IND vs NZ: চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খানিক অপ্রত্যাশিতভাবেই হেরে বসেছে ভারত (IND vs NZ)। পিছিয়ে পড়েছে ০-১ ফলে। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই হবে রোহিত শর্মা’র দল’কে। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ একাদশ নির্বাচনে একঝাঁক চমক দিয়েছেন কোচ গম্ভীর। বাদ পড়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও কে এল রাহুল। প্রত্যাবর্তন শুভমান গিলের। সাথে আজ মাঠে নেমেছেন ওয়াশিংটন সুন্দর ও বাংলার আকাশ দীপ’ও। টসে জিতেছে নিউজিল্যান্ড। এখানে ইতিপূর্বে আয়োজিত দুইটি টেস্ট ম্যাচেই প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। পরিসংখ্যান মাথায় রেখেই শুরুতে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কালো মাটির পিচে সকাল থেকে নিষ্প্রভ লেগেছে ভারতীয় পেস ব্যাটারিকে। বুমরাহ, আকাশ দীপদের সামলে প্রথম সেশনে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ৯২। জোড়া উইকেট কেবল অশ্বিনের।
Read More: IND vs NZ 2nd Test: KL রাহুলের উপর ‘মিছরির ছুরি’ চালালেন গৌতম গম্ভীর, দ্বিতীয় টেস্টে দেখিয়ে দিলেন ‘খেলা’ !!
নতুন বলে উইকেট পেলেন না পেসাররা-
চিন্নাস্বামী স্টেডিয়ামে নতুন বল’কে দারুণ ভাবে কাজে লাগিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসাররা। প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ম্যাট হেনরি, ৪টি সাফল্য জমা পড়েছিলো উইলিয়াম ও’রোর্কের ঝুলিতে। দ্বিতীয় ইনিংসেও ‘সেট’ হয়ে যাওয়া ঋষভ ও সরফরাজকে ফেরাতে দ্বিতীয় নতুন বল ব্যবহার করেছিলো কিউইরা। সেখান থেকেই ঘুরে যায় ম্যাচের গতিপথ। আজ পুণের বাইশ গজে তা পারলেন না ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আকাশ দীপ (Akash Deep)। এই মুহূর্তে বুমরাহ’র বিরুদ্ধে হাত খোলেন নি নিউজিল্যান্ড ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করলেও উইকেটের ‘কলাম’ রয়ে গিয়েছে শূন্যই। অন্যদিকে দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়ার পর শুরুটা ভালো হয় নি আকাশ দীপের। বাংলার পেসার মাত্র ৩ ওভারে ৬.৭০ ইকোনমি রেটে বিলিয়ে দিয়েছেন ২০ রান। বাধ্য হয়ে দ্রুত স্পিনারদের হাতে বল তুলে দিতে হয় রোহিতকে।
জোড়া সাফল্য অশ্বিনের-
প্রথম ম্যাচে খানিক নিষ্প্রভ ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। দুই ইনিংসে মিলিয়ে নিয়েছিলেন কেবল ১টি উইকেট। পুণেতে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ম্যাচ উইনার। নিজের স্পেলের প্রথম ওভারেই তিনি আউট করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে। ১৫ রান করে লেগ বিফোর উইকেট হন তিনি। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে আসা উইল ইয়ং-কেও আউট করেন তিনি। দ্বিতীয় উইকেটের ক্ষেত্রে অবশ্য অশ্বিনের চেয়ে বেশী কৃতিত্বের দাবীদার সরফরাজ খান (Sarfaraz Khan)। লেগ সাইডে থাকা বল ইয়ং-এর গ্লাভস ছুঁড়ে জমা পড়েছিলো ঋষভ পন্থের দস্তানায়। আউট দেন নি আম্পায়ার। নিশ্চিত ছিলেন না ভারতীয় ক্রিকেটাররাও। সরফরাজই রিভিউ নিতে রাজী করান রোহিতকে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। আজ পুণের মাঠে নয়া রেকর্ড অশ্বিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনিই।
ক্রিজে রয়েছেন কনওয়ে-রচিন-
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিলো ডেভন কনওয়ের (Devon Conway)। আজ দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছে তাঁকে। বাম হাতি ব্যাটার মধ্যাহ্নভোজের বিরতির আগে অপরাজিত ৪৭ রান করে। মেরেছেন ৫টি বাউন্ডারি। ল্যাথাম ১৫ করেছেন। উইল ইয়ং আউট হয়েছেন ব্যক্তিগত ১৮ রানের মাথায়। এই মুহূর্তে কনওয়ের সঙ্গী হিসেবে ক্রিজে রয়েছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ভারতীয় বংশোদ্ভূত তরুণের রান সংখ্যা ৫। গত ম্যাচে দুর্দান্ত ১৩৪ করেছিলেন তিনি। ফর্মে থাকা বাম হাতি ব্যাটার লাঞ্চের পর রুদ্রমূর্তি ধরলে সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও ম্যাচের রাশ আপাতত রয়েছে নিউজিল্যান্ডেরই হাতে। দ্রুত চালকের আসনে জায়গা করে নিতে হলে দ্বিতীয় সেশনে দ্রুত কনওয়ে-রচিন জুটি ভাঙতে হবে ভারতকে।