ind-vs-nz-2024-1st-test-match-report

IND vs NZ: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs NZ) প্রথম টেস্ট ম্যাচে চোখে পড়লো অঘটন। বৃষ্টিভেজা চিন্নাস্বামীতে টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নেওয়াই বিপক্ষে গেলো ‘মেন ইন ব্লু’র। ম্যাট হেনরী-উইলিয়াম ও’রোর্কের দাপটে সেই যে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলো ভারত, তার অন্ধকার থেকে শত চেষ্টা করেও দলকে বের করতে পারলেন না কোহলি, সরফরাজ, ঋষভ পন্থরা। গতকাল ভারতের হয়ে পন্থ (Rishabh Pant) ও সরফরাজের (Sarfaraz Khan) জুটি যতক্ষণ ব্যাটিং করছিলেন, ততক্ষণ ম্যাচ বাঁচানোর কিছু আশা অন্তত বেঁচে ছিলো। কিন্তু দ্বিতীয় নতুন বল হাতে আরও একবার ঘাতক হয়ে ওঠেন হেনরী-ও’রোর্ক’ই। প্রতিপক্ষকে ১০৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে জয়ের আশা বড় একটা করেন নি অতি বড় ভারত সমর্থক’ও। মিরাক্‌ল চোখে পড়লো না পঞ্চম দিনের সকালে। ইয়ং-রচিন (Rachin Ravindra) জুটির দাপটে ৮ উইকেটে জিতলো কিউইরা।

Read More: “বুড়ো দল নিয়ে আর কতদিন…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থতার পর সমাজ মাধ্যমে ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !!

বৃষ্টি আর বুমরাহ আশা জাগিয়েছিলেন সকালে-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

গতকাল রাতে টানা বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। আউটফিল্ড ভিজে থাকায় আজ সময়ে শুরু করা যায় নি খেলা। ম্যাচ বন্ধ থাকাকালীন আরও বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন ভারতীয় ভক্তেরা। খেলা ভেস্তে গেলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু বাস্তবে হয় নি তা। আধা ঘন্টা দেরিতেই মাঠে নামতে দেখা যায় ক্রিকেটারদের। প্রতিপক্ষকে ১০৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েও টেস্ট জয়ের নজির ইতিপূর্বে রয়েছে ভারতের। ২০০৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে স্পিনের নাগপাশে বেঁধে হারিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু চিন্নাস্বামীতে ঘূর্ণি বোলিং আগাগোড়া পিছনের সারিতে। গতি ও বাউন্স সমৃদ্ধ পিচে দিশা দেখাতে পারতেন পেসাররাই। চেষ্টা করেছিলেন জসপ্রীত বুমরাহ। দিনের দ্বিতীয় ডেলিভারিতেই ল্যাথামকে (Tom Latham) আউট করে সাময়িক স্বস্তি দিয়েছিলেন ভারতীয় দল’কে।

চতুর্থ দিনের পর নিউজিল্যান্ডের স্কোর ছিলো ০/০। আজ সকালে স্কোরবোর্ডে কোনো রান যুক্ত হওয়ার আগেই বুমরাহ’র (Jasprit Bumrah) ডেলিভারি আছড়ে পড়ে টম ল্যাথামের প্যাডে। আঙুল তুলতে দেরী করেন নি আম্পায়ার। ০/১ হওয়ার পর আক্রমণের ধার বাড়ান বুমরাহ-সিরাজরা (Mohammed Siraj)। দ্বিতীয় সাফল্যও আসে কিছুক্ষণের মধ্যেই। ল্যাথামের মত ডেভন কনওয়েকেও লেগ বিফোর করেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। জোড়া সাফল্য পাওয়া ভারতের বিপক্ষে এবার ঢাল হয়ে দাঁড়ান উইল ইয়ং ও রচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে জাদেজাকে স্যুইপ মারতে গিয়ে বড় রান থেকে বঞ্চিত হয়েছিলেন ইয়ং (Will Young)। আজ দায়িত্বশীল ব্যাটিং করলেন তিনি। উজ্জ্বল রচিন রবীন্দ্র’ও। ভারতে বিশ্বকাপের আসরে নজর কেড়েছিলেন তরুণ কিউই তারকা। টেস্ট জয়েরও অন্যতম কারিগর হয়ে উঠলেন তিনি।

রচিন-ইয়ং জুটিতে হার ভারতের-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের গোড়ায় হায়দ্রাবাদের মাঠে টেস্ট হেরেছিলো ভারতীয় দল। তারপর টানা ছ’টি টেস্ট ম্যাচে জয় পায় তারা। জয়রথ থামলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। উইল ইয়ং-এর ৭৬ বলে ৪৮* ও রচিন রবীন্দ্রের ৪৬ বলে ৩৯* রানের ইনিংসদুটির সৌজন্যে আজ প্রথম সেশনেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেলে ‘ব্ল্যাক ক্যাপস’রা। তৃতীয় টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ চক্র শেষ হওয়ার পথে। এই প্রথমবার কোনো অ্যাওয়ে টেস্ট ম্যাচ জিতলো নিউজিল্যান্ড। পূর্ণ সময়ের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ম্যাচেই দলকে অভাবনীয় সাফল্য এনে দিলেন টম ল্যাথাম। বেঙ্গালুরুর এই বিস্ময় হার চাপ বাড়ালো রোহিত বাহিনীর উপর। তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপ (WTC) ফাইনালের টিকিট নিশ্চিত করার রাস্তা যেমন কঠিন হলো তেমন সিরিজ জয়ের জন্য মাস্ট উইন হয়ে পড়লো পুণে ও মুম্বইতে আয়োজিত হতে চলা বাকি দুটি টেস্ট’ও।

Also Read: IND vs NZ 1st Test: গগনচুম্বী ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ, চিন্নাস্বামী মাতোয়ারা ভারতীয় তারকার বিস্ময় শটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *