IND vs NZ: নিউজিল্যান্ডের ঘরের মাঠে তরুণ ভারতীয় দল জিতে নিয়েছে টি-২০ সিরিজ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে কিউইদের মাত করার পর এবার দুই দল মুখোমুখি একদিনের সিরিজে। টি-২০’র মত একদিনের সিরিজেও দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত সিনিয়র’রা। আরও একবার তরুণদের নিয়েই লড়াইয়ের ময়দানে নামতে চলেছে ভারত। হার্দিক নয়,নেতৃত্বের ভার এবার সামলাবেন শিখর ধাওয়ান। আগামী বছরের একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজ ভারত জিততে চাইবে। অপরদিকে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর ঘরের মাঠে কুড়ি-বিশের ক্রিকেটে সিরিজ হেরেছে কিউই’রা। তাই অকল্যান্ডের মাঠে জয় দিয়েই একদিনের সিরিজের সূচনা করতে চাইবেন কেন উইলিয়ামসন’রা। হাড্ডাহাড্ডি মোকাবিলায় টসে জিতে ভারত’কে ব্যাট করতে পাঠিয়েছে কিউই’রা। লম্বা ওপেনিং জুটি হলেও দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। আউট হয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
‘ক্যাপ্টেন্স নক’ খেলে ফিরলেন ধাওয়ান-

একজন ভালো নেতা তিনিই, যিনি সামনে থেকে দল’কে নেতৃত্ব দেন। যাঁর পারফর্ম্যান্স দল’কে উদ্বুদ্ধ করে। নিউজিল্যান্ডের একদিনের সিরিজে দায়িত্ব পেয়ে সেটাই করে দেখালেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। টি-২০ তে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলো দলের ওপেনিং জুটি,সেখানে শুবমান গিল’কে সঙ্গে নিয়ে ১২৪ রান শুরুতেই যোগ করলেন শিখর। শুরু থেকেই মারমুখী ধাওয়ান ১৩ টি চারের সাহায্যে ৭৭ বলে করে গেলেন ৭২ রান। একদিনের বিশ্বকাপের আগে ধাওয়ানের ফর্মের শিখরে থাকা নিঃসন্দেহে আস্বস্ত করবে ভারতের টিম ম্যানেজমেন্ট’কে। অভিজ্ঞ পেসার টিম সাউদীর(Tim Southee) বলে কাট মারতে গিয়ে পয়েন্টে ফিন অ্যালেনের(Finn Allen) হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। দুই ওপেনারের তৈরি করা শক্ত ভিতের ওপর,কত বড় ইমারত গড়তে পারেন বাকি ব্যাটার’রা,নজর থাকবে সেইদিনে। দেখে নিন ধাওয়ানের উইকেট’টি-
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) November 25, 2022