ashwin-bumrah-jadeja-under-pressure

IND vs NZ: বাংলাদেশকে টেস্টের ময়দানে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া (Team India)। চেন্নাই ও কানপুরে জোড়া জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে ‘মেন ইন ব্লু। এই মুহূর্তে টি-২০তেও সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি খেলায় কোনো প্রতিরোধই গড়ে তুলতে সক্ষম হয় নি বাংলাদেশ। রবিবার হায়দ্রাবাদের মাঠে রয়েছে তৃতীয় ম্যাচ। ফেভারিট হিসেবে মাঠে নামবে ২০২৪-এর এর টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নরাই। বাংলাদেশ সিরিজের পর রয়েছে দিন তিনেকের বিরতি। ১৬ তারিখ থেকে ফের মাঠে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) রয়েছে টেস্ট সিরিজ। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি রয়েছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ থেকে ২৮ অক্টোবর অবধি চলার কথা তা। আর ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিউইদের বিরুদ্ধে না্মবে টিম ইন্ডিয়া।

Read More: IPL 2025: ফ্র্যাঞ্চাইজিদের অফারে ‘না’ রোহিত শর্মার, অকশনে নাম দিয়ে লুটবেন রেকর্ড ব্রেকিং অর্থ !!

ভারতীয় দলে ডাক পাচ্ছেন অভিমণ্যু-

Abhimanyu Easwaran | IND vs NZ | Image: Getty Images
Abhimanyu Easwaran | Image: Getty Images

বিহারের বিরুদ্ধে গত মরসুমের শেষ রঞ্জি ম্যাচে ২০০ রান করে অপরাজিত থেকেছিলেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ফের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন সেপ্টেম্বরে দলীপ ট্রফির (Duleep Yadav) আসরে। প্রথম ম্যাচে ভারত-এ’র বিরুদ্ধে ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি তিনি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৩ ও ৪। কিন্তু ভারত-সি’র বিপক্ষে দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচেই ছন্দ ফিরে পান অভিমণ্যু। খেলেন ১৫৭* রানের দুর্দান্ত ইনিংস। ওপেন করতে নেমে ইনিংসের শেষ অবধি ব্যাটিং করেছিলেন তিনি। এরপর ভারত-ডি’র বিরুদ্ধেও করেন ১১৬। ইরানী কাপে মুম্বইয়ের পাহাড়সম ইনিংসের বিপরীতে অবশিষ্ট ভারতের ঢাল হয়ে দাঁড়ান তিনি। করেন ১৯১। প্রথম শ্রেণির খেলায় শেষ আটটি ইনিংসে ৪ বার তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে ডাক পেতে পারেন নিউজিল্যান্ড সিরিজে (IND vs NZ)।

গিল, রাহুলের বদলে আস্থা সরফরাজে-

Dhruv Jurel and Sarfaraz Khan | IND s NZ | Image: Getty Images
Dhruv Jurel and Sarfaraz Khan | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) তিন টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটিং লাইন-আপে কিছু পরীক্ষানিরীক্ষা চোখে পড়তে পারে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন এই সিরিজে। ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে রোহিতের সাথে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। অভিমণ্যুকে হয়ত আপাতত বিকল্প ওপেনার হিসেবেই থাকতে হবে রিজার্ভ বেঞ্চে। অস্ট্রেলিয়া সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমান গিল (Shubman Gill) ও কে এল রাহুল’কে। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে তুলে আনা হতে পারে ধ্রুব জুড়েল’কে। চারে কোহলি (Virat Kohli)। পাঁচ নম্বরে দেখা হতে পারে সরফরাজ খান’কে। সম্প্রতি ইরানী কাপে দ্বিশতরান করেছেন তিনি। ছয়ে থাকছেন ঋষভ পন্থ। ধ্রুব জুড়েল খেললেও উইকেটরক্ষক হিসেবে স্টাম্পের পিছন্দে দস্তানা হাতে দায়িত্ব পালন করতে পারেন ঋষভ’ই।

অশ্বিন-জাদেজা নয়, ভরসা অক্ষর-কুলদীপে-

Ravindra Jadeja and Ravichandran Ashwin | Image: Getty Images
Ravindra Jadeja and Ravichandran Ashwin | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে নজর কেড়েছিলেন তাঁরা। সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) তাঁদের বাইরে রেখে নামার সাহস দেখাতে চলেছেন কোচ গম্ভীর। প্রথম একাদশে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব’কে। টিম ইন্ডিয়ার (Team India) রোটেশন নীতির কারণেই বাইরে থাকতে পারেন দুই অভিজ্ঞ তারকা। বাংলাদেশের বিরুদ্ধে সুযোগই পান নি কুলদীপ ও অক্ষর। তাই কিউইদের বিপক্ষে অগ্রাধিকার পেতে পারেন তাঁরা। থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর’ও। আসন্ন অস্ট্রেলীয় সিরিজের জন্য পেস তারকাদেরও পরখ করে নেওয়ার শেষ সুযোগ ভারত পাবে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে। সেদিকে তাকিয়ে স্কোয়াডে রাখা হতে পারে পাঁচ পেসার। বুমরাহ ও সিরাজের সাথে দেখা যেতে পারে আকাশ দীপ, যশ দয়াল ও প্রসিদ্ধ কৃষ্ণা’কে।

এক নজরে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমণ্যু ঈশ্বরণ, বিরাট কোহলি, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশ দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা।

Also Read: IND vs NZ: বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, সিরিজ শুরুর আগেই ফাঁস করলো বোর্ড !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *