IND vs NZ: “দ্বিশতরানের পরেও কিছুই বদলায় নি…” সিরিজ সেরা শুভমান গিল চান সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উঁচুতে উঠতে !! 1

IND vs NZ: যত দিন যাচ্ছে ভারতীয় ক্রিকেটে আকাশে নতুন নক্ষত্র হিসেবে উজ্জ্বল হয়ে উঠছেন শুভমান গিল। ২০১৮ সালে যখন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তখন থেকেই সংবাদমাধ্যমের নজরে রয়েছেন তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেট, আইপিএলে নিয়মিত রান করেছেন। গত কয়েকমাসে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। উইন্ডিজের বিরুদ্ধে ৯৮* এর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিলেন একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম শতরান। বাংলাদেশের মাটিতে টেস্টের সাদা পোশাকেও তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলো শুভমানের (Shubman Gill) ইনিংস। ২০২২ এ যে ফর্ম দেখা গিয়েছিলো শুভমানের খেলায় তাঁকে আরও ধারালো করেছেন নতুন বছরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে  শতরান করেছিলেন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও খানিক এগিয়ে পেরিয়ে গেলেন দ্বিশতরানের গণ্ডী। হায়দ্রাবাদে কিউদের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ২০৮ করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৪০* এবং তৃতীয় ম্যাচেও করলেন ১১২ রান। তিন ম্যাচের সিরিজে ৩৬০ রান করলেন তিনি। কোনো তিন ম্যাচের একদিনের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমের পাশে বসলেন পাঞ্জাবের তরুণ ওপেনার। ১৮০ ব্যাটিং গড়ে ৩৬০ রান করার পর ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে শুভমান ছাড়া অন্য কাউকে বেছে নেওয়া অসম্ভব’ই ছিলো। সেরার পুরষ্কার জিতে তৃপ্ত শুভমান (Shubman Gill) ধন্যবাদ জানালেন সতীর্থদের।

জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন শুভমান-

IND vs NZ | image: twitter
Shubman Gill was awarded the Player of the Series award for his outstanding performance against New Zealand

পমাত্র ২৩ বছর বয়সে দ্বিশতরান করেছেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে অর্জন করেছেন এই বিরল কৃতিত্ব। শেষ ছয় ইনিংসে চারবার পেরিয়েছেন শতরানের গণ্ডী। একদিনের ক্রিকেটে ব্যাটিং গড় এগোচ্ছে ৭৫ এর দিকে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠতম তরুণ প্রতিভা বলছেন অনেকে তাঁকে। হাজার ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতেও নিজের ক্রিকেট থেকে ফোকাস সরাচ্ছেন না শুভমান গিল (Shubman Gill)। ৩ ম্যাচে ৩৬০ রান করে নিউজিল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরেও তাঁর ভাবনা জুড়ে শুধুই নিজেকে ছাপিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে শুভমান জানান, “কোনো সিরিজে ভালো পারফর্ম করলে আনন্দ তো অবশ্যই হয়। দ্বিশতরান করেছি ঠিকই। তবে খেলার প্রতি আমার দৃষ্টিভঙ্গি তাতে কোনোভাবেই বদলায় নি।” বড় রান করার জন্য কি আলাদা কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামেন তিনি? প্রশ্নের জবাবে শুভমান (Shubman Gill) জানান, “প্রতি ম্যাচেই লক্ষ্য থাকে শুরুটা ভালোভাবে করার। তারপর সেখান থেকে আস্তে আস্তে বড় ইনিংস গড়ার কাজে মন দিই। ম্যাচের প্রতিটা মুহূর্তে মনঃসংযোগ ধরে রাখার চেষ্টা করি। সেটাই আমায় বড় ইনিংস খেলতে সাহায্য করে।” আজকের ম্যাচে শতরান করেছেন শুভমান (Shubman Gill)। শতরান করেছেন অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। তবুও হোলকার স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গসম পিচে ৯০ রানে জয় এনে দেওয়ার পিছনে পাঞ্জাবের তরুণ ওপেনার কৃতিত্ব দিচ্ছেন বোলারদের। বলেন, “আমাদের বোলাররা এই উইকেটে দুর্দান্ত বোলিং করেছে।”

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *