IND vs NZ 1st Test: চিন্নাস্বামীতে ভরাডুবি ভারতের, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড !! 1

IND vs NZ: সাম্প্রতিক সাফল্যের নিরিখে দুই দল রয়েছে একেবারে দুই ভিন্ন মেরুতে। ভারত দিনকয়েক আগেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। আর নিউজিল্যান্ড গলের মাঠে ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। স্বাভাবিক কারণেই রোহিত শর্মাদেরই ফেভারিট বেছে নিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের পর সম্পূর্ণ উলটে গিয়েছে সমীকরণ। এই মুহূর্তে ভারতকে অনেকখানি পিছনে ফেলে ম্যাচে চালকের আসনে নিউজিল্যান্ড’ই। বেনজির ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে ‘মেন ইন ব্লু।’ গতকাল বৃষ্টিতে খেলাই হয় নি। আজ টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলেন রোহিত। ভিজে পিচে কিউইদের বোলিং বিক্রম ৪৬ রানের মধ্যে গুটিয়ে দেয় স্বাগতিক দেশকে। জবাবে ব্যাট করতে নামা ‘ব্ল্যাক ক্যাপস’দের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৮০।

Read More: মাঠের মধ্যে ধুধুমার কান্ড, কনওয়ের উপর মেজাজ হারালেন DSP সিরাজ !!

লজ্জার রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া-

Virat Kohli and Rohit Sharma | IND vs NZ | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | IND vs NZ | Image: Getty Images

২০১৯-এ অ্যাডিলেডের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া। আজ বেঙ্গালুরুতে ফিরলো অ্যাডিলেডের সেই বিভীষিকাময় স্মৃতি। রোহিত শর্মাকে (Rohit Sharma) ফিরিয়ে শুরুতেই ধাক্কা দেন টিম সাউদী। কিউই পেসারকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারতে গিয়েছিলেন রোহিত। বলের লাইন ‘মিস’ করেন। সাউদীর ইনস্যুইং ছিটকে দেয় ভারত অধিনায়কের স্টাম্প। মাত্র ২ করে সাজঘরে ফেরেন তিনি। ঘাড়ের পেশিতে টান ধরায় আজ মাঠে নামতে পারেন নি শুভমান গিল। তাঁর বদলে তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন বিরাট কোহলি। মহাতারকার অফ ফর্ম অব্যাহত। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত বাউন্সে বাজিমাত করে গেলেন উইলিয়াম ও’রোর্কে। খাতা খোলার আগেই লেগ গালিতে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন বিরাট (Virat Kohli)। চারে নামা সরফরাজ’ও আউট হন শূন্য করেই।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে এমনই ব্যাটিং বিপর্যয়ের মুখে প্রাথমিক প্রতিরোধ করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ পারলেন না তিনিও। ১৩ করে ফেরেন তিনি। কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন’ও কোনো রান করার আগেই ফেরেন সাজঘরে। ভারতের পাঁচ জন্য করেন শূন্য। শেষ ভরসা ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০ রানের বেশী এগোতে পারেন নি তিনিও। টেল এন্ডারদের মধ্যে কুলদীপ যাদব ২, জসপ্রীত বুমরাহ ১ ও মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৪ রান করে। তাসের ঘরের মত ভেঙে পড়া ভারতীয় ব্যাটিং-এর আজ সংগ্রহ মাত্র ৪৬। ঘরের মাঠে এটাই সর্বনিম্ন স্কোর টিম ইন্ডিয়ার। টেস্ট ইতিহাসে কেবল অ্যাডিলেড ও লিডসে এর চেয়ে কম রানে অল-আউট হয়েছে তারা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ম্যাট হেনরী (Matt Henry), ৪ উইকেট ও’রোর্কের। আর ১টি পেয়েছেন সাউদী।

শতক হাতছাড়া কনওয়ের, এগিয়ে কিউইরা-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

স্যাঁতস্যাঁতে মেঘলা আবহাওয়াতে ব্যাটিং করার সিদ্ধান্ত যে ভুল ছিলো তা প্রমাণিত হলো নিউজিল্যান্ডের ইনিংসেই। রোদ ওঠার পর ব্যাট করা বেশ সহজ হয়ে গিয়েছিলো আজ। বুমরাহ-সিরাজদের বিরুদ্ধে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি কিউই ব্যাটারদের। অধিনায়ক ল্যাথামের সাথে ওপেন করতে নেমে আগ্রাসী ব্যাটিং করলেন ডেভন কনওয়ে (Devon Conway)। দ্রুত ভারতের স্বল্প রানের পুঁজি পেরিয়ে যায় নিউজিল্যান্ড। কুলদীপ যাদব যখন টম ল্যাথামকে (Tom Latham) ফেরান, তখন তাদের স্কোরবোর্ডে ৬৭। এরপর ৭৩ বলে ৩৩ করেন তিন নম্বরে নামা উইল ইয়ং। রবীন্দ্র জাদেজাকে স্যুইপ মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। দৃপ্ত ছন্দে শতরানের দিকে এগোচ্ছিলেন কনওয়ে। কিন্তু শেষবেলায় অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হন তিনি। থামেন ৯১ করেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন রচিন রবীন্দ্র (২২*) ও ড্যারিল মিচেল (১৪*)। এর মধ্যেই ভারতের থেকে ১৩৪ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

Also Read: IND vs NZ 1st Test:  চোট পেলেন ঋষভ পন্থ, বেঙ্গালুরু টেস্টে সমস্যা বাড়লো টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *