ind-vs-nz-fans-laud-indias-performance

IND vs NZ: চিন্নাস্বামীর ব্যর্থতা ভুলে পুণেতে নতুন উদ্যমে মাঠে নেমেছে ভারতীয় দল। লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরানো। আজ সকালে টিম ইন্ডিয়ার একাদশ সামনে আসতেই দেখা গিয়েছিলো একঝাঁক চমক। গতকাল সাংবাদিক সম্মেলনে কে এল রাহুলের (KL Rahul) হয়ে সওয়াল করেছিলেন কোচ গম্ভীর। আর আজ প্রথম একাদশ থেকেই বাদ দিয়ে দেন তাঁকে। জায়গা হয় নি কুলদীপ যাদব, মহম্মদ সিরাজেরও। দলে ফিরেছেন শুভমান গিল। এছাড়া সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। টসভাগ্য আজ সুপ্রসন্ন ছিলো না ভারতের। জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টম ল্যাথাম। শুরুটা চমৎকার করেছিলো কিউইরা। মনে হচ্ছিলো ফের বড় রানের দিকে এগোচ্ছে তারা। কিন্তু রুখে দাঁড়ান স্পিনাররা। তাঁদের সুবাদেই এগিয়ে রইলো টিম ইন্ডিয়া।

ওপেনিং স্পেলে উইকেট তুলতে পারেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আকাশ দীপ (Akash Deep)। সেই কারণেই দ্রুত স্পিনারের হাতে বল তুলে দিতে হয় অধিনায়ক রোহিতকে। প্রথম ওভারেই ল্যাথামকে আউট করেন অশ্বিন (Ravichandran Ashwin)। বেঙ্গালুরুতে স্বভাববিরুদ্ধে পারফর্ম্যান্স করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ১টি মাত্র উইকেট। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার সেই ব্যর্থতাকে পিছনে ফেলে আজ ফিরলেন আলোর সরণিতে। ল্যাথামের পর লাঞ্চের বিরতির আগে উইল ইয়ং-কেও সাজঘরে ফেরত পাঠান তিনি। ক্রিজে জমে গিয়েছিলেন ডেভন কনওয়ে (Devon Conway)। অর্ধশতকের পর এগোচ্ছিলেন তিন অঙ্কের রানের দিকে। তাঁকে দিনের দ্বিতীয় সেশনে আউট করেন অশ্বিন’ই। ৭৬ রানের মাথায় কনওয়ে ফিরতেই ‘আন্না’র প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

Read More: IND vs NZ 2nd Test: “গম্ভীরের এক চালে সবাই মাত…” ওয়াশিংটনের ঘূর্ণিতে কুপোকাত কিউইরা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায় !!

সুন্দরের জন্য শুভেচ্ছা, রোহিত পেলেন কটাক্ষ-

Washington Sundar, Roihit Sharma and Sarfaraz Khan | IND vs NZ | Image: Getty Images
Washington Sundar, Roihit Sharma and Sarfaraz Khan | IND vs NZ | Image: Getty Images

অশ্বিনের তিন উইকেটের পর ভারতীয় বোলিং-এর ভার কাঁধে তুলে নেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ৪৫ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিলেন তামিলনাড়ুর অলরাউন্ডার। রীতিমত ঝড় তুললেন তিনি। ২৩.১ ওভারে ৫৯ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে আজ ৭ উইকেট। এর মধ্যে পাঁচ জন কিউই ব্যাটারকে বোল্ড করেছেন তিনি। রচিন রবীন্দ্র থেকে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল-শিকারের তালিকায় রয়েছেন একঝাঁক পরিচিত নাম। আজকের নায়ক নিঃসন্দেহে সুন্দর’ই (Washington Sundar)। ‘যেমন নাম, তেমন কাজ’ উচ্ছ্বাসে মেতে মন্তব্য করেছেন এক নেটনাগরিক। ‘প্রত্যাবর্তন এমনই হওয়া উচিৎ’ লিখেছেন আরও একজন। ‘জাদেজার বিকল্প প্রস্তুত রয়েছে’ বাম হাতি অলরাউন্ডারকে শুভেচ্ছায় ভরিয়েছে সমাজমাধ্যমকে। তাঁকে একাদশে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি দেওয়ায় প্রশংসিত কোচ গম্ভীর’ও।

২৫৯ রানে গুটিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা ভারত অবশ্য ধাক্কা খেয়েছে ইনিংসের শুরুতেই। টিম সাউদীর বলে শূন্য করে সাজঘরে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ‘কেবল ক্যাপ্টেন বলেই সুযোগ পাচ্ছে। এবার টেস্ট থেকে অবসর নিক’ পড়ন্ত বেলায় কটাক্ষের তীর ধেয়ে এসেছে রোহিতের দিকে। এই নিয়ে ১৪তম বার সাউদীর শিকার হলেন তিনি। ‘কিউই পেসারকে দেখলে হাঁটু কাঁপে মনে হয় ওর’ টিপ্পনি এক সমাজমাধ্যম ব্যবহারকারীর। ‘একটা দুর্দান্ত দিনের শেষটা রোহিতের জন্যই ভালো হলো না’ অনুযোগের সুর এক টিম ইন্ডিয়া ভক্তের সোশ্যাল মিডিয়া পোস্টে। দিনের শেষে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। আগামীকাল সকালে তাঁদের থেকে বড় পার্টনারশিপ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটদুনিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 2nd Test: “মরচে ধরেছে রোহিতের অস্ত্রে…” জসপ্রীত বুমরাহ’র ছন্নছাড়া বোলিং-এ ক্ষোভ ক্রিকেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *