IND vs NZ

IND vs NZ: সাম্প্রতিক অতীতে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে কবে ভারতীয় দল’কে এহেন ছন্নছাড়া মনে হয়েছে তা মনে করতে পারছেন না কেউই। চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) প্রথম ম্যাচটিতে রোহিত শর্মাদের হার’কে ‘অঘটন’ বলে মনে করেছিলো ক্রিকেটদুনিয়া। আশা ছিলো পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। কিন্তু পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও এখনও পর্যন্ত যে দিকে এগোচ্ছে তাতে সেই অনুমান যে আদৌ সঠিক নয়, তা বুঝতে পারছেন সকলেই। যোগ্য দল হিসেবেই এগিয়ে রয়েছে কিউইরা। ব্যাটিং অথবা বোলিং-দুই বিভাগেই স্বাগতিক দেশকে অনেকখানি পিছনে ফেলেছে তারা। আজ সকালে স্পিনের জাদুতে টিম ইন্ডিয়ার (Team India) ইনিংস ১৫৬তে থামিয়ে দেন স্যান্টনার-ফিলিপস জুটি। প্রথম ইনিংসে ছিনিয়ে নেয় ১০৩ রানের লিড। দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৯৮।

Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, তৈরি তারকা পেসারের প্রত্যাবর্তনের রোডম্যাপ !!

স্পিনের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো ভারত-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

উপমহাদেশের ব্যাটাররা স্পিন বোলিং-এর বিরুদ্ধে সাবলীল, দীর্ঘসময় ধরে ক্রিকেটদুনিয়ায় প্রচলিত এই বাক্যটিকে ‘মিথ’ বলে মনে হতে পারে সাম্প্রতিক কালে ভারতীয় দলের ব্যাটিং পারফর্ম্যান্স দেখলে। ২০২৩ সালে ইন্দোরে ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে ভারতকে হারিয়ে দিয়ে গিয়েছিলো ইংল্যান্ড আর এই মুহূর্তে স্পিনের ধাক্কায় পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেও বেশ বেকায়দায় রোহিত, শুভমান’রা (Shubman Gill)। গতকাল টিম সাউদীর শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। খাতা খোলার সুযোগই পান নি তিনি। স্কোরবোর্ডে ছিলো ১৬ রানের বিনিময়ে ১ উইকেট। আজ সকাল থেকে টিম ইন্ডিয়ার (Team India) তারকাখচিত ব্যাটিং নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন নিউজিল্যান্ড স্পিনাররা। মূলত মিচেল স্যান্টনারের সামনেই কেঁপে গেলো ‘মেন ইন ব্লু।’

শুভমান গিল’কে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন স্যান্টনার (Mitchell Santner)। এরপর একে একে ফেরান কোহলি, সরফরাজ, অশ্বিন, জাদেজা, আকাশ দীপ, বুমরাহদের। ৫৩ রানের বিনিময়ে ৭ উইকেট নিলেন বাম হাতি অফস্পিনার। নিজেকে ‘পার্ট টাইম ক্রিকেটার ও ফুল টাইম গলফার’ পরিচয় দেওয়া বোলার অর্জন করলেন কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। ২টি উইকেট পেয়েছেন গ্লেন ফিলিপস’ও। কোহলি (Virat Kohli) বা ঋষভ পন্থরা যে সব শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তা রীতিমত দৃষ্টিকটূ লেগেছে আজ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে বসেছিলো ভারত। দ্বিতীয় সেশনে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) খানিক রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু ৩৮ করে ফিরতে হয় তাঁকেও। শেষ অবধি লড়াই চালান কেবল ওয়াশিংটন সুন্দর। ১৮ করে অপরাজিত রইলেন তিনি। ভারত গুটিয়ে যায় ১৫৬ রানে।

একাই লড়ছেন ওয়াশিংটন-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

টেস্ট স্কোয়াডে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি পাওয়া ওয়াশিংটন সুন্দর’ই (Washinton Sundar) চলতি ম্যাচে ভারতীয় দলের একমাত্র উজ্জ্বল মুখ। কিউইদের দ্বিতীয় ইনিংসেও একমাত্র তাঁকেই দেখা গেলো মরণপণ যুদ্ধ চালাতে। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে ফাটল ধরান ওয়াশিংটন’ই। ফেরান ডেভন কনওয়েকে। ১৭ করে ফেরেন বাম হাতি ব্যাটার। এরপর রচিন রবীন্দ্র (৯) ও ড্যারিল মিচেল (১৮)কেও আউট করেন তিনি। দ্রুতগতিতে শতকের দিকে এগোচ্ছিলেন টম ল্যাথাম। প্রতিপক্ষ অধিনায়ককে ব্যক্তিগত ৮৬ রানের মাথায় রুখে দেন ভারতের তরুণ অলরাউন্ডার। ১৯ ওভারে ৫৬ রানের বিনিময়ে আপাতত ৪ উইকেট ওয়াশিংটনের ঝুলিতে। ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তিনে নামা উইল ইয়ং-কে আউট করেন অশ্বিন (Ravichandran Ashwin)। ৩০১ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিততে গেলে প্রতিকূলতার পাহাড় পেরোতে হবে ভারতকে।

Also Read: IND vs NZ 2nd Test: “এক জিনিস রোজ চলে না…” মারতে গিয়ে আউট পন্থ, বিষাদের সুর সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *