IND vs NZ

IND vs NZ: বেঙ্গালুরুতে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর পথে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তুলেছিলো ৪০২ রান। প্রথম ইনিংসেই ৩৫৬ রানে পিছিয়ে পড়ার পর বেশ কোণঠাসা ছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু খাদের কিনারা থেকে ম্যাচের লড়াইতে প্রত্যাবর্তন ঘটিয়েছে তারা। গতকাল রোহিত শর্মা’র (Rohit Sharma) ৫২ ও বিরাট কোহলির (Virat Kohli) ৭০ রানের ইনিংস ভিত শক্ত করেছিলো দলের। ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান’ও (Sarfaraz Khan)। আজ সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করতে দেখা যায় মুম্বইয়ের তারকাকে। হাঁটুর চোটে গতকাল উইকেটরক্ষক হিসেবে দেখা যায় নি ঋষভ পন্থকে। কিন্তু আজ ব্যাট করতে নেমে সরফরাজ’কে যোগ্য সহায়তা করছেন তিনিও।

Read More: IND vs NZ 1st Test: দিনের শেষ বলে আউট কোহলি, সাজঘরে হতাশায় ভেঙে পড়লেন অধিনায়ক রোহিত !!

প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রচুর রান করেছেন সরফরাজ (Sarfaraz Khan)। টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র বেশী গড় রাখার নজিরও গড়েছেন। তাঁর প্রথম শ্রেণির খেলায় কেরিয়ারে গড় প্রায় ৭০, যা ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এরপরেও জাতীয় দলে জায়গা করে নিতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছিলেন। তিনটি অর্ধশতক করার পরেও বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ পান নি। দ্বিতীয় টেস্ট চলাকালীন তাঁকে রিলিজও করে দিয়েছিলো টিম ইন্ডিয়া। শুভমান গিল চোট পাওয়ায় শিকে ছেঁড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ)। আর বেঙ্গালুরুতেই বাজিমাত করলেন তিনি। আজ সকালে দ্রুত ছুঁয়ে ফেলেন শতকের মাইলস্টোন। কেরিয়ারের চতুর্থ টেস্টে এলো সরফরাজের প্রথম শতরান।

চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার পরেই আবেগে ভাসতে দেখা গেলো সরফরাজকে। দুই হাত শূন্যে তুলে উদ্‌যাপনে মাতেন তিনি। তরুণ তুর্কির সাফল্যে খুশি নেটজনতাও। কঠিন সময়ে অনেকেই ছিলেন তাঁর পাশে। ‘কঠোর পরিশ্রমের ফল এভাবেই মেলে’ আনন্দে উদ্বেল হয়ে লিখেছেন এক অনুরাগী। ‘বুঝিয়ে দিলো ও আলাদা জাতের ক্রিকেটার’ লিখেছেন আরও একজন। ‘এমনটাই তো হওয়ার ছিলো’ খুশি ছড়িয়ে পড়েছে ট্যুইটারের দেওয়ালে। ‘এরপরেও কি নিয়মিত সুযোগ দেওয়া হবে না ওকে?’ টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। ‘আরও অনেকটা পথ যেতে হবে, আরও অনেক শতরান করতে হবে’ শুভেচ্ছাবার্তা এসেছে নেটিজেনদের থেকে। নিউজিল্যান্ডের (IND vs NZ) পর সাফল্য আসুক অজিদের বিপক্ষেও, প্রার্থনা অনুরাগীদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2025: গম্ভীরের সিদ্ধান্তে লাভবান KKR, সস্তায় এই তারকাকে দলে রাখছে নাইট বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *