IND vs NZ

IND vs NZ: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। চিন্নাস্বামীতে হেরে পিছিয়ে পড়া টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচ ‘মাস্ট উইন।’ সেই লক্ষ্যেই একাদশে এক লহমায় তিন পরিবর্তনের পথে হেঁটেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কে এল রাহুল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে শুভমান গিল, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। প্রথম দিনের খেলায় এখনও অবধি অবশ্য ম্যাচের রাশ কিউইদের হাতেই। টসে জিতে প্রথম ব্যাটিং করছে তারা। ডেভন কনওয়ে আউট হয়েছেন ৭৬ রান করে। রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) দাপুটে ইনিংসে ভর করে আরও একবার বড় রানের দিকে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সাফল্যের মুখ দেখেছেন রবিচন্দ্রণ অশ্বিন।

Read More: IND vs NZ 2nd Test: ভারতের ঝুলিতে মাত্র ২ উইকেট, দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৯২ রান !!

মাঠের ভেতরে যখন সমস্যার পাহাড় ভারতীয় দলের জন্য, তখন মাঠের বাইরে বড়সড় বিতর্কের মুখে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। প্রশ্ন উঠছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) ব্যবস্থাপনা নিয়েও। বৃহস্পতিবার খেলা দেখতে মাঠে এসেছেন বেশ কয়েক হাজার দর্শক। তাঁরা আঙুল তুলেছেন পরিকাঠামো নিয়ে। গ্যালারিতে পর্যাপ্ত পানীয় দলের ব্যবস্থা না থাকার অভিযোগ এসেছে সামনে। এই মুহূর্তে পুণেতে প্রচণ্ড গরম। তার মধ্যে দুপুরবেলা আর্দ্রতার কারণে তৃষ্ণার্ত হওয়া স্বাভাবিক। কিন্তু জলের অভাবে কষ্টের সম্মুখীন অনেকেই। সামান্য পানীয় জলের জন্য অনেককে দেখা গিয়েছে দীর্ঘ লাইনে দাঁড়াতে। কোনো সহৃদয় ব্যক্তি জলের বোতল এগিয়ে দিতে চাওয়ায় তা ধরার জন্য এগিয়ে এসেছে কয়েকশ হাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি মুখ পুড়িয়েছে বোর্ডের।

এই ঘটনা সামনে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। সমাজমাধ্যমে ঝড় উঠেছে ইতিমধ্যেই। ক্রিকেটদুনিয়ার ধনীতম বোর্ড বিসিসিআই। আইসিসি’র রাজস্বের ৩৮.৫ শতাংশ পায় তারা। সাথে আইপিএল (IPL) ও অন্যান্য মাধ্যম থেকেও আসে কোটি কোটি টাকা। তা সত্ত্বেও পরিকাঠামোর বেহাল দশায় বিরক্ত সকলে। ‘এত টাকা কি কেবল কোষাগার ভরার জন্য?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘জয় শাহদের উচিৎ এবার মাঠের পরিকাঠামোর উন্নতি করা’ ক্ষোভ স্পষ্ট আরও একজনের পোস্টে। ‘দর্শকদের সাধারণ সুযোগসুবিধা দিতে এরা অপারগ, কিন্তু টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে’ ট্যুইটার পোস্টে তীর ছুঁড়েছে আরও একজন। ‘যে কোনো বিশ্বমানের স্টেডিয়ামে পানীয় জলের সুবিধা অবশ্যই থাকতে হয়। পুণেতে আন্তর্জাতিক ম্যাচ কি করে হতে পারে?’ জয় শাহ, রজার বিনিদের কাছে জবাবদিহি চেয়েছে ক্রিকেটজনতা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs NZ 2nd Test: KL রাহুলের উপর ‘মিছরির ছুরি’ চালালেন গৌতম গম্ভীর, দ্বিতীয় টেস্টে দেখিয়ে দিলেন ‘খেলা’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *