছে নির্বাচক কমিটি। টি-২০তে নজর কাড়ার পর ডাক পেয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সুযোগ এসেছে এক্সপ্রেস পেসার হিসেবে পরিচিত মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) সামনেও। এছাড়া হর্ষিত রাণা (Harshit Rana) ও প্রসিদ্ধ কৃষ্ণাকেও (Prasidh Krishna) রাখা হয়েছে ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায়। অস্ট্রেলিয়া সিরিজের আগে মহম্মদ শামি (Mohammed Shami) সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই প্রত্যাবর্তনের কথা ছিলো তাঁর। কিন্তু স্কোয়াডে জায়গা পান নি বাংলার পেসার। তাই ব্যাগি গ্রিনদের বিপক্ষে চতুর্থ পেসার কে হবেন তা খুঁজে নিতেই মায়াঙ্ক, হর্ষিত, প্রসিদ্ধদের দলের সাথে রাখা হচ্ছে বলে মত ক্রিকেটমহলের।

এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: IND vs NZ: বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, সিরিজ শুরুর আগেই ফাঁস করলো বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *