আজ বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আয়ারল্যান্ড। নিউইয়র্কের স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। জসপ্রীত বুমরাহের পরিবর্তে প্রথম ওভারে বোলিং তুলে দেওয়া হয় আর্শদীপ সিং’এর (Arshdeep Singh) হাতে। প্রথম স্পেলে বেশ দারুন বোলিং শুরু করেন অর্ষদীপ ও সিরাজ জুটি। অর্ষদীপ তার দ্বিতীয় ওভারেই আইরিশ অধিনায়ক স্টার্লিংকে (Paul Stirling) প্যাভিলিয়নে ফেরান এবং ঐ ওভারের শেষ বলেই প্রাক্তন অধীনয়ায়ক অ্যান্ড্রু বালবির্ণিকে প্যাভিলিয়নে ফেরান।
তিন ওভারের শেষে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ভিতর ২৬ রান বানায় আয়ারল্যান্ড, তবে পাওয়ারপ্লে কাটার পর একেরপর এক উইকেট হারাতে শুরু করে দেয় আয়ারল্যান্ড। ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কার সহযোগে ২৬ রান বানিয়েছেন গ্যারেথ ডেলানি (Gareth Delany)। ২০ ওভার শেষে আয়ারল্যান্ড ৯৬ রান বানায়, ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ২টি করে উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং ও জসপ্রীত বুমরাহ। পাশাপশি, ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।
প্রথম জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া
রান তাড়া করতে এসে, আজ ওপেনিং করতে আসেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দ্বিতীয় বারের জন্য এই ফরম্যাটে ওপেনিং ব্যাটিং করতে আসলেন রো-কো জুটি। যদিও আইরিশ বোলাররা রোহিত ও বিরাটকে সমস্যায় ফেলেন, বিরাট বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারান। তবে, রোহিত এক প্রান্তে আক্রমন চালু রাখেন।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ৩৯ রান বানায়। পন্থ ও রোহিতের জুটিত টিম ইন্ডিয়া জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়, ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫২ রান বানিয়েছেন এবং রিটায়ার হার্ট হয়ে ফিরে যান। রোহিত আউট হতে ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে তিনিও বিরাটের মতন বড় শট খেলতে গিয়ে হারান নিজের উইকেট। ১২.২ ওভারের মধ্যেই ভারতীয় দল প্রয়োজনীয় রান তুলে প্রথম ম্যাচেই জয় সুনিশ্চিত করলো।