ind-vs-nz-ashwins-career-nearing-end

IND vs NZ: টানা ১২ বছর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারে নি টিম ইন্ডিয়া (Team India)। সেই একচ্ছত্র দাপট এবার বড়সড় প্রশ্নের মুখে। চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ৮ উইকেটের ব্যবধানে হেরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সমর্থকেরা আশায় ছিলেন যে পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। কিন্তু সেই স্বপ্নও আপাতত বিশ বাঁও জলে। গতকাল বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন স্পিনাররা। ওয়াশিংটনের ৭ উইকেটের সৌজন্যে প্রতিপক্ষকে ২৫৯ রানে গুটিয়ে দিতে পেরেছিলো ভারত। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায় তারা। গতকাল রোহিত শর্মা (Rohit Sharma) খাতা খোলার আগেই ফিরেছিলেন সাজঘরে। আজ কিউইদের ঘূর্ণি বোলিং-এ হুড়মুড়িয়ে ভাঙলো ব্যাটিং। ভারত গুটিয়ে গেলো ১৫৬তে। । টেস্টের দ্বিতীয় দিনেই সিরিজ হারের আতঙ্ক গ্রাস করেছে ‘মেন ইন ব্লু’ শিবিরকে।

Read More: IND vs NZ 2nd Test: “এক জিনিস রোজ চলে না…” মারতে গিয়ে আউট পন্থ, বিষাদের সুর সোশ্যাল মিডিয়ায় !!

হতশ্রী পারফর্ম্যান্স ভারতীয় ব্যাটিং-এর-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

স্পিন খেলার জন্য একটা সময় সুনাম ছিলো ভারতীয় ব্যাটারদের। ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধে রীতিমত দাপট দেখাতেন শচীন, দ্রাবিড়, শেহওয়াগ, লক্ষ্মণ, সৌরভরা। কিন্তু ‘নিউ লুক’ টিম ইন্ডিয়ার কাছে সেই স্পিনই যেন রীতিমত আতঙ্ক। সাম্প্রতিক সময়ে কখনও নাথান লিয়ঁ (Nathan Lyon), কখনও টড মার্ফি ত্রাস হয়ে দাঁড়িয়েছেন কোহলি-রোহিতদের জন্য। আজ যেমন ঝড় হয়ে দেখা দিলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। ইন্সটাগ্রাম বায়ো’তে নিজেকে “পার্ট টাইম ক্রিকেটার” ও “ফুল টাইম গলফার” ঘোষণা করেছেন কিউই তারকা। সেই ‘পার্ট টাইমার’-এর বিরুদ্ধেই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ভারতের তারকাখচিত ব্যাটিং-এর। যোগ্য সঙ্গত গ্লেন ফিলিপসেরও। ১৬/১ অবস্থায় আজ দিনটা শুরু করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। মধ্যাহ্নভোজের বিরতির আগেই আরও ৬ জন ফিরেছেন সাজঘরে। স্কোরবোর্ড বলছে ১০৭/৭।

শুভমান গিল’কে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন স্যান্টনার (Mitchell Santner)। এরপর ১ রান করে ফিরতে হয় কোহলিকে। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (Rishabh Pant), সরফরাজ খান-প্রতিরোধের মুখ হয়ে দাঁড়াতে পারেন নি কেউই। ফিলিপস-স্যান্টনার জুটি দ্রুত সাজঘরে ফেরত পাঠান তাঁদের। মধ্যাহ্নভোজের বিরতির সময় অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুই বাম হাতি অলরাউন্ডারের থেকে লম্বা পার্টনারশিপের আশা করা ছাড়া উপায় ছিলো না ক্রিকেটজনতার। কিন্তু সেই আশাও পূরণ হয় নি পুণের বাইশ গজে। জাদেজা চেষ্টা করলেন কিছুক্ষণ। কিন্তু স্যান্টনারের বলে লেগ বিফোর হয়ে সেই ফিরতেই হলো তাঁকে। ৩৮ করে থামেন তিনি। রান পান নি আকাশ দীপ’ও। স্যান্টনারের (Mitchell Santner) সপ্তম শিকার হয়ে ফিরলেন বুমরাহ’ও। বোলিং-এর পর ওয়াশিংটন’ই লড়াই চালিয়ে গেলেন ব্যাট হাতেও।

দরজা বন্ধ হতে পারে অশ্বিনের জন্য-

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

পুণে টেস্টে জোড়া রেকর্ড করেছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। নাথান লিয়ঁ’কে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার নজির গড়েছেন। একইসাথে ৫২১ টেস্ট উইকেটের মালিক হয়ে সফলতম টেস্ট বোলারদের তালিকায় উঠে এসেছেন সপ্তম স্থানে। কিন্তু সেই সাফল্যের স্বাদ বেশীক্ষণ উপভোগ করতে পারেন নি তামিলনাড়ুর তারকা ক্রিকেটার। ব্যাট হাতে ভারতীয় লোয়ার অর্ডারর অন্যতম ভরসা তিনি। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে উইকেট খোয়ানোয় হতাশার অন্ধকারে ডুবতে হয়েছে তাঁকে। এই টেস্টে ওয়াশিংটন (Washington Sundar) বুঝিয়েছেন যে স্পিন বোলিং অলরাউন্ডারের জুতোয় পা গলাতে তৈরি তিনি। যার ফলে জাতীয় দলে অশ্বিনের (Ravichandran Ashwin) প্রয়োজনীয়তা কমতে চলেছে নিঃসন্দেহে।

সাম্প্রতিক ফর্মের নিরিখে বিদেশের মাটিতে সম্ভবত ওয়াশিংটনকেই (Washinton Sundar) প্রথম পছন্দ হিসেবে ব্যবহার করা হবে। সামনে অস্ট্রেলিয়া সফর। তারপর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে ভারত। দেশের মাটিতে আপাতত কোনো টেস্ট ম্যাচ নেই ভারতের। সুতরাং তিন স্পিনারের প্রয়োজন’ও নেই টিম ইন্ডিয়ার (Team India)। ৩৮ পেরোনো অশ্বিনের জন্য পরবর্তী সুযোগ আসতে পারে ২০২৫-এর শেষ ভাগে। অতদিন আদৌ তিনি অপেক্ষা করবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ৪০ ছুঁইছুঁই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার চেয়ে আইপিএল (IPL), টিএনপিএল-এর মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোনিবেশ করতে পারেন তিনি। সেই কারণেই নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ) পর তাঁর সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Also Read: “খেলা ছেড়ে যাত্রা কর…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *