IND vs NZ: ৩৬ বছর পর নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে টানা ছয়টি ম্যাচে জয় পাওয়ার পর কিউইদের বিপক্ষে এই অপ্রত্যাশিত পরাজয় বড়সড় ধাক্কা দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli)। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে গেলে পুণেতে দ্বিতীয় ম্যাচটিতে জেতা ছাড়া কোনো উপায় নেই ভারতের সামনে। পরিসংখ্যান বলছে যে এখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে হেরেছে ‘মেন ইন ব্লু।’ সেই স্মৃতিকে অজিদের ট্রান্স-তাসমান রাইভ্যালদের বিপক্ষে মুছে ফেলতে চাইবে ভারতীয় শিবির। বেঙ্গালুরুতে কিউই পেস ত্রয়ীর পাশাপাশি ভারতের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টিও। পুণের আবহাওয়া নিয়েও তাই থাকছে চিন্তা। দেশের পূর্ব উপকূলে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় দানা। বিশেষজ্ঞরা যদিও জানাচ্ছেন যে পশ্চিম ভারতের পুণেতে তার বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
Read More: IPL 2025: দলবদলে সিলমোহর দিলেন ঋষভ পন্থ, মরসুম শুরুর আগেই ঘর ভাঙছে দিল্লী ক্যাপিটালসের !!
IND vs NZ ম্যাচের ক্রীড়াসূচি-
দ্বিতীয় টেস্ট ম্যাচ
তারিখ- ২৪ অক্টোবর-২৮ অক্টোবর, ২০২৪
ভেন্যু- মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুণে
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MCA Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে। এখানে কালো মাটির উইকেট দেখা যায়। চটচটে পিচে বিশেষ বাউন্স না থাকায় বল নীচু থাকে। যার ফলে বড় শট খেলা কঠিন হতে পারে ব্যাটারদের জন্য। স্পিনাররা আসন্ন টেস্টে কার্যকরী ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পুণের মাঠে ২টি মাত্র টেস্ট খেলা হয়েছে। দুটিতেই প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ৪৩০। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৯০-তে। তৃতীয় ইনিংসে গড় স্কোর হয় ২৩৭ ও চতুর্থ ইনিংসে ১০৭। বৃষ্টির সমস্যা না থাকলে পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নেবেন।
Pune Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
পুণেতে বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে আয়োজিত হওয়ার কথা ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি। চিন্নাস্বামীর মত মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বারবার খেলা স্থগিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। পূণের আকাশ খেলার দিনগুলিতে আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। হাওয়া অফিসের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঘোরাফেরা করবে ১০ শতাংশের আশেপাশে। যা বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াবে না। টেস্টের দিনগুলি পুণের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ থেকে ২১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বাতাসে ৫০ শতাংশের কাছাকাছি আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে। ১০-১১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ু প্রবাহিত হতে পারে।
IND vs NZ, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও নিউজিল্যান্ড লাল বলের ফর্ম্যাটে এখনও অবধি মুখোমুখি হয়েছে ৬৩টি টেস্ট ম্যাচে। ২২টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১৪টি জিতেছে নিউজিল্যান্ড। ড্র হয়েছে বাকি ২৭টি টেস্ট ম্যাচ। ভারতের সিংহভাগ সাফল্যই দেশের মাটিতে। ১৭টি ম্যাচ ঘরের মাঠে জিতেছে তারা। ৫টি জয় এসেছে কিউইদের ডেরায়। পক্ষান্তরে ব্ল্যাক ক্যাপসরা ভারতের মাটিতে ভারতকে হারিয়েছে ৩ বার। নিজেদের দেশে জিতেছে ১০টি টেস্ট। এছাড়া ইংল্যান্ডের সাদাম্পটনের মাঠে ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা হারিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড (NZ)-
ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদী, উইলিয়াম ও রোর্ক, ম্যাট হেনরি।