ind-vs-nz-2024-3rd-test-match-report

IND vs NZ: ১২ বছর ঘরের মাঠে দুর্গ অটুট রাখতে পেরেছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু ২০২৪-এর নিউজিল্যান্ড সিরিজ (IND vs NZ) যেন বেআব্রু করে দিয়ে গেলো ভারতীয় ক্রিকেটকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দল যখন প্রথম টেস্ট হারে, তখন তাকে ‘অঘটন’ মনে করেছিলেন সকলে। পুণেতে দ্বিতীয় টেস্টে পরাজয়ের সাথে সাথে নিশ্চিত হয়ে গিয়েছিলো সিরিজ হার। ’১২ বছরে একবার তো এমনটা হতেই পারে’ সাংবাদিক সম্মেলনে পরিস্থিতি হালকা করার জন্য বলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ‘বেনিফিট অফ দ্য ডাউট’ তাঁকে দিয়েছিলেন সমর্থকেরা। কিন্তু আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত তৃতীয় টেস্টটিও হেরে যে লজ্জার সম্মুখীন হলো তাকে ঢাকার জন্য হয়ত শব্দ খুঁজে পাবেন না খোদ রোহিত’ও। ২৪ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ হেরেছিলো ভারত। দুই যুগ পরে কিউইরা ভারতকে হোয়াইটওয়াশ করলো ভারতের মাটিতেই।

Read More: IND vs NZ 3rd Test: “কথা নয়, কাজে মন দাও…” স্পিনের গোলকধাঁধায় বন্দী শুভমান, ক্ষোভে ফেটে পড়লো নেটপাড়া !!

স্পিন পরীক্ষায় ফের ব্যর্থ ভারত-

Shubman Gill | IND vs NZ | Image: Getty Images
Shubman Gill | IND vs NZ | Image: Getty Images

গতকাল নিউজিল্যান্ড থেমেছিলো ৯ উইকেটের বিনিময়ে ১৭১ রানে। আজ সকালে মাত্র ৩ রান যোগ করতে পেরেছিলো তারা। ১৭৪ রানে থামে তাদের ইনিংস। ভারতের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিলো ১৪৬। খাতায়-কলমে এই রান হয়ত কিছুই নয়, কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) নড়বড়ে ব্যাটিং-এর কাছে সেটাই যেন দেখা দিলো এভারেস্টসম হয়ে। প্রতিপক্ষকে স্পিনের জালে বন্দী করার আশায় র‍্যাঙ্ক টার্নারের ফাঁদ পেতেছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সম্ভবত ভুলে গিয়েছিলেন স্পিনের বিরুদ্ধে নিজেদের দুর্বলতার কথা। হোম অ্যাডভান্টেজই তাই ফিরলো ব্যুমেরাং হয়ে। তৃতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট খুইয়েছিলো স্বাগতিক দেশ। ম্যাট হেনরিকে (Matt Henry) পুল মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা (Rohit Sharma)। সাদা বলের ক্রিকেটে তাঁর ‘স্বার্থহীন’ ক্রিকেট নজর কেড়ে থাকতে পারে, কিন্তু টেস্টে এই পন্থা বড় দৃষ্টিকটু লাগলো আজ।

২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে স্কট বোল্যান্ডের ইনস্যুইং রোখার কোনো চেষ্টা করেন নি শুভমান গিল (Shubman Gill)। বোল্ড হয়েছিলেন শট ‘অফার’ না করেই। আজ আজাজ প্যাটলের বিরুদ্ধেও একই কাণ্ড ঘটালেন তিনি। বাম হাতি স্পিনারের ডেলিভারি অফস্টাম্প উড়িয়ে দিয়ে গেলো তাঁর। ১ রান করে ফিরলেন সাজঘরে। বিরাট কোহলি’র অবস্থাও তথৈবচ। আজাজ প্যাটেলের বলেই ফরওয়ার্ড ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে এলেন তিনি। তাঁরও সংগ্রহ ১ রান। মুম্বইয়ের মাঠের প্রতিটি ঘাস চেনেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাঁর থেকেও আজ এলো না বড় রান। গ্লেন ফিলিপসের বলে লেগ বিফোর হয়ে ফিরলেন মাত্র ৫ করে। প্রথম ইনিংসে আট নম্বরে সরফরাজ খান’কে নামিয়েছিলো ভারত। দ্বিতীয় ইনিংসে পাঁচেই সুযোগ পান তিনি। ফুলটসে স্যুইপ মারতে গিয়ে যেভাবে ক্যাচ তুলে এলেন তা শুধু হৃদকম্প বাড়ালো সমর্থকদের।

লড়েও জেতাতে পারলেন না পন্থ-

Rishabh Pant | IND vs NZ | Image: Getty Images
Rishabh Pant | IND vs NZ | Image: Getty Images

 

আজও গ্যাবার স্মৃতি ফেরাতে মরিয়া ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বাকিরা যেখানে স্পিন সামলাতে গিয়ে নাজেহাল, সেখানে অবলীলায় স্যুইপ মেরেছেন উইকেটরক্ষক-ব্যাটার। মেরেছেন ছক্কা’ও। অর্ধশতক পেরোন ১০০’র বেশী স্ট্রাইক রেট রেখে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনিও। ব্যক্তিগত ৬৪ রানের মাথায় লেগ বিফোর হন আজাজ প্যাটেলের (Ajaz Patel) বলে। আম্পায়ারস কল বিরুদ্ধে গেলো তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ৫৭ বলের ইনিংসটি পন্থ (Rishabh Pant) সাজান ৯টি চার ও ১ ছক্কার সাহায্যে। তিনি ফেরার পরই বোঝা গিয়েছিলো ম্যাচের ভবিতব্য। অশ্বিন-ওয়াশিংটন’রা পারেন নি অসম্ভবকে সম্ভব করতে। স্পিন স্বর্গে আজ নায়ক আজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট তাঁর দখলে। রোহিত-যশস্বীদের মত ওয়াংখেড়ের সাথে আত্মিক সম্পর্ক তাঁর’ও, কারণ নিউজিল্যান্ডের জার্সি গায়ে চাপালেও আজাজের জন্মস্থান’ও যে মুম্বই।

Also Read: IPL 2025: KL রাহুলের শূন্যস্থানে পূরণে ব্যস্ত লক্ষ্ণৌ শিবির, বিপুল অর্থে KKR প্রাক্তনীকে দলে করছে শামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *