পেসার- টি নটরাজন, উমরান মালিক, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে রাখা হয়েছে আভেশ ও উমরানকে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ স্কোয়াডেও তাদের নাম রাখা হতে পারে। অন্য দুটি নাম হতে পারে নটরাজন ও প্রসিদ্ধ কৃষ্ণ। কৃষ্ণ ইংল্যান্ডে বিরুদ্ধে সিরিজ খেলাট জন্য সেখানেই থাকবেন এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য সহজেই জায়গা পরিবর্তন করতে পারবেন।
ভারতের সম্ভাব্য স্কোয়াড
শিখর ধাওয়ান, ইশান কিষাণ (WK), ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, দীপক হুডা, সঞ্জু স্যামসন (WK), হার্দিক পান্ডিয়া (C), ক্রুনাল পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, টি নটরাজন , উমরান মালিক, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ