ind-vs-nz-2024-1st-test-day-4-report

IND vs NZ: গতকাল দিনের শেষ বলে গ্লেন ফিলিপসের শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান ছিলো ভারতের স্কোরবোর্ডে। আজ সকাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ার পর আন্তর্জাতিক আঙিনায় পা রাখার সুযোগ পেয়েছেন সরফরাজ। তিনি যে দেশের জার্সি গায়েও বেমানান নন তা আজ বোঝালেন মুম্বইয়ের ব্যাটার। খেললেন ম্যারাথন ইনিংস। ভারতীয় ব্যাটিং-এর স্তম্ভ হিসেবে নিজেকে আরও একবার প্রতিষ্ঠিত করলেন ঋষভ পন্থ। তাঁদের ১৭৭ রানের বিশাল পার্টনারশিপ সত্ত্বেও দিনের শেষে ব্যাকফুটেই টিম ইন্ডিয়া (Team India)। বড়সড় অঘটন না ঘটলে আগামীকালই ভারতকে হারিয়ে ১-০ এগিয়ে যাবেন কিউইরা।

Read More: IND vs NZ 1st Test: গগনচুম্বী ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ, চিন্নাস্বামী মাতোয়ারা ভারতীয় তারকার বিস্ময় শটে !!

ব্যাট হাতে উজ্জ্বল সরফরাজ ও ঋষভ-

Rishabh Pant and Sarfaraz Khan | IND vs NZ | Image: Getty Images
Rishabh Pant and Sarfaraz Khan | IND vs NZ | Image: Getty Images

প্রথম ইনিংসের ক্ষত টাটকা ছিলো গতকাল’ও। ইনিংসে হার আটকাতে গোটা দিন লড়াই করতে হত সরফরাজ খান (Sarfraz Khan) ও ঋষভ পন্থ’কে। চ্যালেঞ্জটা কঠিন ছিলো নিঃসন্দেহে। কিন্তু দুই অসমসাহসী তরুণ ঢাল হয়ে দাঁড়ালেন আজ টিম ইন্ডিয়ার জন্য। সকাল থেকে ম্যাট হেনরী, টিম সাউদী, উইলিয়াম ওরোর্করা লাগাতার আক্রমণ শানালেন চিন্নাস্বামীর বাইশ গজে। কিন্তু অটল রইলো ভারতের ডান হাতি-বাম হাতি ব্যাটিং কম্বিনেশন। শুভমান গিল ঘাড়ে চোট পাওয়ায় শিকে ছিঁড়েছিলো সরফরাজ খানের ভাগ্যে। সুযোগের সদ্ব্যবহার করতে কোনো রকম ভুল করেন নি তিনি। ম্যাচের তৃতীয় দিন অপরাজিত ছিলেন ৭০ রান করে। আজ সকালে দ্রুত পেরোন শতরানের মাইলস্টোন। কেরিয়ারের চতুর্থ টেস্টে প্রথম আন্তর্জাতিক শতরান পেলেন তিনি। বড় মঞ্চের জন্য তিনি যে প্রস্তুত, চিন্নাস্বামীর বাইশ গজে বুঝিয়ে দিলেন তা।

২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে করেছিলেন শতরান। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জ্বলে উঠলেন তিনি। সরফরাজ-ঋষভ জুটিতে ভর করে কিউইদের ৩৫৬ রানের লিড পেরিয়ে যায় ভারত। টেস্টে প্রথম বারের জন্য এগিয়ে যায় প্রতিপক্ষের রানের থেকে। ভারতীয় ইনিংসের ৮০ ওভারের মাথায় দ্বিতীয় নতুন বল ব্যবহার করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। তাতেই অবশ্য ফের ঘুরলো ম্যাচের মোড়। ব্যক্তিগত ১৫০ রানের মাথায় টিম সাউদী’র শিকার হয়ে ফিরলেন সরফরাজ। শতকের স্বপ্ন দেখিয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু ৯৯তে উইলিয়াম ওরোর্কের শিকার হন তিনিও। ব্যাটিং অর্ডারের বাকিরা এঁটে উঠতে পারলেন না ‘ব্ল্যাক ক্যাপস’ পেস ত্রয়ীর বিরুদ্ধে। ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভারত থামলো ৪৬২তে।

মিরাক্‌ল-এর আশায় থাকবে টিম ইন্ডিয়া-

New Zealand Cricket Team | IND vs NZ | Image: Getty Images
New Zealand Cricket Team | IND vs NZ | Image: Getty Images

প্রথম ইনিংসের ৪৬ রানই খাদের কিনারে ঠেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ইনিংসে সরফরাজ, ঋষভ, বিরাট কোহলিদের সম্মিলিত প্রয়াসে বড় রান তুলেও তাই হারের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা মাত্র ১০৬ রানের। টম ল্যাথাম ও ডেভন কনওয়ে ব্যাট হাতে নেমেছিলেন আজ। কিন্তু চার বলের বেশী ম্যাচ এগোয় নি। খারাপ আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্তি ঘোষণা করতে হয়েছে আম্পায়ারদের। এই মুহূর্তে কিউইদের স্কোর ০/০। ম্যাচ জিততে হাতে রয়েছে গোটা দিন ও ১০টি উইকেট। যুক্তি বলছে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড’ই। তিনটি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC)  চক্রে একটিও অ্যাওয়ে টেস্ট জেতে নি ‘ব্ল্যাক ক্যাপস’রা। ভারতকে হারাতে পারলে শাপমুক্তি হবে তাদের। অন্যদিকে পঞ্চম দিনে বোলিং মিরাক্‌লের স্বপ্ন বুকে নিয়ে মাঠে নামা ছাড়া উপায় নেই রোহিত-কোহলিদের।

Also Read: “অপেক্ষার ফল…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান হাঁকালেন সরফরাজ খান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *