ind-vs-nz-1st-test-nz-secure-huge-lead, gambhir
IND vs NZ | Image: Getty Images

IND vs NZ: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরোপুরি ব্যাকফুটে টিম ইন্ডিয়া (IND vs NZ)। বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম দিনে কোনো খেলাই হয় নি। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়ে ডুবেছিলো ভারতীয় দল। ভিজে পিচ, স্যাঁতস্যাঁতে, মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে জ্বলে উঠেছিলেন কিউই পেসাররা। অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দেশ। এরপর ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে বেশ সাবলীলই দেখিয়েছিলো গতকাল। ডেভন কনওয়ে, উইল ইয়ং-দের সৌজন্যে দ্রুত লিড পেয়ে যায় তারা। ম্যাচের তৃতীয় দিন সকালেও জারি থাকলো কিউইদেরই দাপট। দুর্দান্ত শতরান করেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তাঁর ১৩৪ রানের ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে ‘ব্ল্যাক ক্যাপস’দের সংগ্রহ ৪০২। ভারতের বিরুদ্ধে ৩৫৬ রানের বিশাল লিড ছিনিয়ে নিলো তারা।

Read More: PAK vs ENG: শাপমুক্তি পাকিস্তানের, ১৩৪৯ দিন পর ঘরের মাঠে এলো টেস্ট জয় !!

দিনের শুরুটা ভালোই করেছিলো ভারত-

Indian Cricket Team | IND vs NZ | Image: Getty Images
Indian Cricket Team | IND vs NZ | Image: Getty Images

গতকাল নিউজিল্যান্ডের স্কোর ছিলো ৩ উইকেটের বিনিময়ে ১৮০ রান। ক্রিজে ছিলেন ড্যারিল মিচেল ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তৃতীয় দিনের শুরুতে আশা জাগিয়েছিলেন ভারতীয় বোলাররা। মহম্মদ সিরাজের বলে ফিরে যান ড্যারিল মিচেল। গতকাল তিনি অপরাজিত ছিলেন ১৪ রানে। আজ কেবলমাত্র ৪ রানই যোগ করতে পারেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেলকে সাজঘরে ফিরিয়ে কিউইদের দ্বিতীয় ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ৫-এর বেশী করতে পারেন নি তিনিও। অলরাউন্ডার গ্লেন ফিলিপস’কে আট নম্বরে নামিয়েছিলো নিউজিল্যান্ড। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন ১৪ করে। এরপর ম্যাট হেনরীকেও (Matt Henry) ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরিয়ে দেন জাদেজা। ২৩৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিলো কিউইরা। প্রথম সেশনে ৪টি উইকেট তুলতে সক্ষম হয় ভারত।

পালটা আক্রমণের পথে রচিন-সাউদী-

Rachin Ravindra and Tim Southee | IND vs NZ | Image: Getty Images
Rachin Ravindra and Tim Southee | IND vs NZ | Image: Getty Images

২৫০ রানের মধ্য প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার লক্ষ্য সামনে রেখে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু বেঙ্গালুরুতে তাঁর যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হয়েই চলেছে। টিম সাউদীকে (Tim Southee) সাথে নিয়ে রুখে দাঁড়ান রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। দুই প্রান্ত থেকেই ঝড়ের গতিতে রান আসতে থাকে। প্রায় ৯০ স্ট্রাইক রেটে ঝোড়ো ৬৩ রানের ইনিংস খেলতে দেখা গেলো সাউদীকে। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়েছেন। ব্যাট হাতে বেশ চাপমুক্ত লাগলো তাঁকে। ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। বেঙ্গালুরু থেকেই নিউজিল্যান্ড পাড়ি দিয়েছিলেন রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) বাবা রবি। এখনও তাঁর আত্মীয়-পরিজনেরা রয়েছেন এই শহরে। সেই ‘ঘরের ছেলে’ই আজ পথের কাঁটা হয়ে উঠলো টিম ইন্ডিয়ার জন্য। অসামান্য শতরান এলো তাঁর ব্যাট থেকে। এই নিয়ে টেস্ট কেরিয়ারে দ্বিতীয়বার তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

অনেকখানি পিছিয়ে টিম ইন্ডিয়া-

Rohit Sharma and Virat Kohli | IND vs NZ | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

 

সাউদী’কে ফেরান সিরাজ (Mohammed Siraj)। এরপর কুলদীপ যাদবের লেগ বিফোর হন আজাজ প্যাটেল। ভারতের সাথে নিজেদের ব্যবধান বাড়াতে এরপর দ্রুত গতিতে রান তোলার প্রয়াস শুরু করেন রচিন (Rachin Ravindra)। শেষমেশ কুলদীপের বলে যখন উইকেট হারালেন তখন তাঁর নামের পাশে ১৩৪। ভারতের তোলা ৪৬ রানের জবাবে ৪০২ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে নিউজিল্যান্ড। লিডের পরিমাণ ৩৫৬। বাকি আর দুই দিন। বিশাল অঘটন না ঘটলে এই ম্যাচ জেতা সম্ভব নয় ভারতের পক্ষে। বেঙ্গালুরুতে খেলা শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন যে একদিনে ৪০০ তোলার পাশাপাশি প্রয়োজনে দুই দিন ব্যাটিং করে ম্যাচ ড্র করতেও দলকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান তিনি। চিন্নাস্বামীতে এখন সেই চ্যালেঞ্জের মুখেই রোহিতরা (Rohit Sharma)। হেনরী-সাউদী-ও’রোর্কদের বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র রাস্তা ভারতের সামনে।

Also Read: IND vs NZ: ভাগ্য খুললো ঈশান কিষানের, ঋষভ পন্থের জায়গায় নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *