IND vs NZ: গত ১২ বছর প্রথমবার টেস্ট ক্রিকেটের ময়দানে দেশের মাঠে বেকায়দায় পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্ট হেরে বসেছে তারা। হাতছাড়া হয়েছে সিরিজ (IND vs NZ)। মুম্বইতে তৃতীয় ম্যাচটি মানরক্ষার লড়াই হিসেবেই দেখছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখার দৌড়ে টিকে থাকার জন্যও এই ম্যাচে ভারতের জয় পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। পক্ষান্তরে ভারতের মত কঠিন প্রতিপক্ষকে তাদের দেশের মাঠে হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ থাকছে কিউইদের সামনে। তা হাতছাড়া না করতে মরিয়া টম ল্যাথামের (Tom Latham) দল’ও। দুই শিবিরই আগামী শুক্র থেকে মঙ্গলবার নিজেদের সর্বস্ব সমর্পণ করতে পারে ওয়াংখেড়ের বাইশ গজে। জমজমাট যুদ্ধে পিচ ও আবহাওয়া কতটা ভূমিকা রাখে তা নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার।
Read More: IND vs NZ 3rd Test: পিঠ বাঁচাতে ছলচাতুরি টিম ইন্ডিয়ার, ওয়াংখেড়েতে পিচ বদলের বিশেষ নির্দেশ রোহিত-গম্ভীরদের !!
IND vs NZ ম্যাচের সময়সূচি-
তৃতীয় টেস্ট ম্যাচ
তারিখ- ০১/১১/২০২৪-০৫/১১/২০২৪
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wankhede Pitch Report (পিচ রিপোর্ট)-
ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) তৃতীয় টেস্ট শুরুর আগে চর্চায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজ। এখানে সাধারণত ব্যাটিং সহায়ক পিচ দেখা যায়। লাল মাটির উইকেটে তৃতীয় বা চতুর্থ দিন থেকে ভয়ঙ্কর হয়ে ওঠেন স্পিনাররা। তবে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে যে পিচের বর্তমান অবস্থায় খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। র্যাঙ্ক টার্নার চেয়ে ইতিমধ্যেই মাঠ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। ম্যাচের প্রথম দিন থেকেই যাতে বল ঘোরে তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পুণেতে ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধেই মুখ থুবড়ে পড়ে টেস্ট হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। তা সত্ত্বেও ওয়াংখেড়েতে টার্নিং পিচ বানানোর ঝুঁকিই নিতে চাইছে দল।
পরিসংখ্যান বলছে যে ওয়াংখেড়েতে ইতিপূর্বে মোট ২৮টি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে। তার মধ্যে ১১টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। আর রান তাড়া করে জয় এসেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি খেলা শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। এখানে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে ভারতীয় দলের (Team India)। ইংল্যান্ডের বিপক্ষে তারা তুলেছিলো ৬৩১। মুম্বইয়ের মাঠে সর্বনিম্ন রান তোলার লজ্জার নজির রয়েছে নিউজিল্যান্ডেরই। তারা ভারতের বিপক্ষে গুটিয়ে গিয়েছিলো মাত্র ৬২ রানে। ভারতের দাবীমত ঘূর্ণি পিচ যদি প্রস্তুত করা হয়, তাহলে তার উপরে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে চাইবে না কোনো পক্ষই। পরিস্থিতি ও পরিসংখ্যানকে মাথায় রেখে প্রথম ব্যাটিং করতে চাইবেন টসজয়ী অধিনায়ক।
Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচটি আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। চলতি সিরিজের প্রথম টেস্টটি বৃষ্টিতে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তৃতীয় ম্যাচের ক্ষেত্রে অবশ্য এমন কোনো আশঙ্কা করছে না হাওয়া অফিস। শুক্র থেকে মঙ্গলবার-অর্থাৎ টেস্টের পাঁচ দিন বাণিজ্যনগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে প্রথম তিনদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সোম ও মঙ্গলবার রোদ ঝলমলে আকাশ চোখে পড়ার সম্ভাবনা। জানা গিয়েছে যে টেস্ট ম্যাচের মধ্যে মুম্বইতে দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৩ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি না থাকলেও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সমস্যা সৃষ্টি করতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড (NZ)-
টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদী, ম্যাট হেনরি, উইলিয়াম ও রোর্ক, আজাজ প্যাটেল।