IND vs ENG: “এটা KL রাহুল ২.০…” মিডল অর্ডার ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনী জাহির খান !! 1

IND vs ENG: হায়দ্রাবাদে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) প্রথম টেস্ট। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গাতেই রয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। তাদের বহুচর্চিত বাজবল স্ট্র্যাটেজি ভারতের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করতে দেখা যায় বেন ডাকেট (Ben Duckett), জ্যাক ক্রলিদের। শুরুতে সাফল্যও মিলেছিলো। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা স্পিনারদের হাতে বল তুলে দিতেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। শেষলগ্নে স্টোকসের (Ben Stokes) ৭০ রানের ইনিংস তাদের পৌঁছে দেয় ২৪৬ রানে। ব্যাট করতে নেমে টি-২০’র মেজাজে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। জ্যাক লিচের বলে প্রথম দিনেই রোহিত ফেরেন ঠিকই, কিন্তু ১১৯ রান স্কোরবোর্ডে তুলে ফেলে ভারত।

দ্বিতীয় দিনের শুরুতেই ছন্দে থাকা যশস্বীকে হারিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। অতি সাবধানী হতে গিয়ে উইকেট হারিয়ে বসেন শুভমান গিল’ও। এরপর প্রথমে শ্রেয়স আইয়ার ও পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করার কাজ করতে দেখা গেলো কে এল রাহুলকে (KL Rahul)। এই টেস্ট ম্যাচে উইকেটরক্ষক নয়, বরং বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলছেন তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত যে শতভাগ সঠিক, তা ব্যাট হাতে হায়দ্রাবাদে প্রমাণ করে দিয়েছেন কর্ণাটকের ক্রিকেটার। ইংল্যান্ডের তিন স্পিনার-হার্টলি, লিচ ও রেহান আহমেদকে (Rehan Ahmed) সাবলীল ভাবে খেললেন। দুর্দান্ত সামলালেন এক্সপ্রেস ফাস্ট বোলার মার্ক উডকেও। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শতরান না পেলেও রাহুল তাঁর ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছেন প্রাক্তনী জাহির খানকে (Zaheer Khan)। দ্বিতীয় দিনের শেষে রাহুল-বন্দনায় মাতেন তিনি।

Read More: রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়লেন হায়দরাবাদের ব্যাটসম্যান, ট্রিপল সেঞ্চুরিতে তৈরি নজির !!

রাহুলের ধারাবাহিকতায় মুগ্ধ জাহির খান-

KL Rahul | IND vs ENG | Image: Getty Images
KL Rahul | IND vs ENG | Image: Getty Images

গত দেড় বছর বেশ কঠিন সময় কাটাতে হয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। ফর্ম ঠেকেছিলো তলানিতে। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০, রান আসছিলো না ব্যাটে। ২০২২-এর গোড়ায় টেস্ট শতরান করেছিলেন। পরবর্তী ১০ ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিলো সাকুল্যে ১২৫ রান। গড় ছিলো ১২.৫০। ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো তাঁকে। খুইয়েছিলেন টেস্ট দলের সহ-অধিনায়কত্ব। এমনকি গত বছরের বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় ও চতুর্থ টেস্টে বাদ’ও দেওয়া হয়েছিলো রাহুল’কে। একই সঙ্গে আইপিএল চলাকালীন পড়েছিলেন চোটের কবলে। লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচে ফিল্ডিং করার সময় হিপ ফ্লেক্সর পেশীতে আঘাত পান তিনি। ছিটকে যান টুর্নামেন্ট থেকে। এরপর লন্ডনে হয় অস্ত্রোপচার। এনসিত-তে দীর্ঘ রিহ্যাবের পর সেপ্টেম্বরে মাঠে ফেরেন এশিয়া কাপের ম্যাচে।

ফর্ম সমস্যায় জেরবার রাহুলের (KL Rahul) ক্রিকেটীয় কেরিয়ারের যেন নবজন্ম হয়েছে চোট সারিয়ে ফিরে আসার পর। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। বিশ্বকাপেও ১০ ইনিংসে ৭৫.৩৩ গড়ে করেন ৪৫২ রান। কেবল একদিনের ফর্ম্যাটে নয়, টেস্টেও দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে রাহুলের ১০৭ বলে করা ১০১ রান নজর কাড়ে বিশেষজ্ঞদের। ঘরের মাঠেও সেই দুর্দান্ত ছন্দই বজায় রাখলেন গতকাল। ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে ৮টি চার ও ২ ছক্কার সাহায্যে করেন ৮৬ রান। রাহুলের ধারাবাহিকতা মন ভরিয়েছে জাহির খানের। তিনি বলেন, “চোটের পর এটা যেন কে এল রাহুল ২.০। চোটের জন্যই ও ধারাবাহিক ভাবে রান পাচ্ছিলো না। কিন্তু তার পর ও বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকায়, এমনকি আজ’ও চমৎকার সব ইনিংস খেলেছে। ও শতরানের প্রয়াস করছিলো, যে বলটায় আউট হলো সেটা উইকেট নেওয়ার মত ছিলো না।”

জয়ের দিকে এগোচ্ছে ভারত-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

কে এল রাহুল ৮৬ রানে আউট হওয়ার পরেও গতকাল ভারতের ব্যাটিং সমস্যার মুখে পড়ে নি। টেস্টের আঙিনায় কেন তিনি পয়লা নম্বর অলরাউন্ডার তা গতকাল ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচে ফের প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুর্দান্ত ইনিংস খেলেন তিনিও। গতকাল অপরাজিত ছিলেন ৮১ রানে। কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরানের জন্য এগোতে চেয়েছিলেন আজ সকালে। কিন্তু ১৮০ বলে ৮৭ রান করেই সমাপ্ত হয় তাঁর ইনিংস। জো রুটের বলে লেগ বিফোর উইকেট হন তিনি। এরপর অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটে আরও কিছু দূর এগোয় ভারতীয় ইনিংস। ৪৪ করেন তিনি। শেষমেশ ভারতের ইনিংস থামে ৪৩৬ রানে। ১৯০ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ব্যাটিং-এর রাস্তা ছাড়ে নি ইংল্যান্ড। জ্যাক ক্রলি (Jack Crawley) এবং বেন ডাকেটকে দেখা যায় দ্রুত গতিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে। উপায়ন্তর না দেখে অশ্বিন-জাদেজার হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক রোহিত। প্রথম সাফল্য এনে দেন অশ্বিন’ই (Ravichandran Ashwin)। আউট করেন জ্যাক ক্রলি’কে। ৩৩ বলে ৪টি চার ও ১ ছক্কার সাহায্যে ৩১ করেন তিনি। এরপর ঘাতক হয়ে উঠতে দেখা যায় জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। প্রথমে বেন ডাকেট’কে বোল্ড করেন তিনি। ৫২ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় সাফল্যও ভারত পেয়েছে বুমরাহ’র হাত ধরেই। ইংল্যান্ড ব্যাটিং-এর স্তম্ভ জো রুট’কে লেগ বিফোর উইকেট করেন তিনি। প্রতিবেদন লেখার সময় অবধি ৩ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের সংগ্রহ ১১৮ রান। জয়ের গন্ধ পাচ্ছে ভারত।

Also Read: IND vs ENG: KL রাহুলের ইনিংসে মজেছেন স্ত্রী আথিয়া শেঠি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করলেন খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *