ind-vs-nz-fans-laud-sundars-brilliance

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। ৩৬ বছর পর ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে জয়ের মুখ দেখেছে কিউইরা। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে পড়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছেন পুণের মাঠে। আজ টসভাগ্য সুপ্রসন্ন ছিলো না ভারতের। জেতেন কিউই ক্যাপ্টেন টম ল্যাথামই। মাঠের পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শুরুটা বেশ ভালো করেছিলো নিউজিল্যান্ড। লাঞ্চের আগে কেবলমাত্র দুই উইকেট পড়েছিলো তাদের। ক্রিজে ছিলেন ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। কিন্তু দ্বিতীয় সেশন থেকেই ঘুরলো খেলার গতিপথ। ঘূর্ণির জাদুতে ভারতকে এগিয়ে দেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)।

নিউজিল্যান্ডের সিরিজের (IND vs NZ) জন্য যে স্কোয়াড শুরুতে ঘোষণা করা হয়েছিলো, সেখানে নামই ছিলো না ওয়াশিংটনের (Washington Sundar)। কিন্তু রঞ্জি ট্রফিতে তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে নড়েচড়ে বসেন নির্বাচকেরা। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডে সুযোগ করে দেওয়া হয় তাঁকে। কোচ গম্ভীর যে ওয়াশিংটনকে গুরুত্ব দিয়ে দেখছেন তার প্রমাণ মিলেছে তাঁর সরাসরি প্রথম একাদশে সুযোগ পাওয়া থেকেই। তিন বছর পর টেস্টের দুনিয়ায় ফিরেই জ্বলে উঠলেন তামিলনাড়ুর অলরাউন্ডার। পুণের কালো মাটির পিচে সমস্যায় পড়েছিলেন পেসাররা। নিষ্প্রভ দেখাচ্ছিলো বুমরাহ-আকাশ দীপদের। এরপর দ্বিতীয় সেশনে ওয়াশিংটনের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর তাতেই বাজিমাত। প্রথম তিনটি উইকেট পেয়েছিলেন অশ্বিন। কিউইদের বাকি ব্যাটিং লাইন-আপ একাই সাফ করলেন তরুণ তুর্কি।

Read More: আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম বার টিম সাউদির শিকার রোহিত শর্মা, খাতা না খুলেই ফিরলেন প্যাভিলিয়নে !!

সুন্দরের সৌন্দর্য্যে মোহিত নেটমাধ্যম-

Washinton Sundar | IND vs NZ | Image: Getty Images
Washinton Sundar | IND vs NZ | Image: Getty Images

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সুন্দর (Washinton Sundar) সুনামির শুরুটা রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) ফিরিয়ে। ফর্মে থাকা কিউই অলরাউন্ডারের রক্ষণ ভেঙে তাঁকে বোল্ড করেন তিনি। এরপর উইকেট ভেঙে দেন টম ব্লান্ডেলেরও। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাউদী-টিকতে পারেন নি কেউই। ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে থামেন ওয়াশিংটন। এর মধ্যে পাঁচ জনকে বোল্ড করার বিরল কৃতিত্ব’ও অর্জন করেছেন তিনি। ১৯৭ রানের বিনিময়ে একটা সময় ৩ উইকেট ছিলো নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। সেখান থেকে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেলো কেবল ২৫৯ রানেই। মাত্র ৬২ রানে ৭ উইকেট হারায় তারা। এই ধ্বংসাত্মক বোলিং-এর জন্য নেটদুনিয়ায় আজ নায়কের মর্যাদা পাচ্ছেন ওয়াশিংটন (Washinton Sundar)। তাঁর উপর আস্থা রাখায় প্রশংসিত কোচ গৌতম গম্ভীর’ও।

‘নামের মত কাজেও ও অত্যন্ত সুন্দর’ লিখেছেন এক নেটনাগরিক। ২০২০-২১ বর্ডার-গাওস্কর ট্রফিতে নজর কেড়েছিলেন বাম হাতি অলরাউন্ডার। ২০২৪-এও বর্ডার-গাওস্কর ট্রফি রয়েছে আগামী মাসেই। সেই সিরিজে যে তুরুপের তাস হতে পারেন তিনি তাও লিখেছেন কেউ কেউ। মস্করা করে নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘নিউজিল্যান্ড অশ্বিন-জাদেজার জন্য প্রস্তুত হয়ে এসেছিলো। কিন্তু সিলেবাসের বাইরে থেকে এসে গিয়েছে ওয়াশিংটন।’ গত ম্যাচে ভারত ৪৬ রানে অল-আউট হওয়ার পর তোপের মুখে পরতে হয়েছিলো কোচ গম্ভীরকে (Gautam Gambhir)। আজ তাঁর ওয়াশিংটনকে খেলানোর সিদ্ধান্তকে ‘মাস্টারস্ট্রোক’ আখ্যা দিতেও দুইবার ভাবছে না নেটজনতা। ‘চমকে দেওয়াই গম্ভীরের ইউএসপি’ লিখেছেন কেউ কেউ। ‘গুরু গম্ভীরের মগজাস্ত্রের ধার আরও একবার প্রমাণিত’ নিজের এক্স হ্যান্ডেলের দেওয়ালে লিখেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 2nd Test: “মরচে ধরেছে রোহিতের অস্ত্রে…” জসপ্রীত বুমরাহ’র ছন্নছাড়া বোলিং-এ ক্ষোভ ক্রিকেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *