IND vs NZ: “এমন যে হবে ভাবিনি আমরা…” নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ঘোর কাটছে না হার্দিক পান্ডিয়ার !! 1

IND vs NZ: একদিনের সিরিজে যেভাবে নিউজিল্যান্ডকে খড়কুটোর মত উড়িয়ে দিয়েছিলো ভারতীয় দল, তাতে টি-২০তেও তাদের বিশেষ গুরুত্ব দেন নি কেউ। ‘টিম ইন্ডিয়া’র সামনে আরও একবার নতজানু হবেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েরা। এমনটাই ভেবেছিলো ক্রিকেট বিশ্ব। কিন্তু খেলাটার নাম ক্রিকেট, মহান অনিশ্চয়তার খেলা। পুরনো পারফর্ম্যান্সের বিশেষ গুরুত্ব এখানে নেই। তা আরও একবার প্রমাণ হলো আজ। রাঁচির মাঠে কিউইদের বিপক্ষে মুখ থুবড়ে পড়লো হার্দিকবাহিনী। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ডেভন কনওয়ে (Devon Conway) , ড্যারিল মিচেলদের (Daryl Mitchell) সৌজন্যে ১৭৬ রান তোলে ব্ল্যাক ক্যাপস দল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে কোনোরকম জবাব দিতে পারেন নি ভারতীয় ব্যাটাররা। সূর্যকুমার (Syryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) খানিক লড়াই করলেও ২১ রানে পরাজয় স্বীকার করতে হয় ‘মেন ইন ব্লু’কে। সকল হিসেবনিকেশ উলটে এভাবে জয় ছিনিয়ে নেবে নিউজিল্যান্ড, তা ভাবনার অতীত ছিলো ভারতীয় দলের কাছেও। ম্যাচ হেরে নিজেই জানালেন সেই কথা।

উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছে, জানালেন হার্দিক-

Hardik Pandya | image: twitter
Hardik Pandya discussed about the Ranchi pitch after defeat against New Zealand

এই মাঠের গত ৩ ম্যাচের পরিসংখ্যান বলছিলো রান তাড়া করে জয় এসেছে দুটিতে। পাশাপাশি শিশির নিয়েও চিন্তা ছিলো ভারতীয় দলের। সবদিকে খেয়াল রেখেই টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু ভাবনায় ভুল হলো আজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পরিকল্পনায় গলদ ছিলো, এমনটাই ম্যাচ শেষে মনে করছেন তিনি। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরাজিত অধিনায়ক হিসেবে আসতেই হয়েছিলো হার্দিককে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে হার্দিক (Hardik Pandya) জানান, “উইকেটের চরিত্র যে এমন হবে তা কেউ আন্দাজ করতে পারে নি। দুই দলই খানিক চমকে গিয়েছে আজ। কিন্তু আমাদের থেকে ওরা (নিউজিল্যান্ড) ভালো ক্রিকেট খেলেছে আজ, সেই কারণেই সাফল্য পেয়েছে ওরা।” পিচ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। জানান, “পুরনো বলের চেয়ে আজ দেখলাম নতুন বল বেশী ঘুরছে। যেভাবে পিচে বল পড়ে বাউন্স করেছে, তার জন্য প্রস্তুত ছিলাম না। তা সত্ত্বেও ম্যাচে ফিরে এসেছিলাম, যখন সূর্য এবং আমি ব্যাট করলছিলাম।” বল হাতে বেশী রান খরচ করে ফেলেছিলো ‘টিম ইন্ডিয়া,’ অকপট স্বীকারোক্তি হার্দিকের (Hardik Pandya) । তিনি জানান, “পিছনের দিকে তাকালে এখন মনে হচ্ছে যে এই উইকেট ১৭৭ এর জন্য ছিলো না। আমরা বল হাতে সেরাটা দিতে পারি নি। ২০ থেকে ২৫ রান বেশী খরচ করেছি।” হারলেও ভেঙে পড়তে নারাজ অধিনায়ক। দলের অনেকেই বয়সে তরুণ, হার থেকে শিখতে চান তিনি। ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)  প্রশংসা করে হার্দিক (Hardik Pandya)  বলেন, “যেভাবে আজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছে ও, মনে হচ্ছিলো ম্যাচটা নিউজিল্যান্ড বনাম ওয়াশিংটন হচ্ছিলো আজ। আমাদের দলে একজনকে দরকার ছিলো যে ব্যাটে-বলে সমান সাবলীল। ও থাকায় আমরা অনেক বেশী আত্মবিশ্বাস পাই, এগিয়ে যাওয়ার সাহস পাই।” পরবর্তী ম্যাচে জিততেই হবে ভারতকে। সেই কথা জানেন অধিনায়কও। আপাতত সেই কারণে লক্ষ্ণৌর দিকে তাকিয়ে হার্দিক।

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *