IND vs NZ: ক্রাইস্টচার্চে 'মাস্ট উইন' ম্যাচে শুরুতেই ধাক্কা খেলো ভারত, ফর্মে থাকা শুভমান গিল'কে ফিরিয়ে দিলেন অ্যাডাম মিলনে !! 1

IND vs NZ: ভারতের নিউজিল্যান্ড সফর এসে পৌঁছেছে একদম অন্তিম পর্যায়ে। আজ তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে থেকেই বেশ চাপে ভারতীয় দল। টি-২০ সিরিজে ১-০ ফলে জয় ছিনিয়ে নেওয়ার পর কিউইদের দেশে জয়যাত্রা অব্যাহত রাখতে চেয়েছিলো ভারত। বিরাট, রোহিতদের মত সিনিয়র’রা না থাকলেও তরুণ প্রতিভাদের ওপর ভরসা রেখেই জোড়া সিরিজ জিতে নেওয়ার আকাঙ্খা ছিলো ‘মেন ইন ব্লু’র। প্রথম ম্যাচে হেরে গিয়ে সব হিসেব উল্টেপাল্টে গিয়েছে। বাইশ গজে কিউইদের পাশাপাশি ভারত’কে মোকাবিলা করতে হচ্ছে প্রকৃতিরও। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় সিরিজ জয়ের আশা নিভেছে আগেই। আজ সমতা ফেরাতে ক্রাইস্টচার্চে তাই জিততেই হবে ভারত’কে। টসে আজকেও জিতেছেন কেন উইলিয়ামসন,ভারত প্রথমে ব্যাট করছে। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত রান তোলার জন্য ওপেনিং জুটির দিকে তাকিয়ে ছিলো ‘টিম ইন্ডিয়া’। কিন্তু আজ পারলেন না শুভমান গিল (Shubman Gill)। প্রথমেই আউট হয়ে ফিরলেন সাজঘরে।

ফর্মে থাকা শুবমান’কে শুরুতেই হারালো ভারত-

Shubman Gill | image: twitter
Shubman Gill falls early at Christchurch against New Zealand.

চলতি বছরে বেশ ভালো ফর্মে আছেন শুভমান গিল(Shubman Gill)। একদিনের ম্যাচে পরপর বড় ইনিংস’ও খেলছেন। প্রথম ম্যাচে করেছিলেন ৫০ রান। অধিনায়ক শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সাথে জুটি বেঁধে ভারত’কে ১২৪ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও খেলা ভেস্তে যাওয়ার আগে ব্যাট করছিলেন ৪৫ রানে। তৃতীয় ম্যাচেও তাঁর থেকে আরও একটা দুর্দান্ত ইনিংস আশা করেছিলেন ভারতের ক্রিকেটভক্তেরা। কিন্তু ‘ল অফ অ্যাভারেজের’ শিকার হতে হলো পাঞ্জাবের তরুণ ওপেনার’কে। আজ শুরু থেকেই ব্যাটিং-এ নিজের স্বাভাবিক ধার দেখাতে পারছিলেন না শুভমান (Shubman Gill)। প্রথম রান করতেই বেশ কয়েক বল লেগে গিয়েছিলো তাঁর। প্রাথমিক জড়তা কাটিয়ে দুটি চার মেরে ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন। তবে তাঁকে থামিয়ে দিলেন অ্যাডাম মিলনে। মিলনের বল লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান গিল। স্কোয়্যার লেগে দাঁড়ানো মিচেল স্যান্টনার কোনো ভুল করেন নি। ২২ বলে ১৩ করেই আজ থামলেন শুবমান। ৩৯ রানের মাথায় ভারত হারালো প্রথম উইকেট। দেখে নিন শুবমানের উইকেট’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *