IND vs NZ: ঘরের মাঠে লজ্জার হার টিম ইন্ডিয়ার, ক্রিকেটারদের শাস্তি দেওয়ার পথে BCCI !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) বেনজির লজ্জার সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। বেঙ্গালুরু, পুণে ও মুম্বই-পরপর তিন ভেন্যুতেই হারতে হয়েছে তাদের। ১২ বছর ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে অপরাজিত থাকার পর এই পরাজয় চিন্তায় ফেলেছে সমর্থকদের। ভারতীয়রা স্পিনের বিরুদ্ধে শক্তিশালী, ক্রিকেটদুনিয়ায় এতদিনের প্রতিষ্ঠিত সত্যটিই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) ব্যর্থতার সৌজন্যে পড়েছে চ্যালেঞ্জের মুখে। মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেলদের সামনে রীতিমত ধরাশায়ী হতে দেখা গিয়েছে তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইন আপ’কে। আর ঠিক তিন সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কার ট্রফি। তার আগে দল দেশের মাঠে এভাবে আত্মসমর্পণ করায় চিন্তিত বিসিসিআই। ক্রিকেটাররা ব্যাগি গ্রিনের ডেরায় উড়ে যাওয়ার আগেই পারফর্ম্যান্সের পর্যালোচনা করতে চাইছেন কর্মকর্তারা।

Read More: নিউজিল্যান্ডের বিপক্ষে জুটেছে ব্যর্থতা, বর্ডার-গাওস্কর ট্রফি থেকে বাদ পড়ছেন এই ব্যাটার !!

বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

মাসখানেক আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলো নিউজিল্যান্ড। গলে কোনো প্রতিরোধ করতে না পেরেই হেরেছিলো ০-২ ফলে। তারাই কিনা অল্প সময়ের ব্যবধানে ভারতকে ভারতের মাটিতে চূর্ণ করে সিরিজ (IND vs NZ) জিতে নিলো। বৃষ্টিভেজা বেঙ্গালুরুতে ৪৬ রানে ধসে পড়েছিলো টিম ইন্ডিয়ার ইনিংস। পুণেতে দ্বিতীয় টেস্টে ১৫৬-এর বেশী এগোতে পারে নি ব্যাটিং। মুম্বইয়ের চতুর্থ ইনিংসে প্রয়োজন ছিলো ১৪৬। ঋষভ পন্থের (Rishabh Pant) লড়াকু ৬৪ সত্ত্বেও ১২১-এই থামতে হয় ‘মেন ইন ব্লু’কে। বাকি দশ জন ব্যাটার মিলে স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৫৭ রান। এই হতশ্রী প্রদর্শন মোটেই ভালোভাবে নিচ্ছেন না জয় শাহ, রজার বিনি’রা। টেস্ট স্কোয়াডের খোলনলচে বদলে ফেলে সামনের দিকে এগোনোর ভাবনাচিন্তা এবার শুরু করে দিতে চান তাঁরা। ধীরে ধীরে সিনিয়রদের সরিয়ে ফেলে নতুনদের জায়গা করে দেওয়া হতে পারে এবার।

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা- ভারতীয় টেস্ট দলের চার সিনিয়র তারকার মধ্যে অন্তত দু’জনের জন্য আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজই (IND vs AUS) লাল বলের ক্রিকেটে শেষ পদক্ষেপ হতে পারে, জানা গিয়েছে সূত্র মারফত। আগামীতে কোন পথে এগোবে টিম ইন্ডিয়া সেই বিষয়ে আলোচনায় বসতে পারেন মুখ্য নির্বাচক অজিত আগরকার, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নাম না প্রকাশের শর্তে এক বিসিসিআই কর্তা গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দেখুন গোটা বিষয়টির অবশ্যই পর্যালোচনা করা হবে। কিন্তু এখনই সরকারীভাবে কোনো ঘোষণা আসবে না, কারণ ১০ নভেম্বর দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, শেষ মুহূর্তে সেখানে কোনো রকম কাটাছেঁড়া করা হবে না।”

টেস্ট ভবিষ্যত নিয়ে অকপট রোহিত-

Rohit Sharma | Image: Twitter
Rohit Sharma | Image: Twitter

নিউজিল্যান্ড সিরিজ (IND vs NZ) বেশ কয়েকটি কঠিন প্রশ্নের সম্মুখীন করে দিয়ে গিয়েছে ভারতীয় দল’কে। গতকাল পরাজয়ের পর আত্মসমালোচনার পথে হেঁটেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি জানান, “একজন ব্যাটার ও একজন অধিনায়ক হিসেবে নিঃসন্দেহে আমি সেরা ছন্দে ছিলাম না।” তবে বিপর্যয়ের জন্য আরও একবার ‘সমষ্টিগত ব্যর্থতা’কে দুষেছেন তিনি। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর কি হতে চলেছে পরবর্তী গেমপ্ল্যান? তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। উত্তরে জানান, “দেখুন আমরা অত এগিয়ে ভাবার দরকার আছে বলে আমি মনে করি না। আগামী সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানেই ফোকাস রাখা প্রয়োজন। এখনই অস্ট্রেলিয়া সফরের পর কি হবে তা নিয়ে ভাবছি না। আসন্ন সিরিজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত সেটাতেই ফোকাস রাখছি। তার পর কি হবে সেটা না হয় পরেই ভাবা যাবে।”

Also Read: IND vs NZ 3rd Test: ওয়াংখেড়েতে বাড়লো লজ্জার বহর, ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *