IND vs NZ: বেঙ্গালুরুর মাঠে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে টিম ইন্ডিয়া (IND vs NZ)। টসে জিতে প্রথমে ব্যাট করা কিউইরা তুলেছিলো ২৫৯ রান। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়া স্বস্তি দীর্ঘস্থায়ী হয় নি ভারতীয় শিবিরে। মাত্র ১৫৬ রানে গুটিয়ে গিয়েছিলো রোহিত-কোহলিদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংস সাবলীল ভঙ্গিতেই শুরু করেছিলো নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামের (Tom Latham) সৌজন্যে একটা সময় অনেকখানি এগিয়ে গিয়েছিলো তারা। শেষমেশ ‘মেন ইন ব্লু’কে ম্যাচে ফেরান স্পিনাররা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও কার্যকরী ভূমিকা নেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ৫ উইকেটের বিনিময়ে ছিলো ১৯৮ রান। আজ সকালে জ্বলে উঠতে দেখা গেলো অশ্বিন-জাদেজাকে। ৫৭ রানের মধ্যে পড়লো শেষ পাঁচ উইকেট। ২৫৫ রানে কিউইদের রুখে দিয়েছে ভারত। চতুর্থ ইনিংসে প্রয়োজন ৩৫৯।
Read More: “আসছে বড় ঘোষণা…” হার্দিকের সোশ্যাল মিডিয়া পোস্টে হইচই ক্রিকেটমহলে !!
তৃতীয় দিনের সকালে নায়ক জাদেজা-
প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে থেমেছিলো ১৯৮ রানে। তৃতীয় দিনের সকালে টম ব্লান্ডেল (Tom Blundell) ও গ্লেন ফিলিপসের জুটি শুরুটা ভালো করেছিলেন। চিন্তার ভাঁজ পড়েছিলো ভারতীয় সমর্থকদের কপালে। তবে ইনিংসের ৬০তম ওভারে স্বস্তি এনে দেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেলদেরও দ্রুত সাজঘরের পথে ফেরান তিনি। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারে বরাবর প্রতিরোধের মুখ হয়ে উঠতে দেখা যায় টিম সাউদীকে। কিন্তু আজ তাঁকেও ঝোড়ো ইনিংস খেলতে দেন নি রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র চার রানের মাথায় রোহিত শর্মা’র হাতে ক্যাচ তুলে দেন তিনি। খাতা খোলার আগেই উইলিয়াম ওরোর্ক রান আউট হওয়ায় যবনিকা পড়ে নিউজিল্যান্ডের ইনিংসে। ২৫৫ রানে থামতে হয় তাদের। ৪৮ করে অপরাজিত রইলেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে ওয়াশিংটন ৪টি, জাদেজা ৩টি ও অশ্বিন ২টি উইকেট নেন।
পাহাড় চড়তে হবে টিম ইন্ডিয়াকে-
নিউজিল্যান্ড সিরিজে (IND vs NZ) এখনও অবধি ব্যাটিং বারবার ভুগিয়েছে ভারতীয় দল’কে। চিন্নাস্বামীতে প্রথম ইনিংস থেমেছিলো ৪৬ রানে। পুণেতেও ১৫৬-এর বেশী এগোতে পারে নি তারা। ঘূর্ণি পিচে স্যান্টনার, ফিলিপস, আজাজ প্যাটেলদের বিরুদ্ধে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করাকে তাই পাহাড় চড়ার সমান বলেই মনে করছে ক্রিকেটদুনিয়া। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইতিপূর্বে যে দুটি টেস্ট আয়োজিত হয়েছে সেখানে চতুর্থ ইনিংসের গড় স্কোর থেকেছে মাত্র ১০৭। প্রত্যেকবারই প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। তাই গড় স্কোরের তিন গুণেরও বেশী রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে গেলে রীতিমত মিরাক্ল ঘটাতে হবে রোহিত-বিরাটদের (Virat Kohli)। ১২ বছর দেশের মাঠে অপরাজিত রয়েছে ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে হলে অসম্ভবতকে সম্ভব করা ছাড়া উপায় নেই মেন ইন ব্লু’র।