IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের (IND vs ENG) তৃতীয় টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল। দুই ম্যাচের শেষে ফলাফল ১-১। হায়দ্রাবাদে প্রথম টেস্টে ভারত’কে ২৮ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিলো প্রতিপক্ষ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে বেশী সময় নেয় নি টিম ইন্ডিয়া। তারা বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জেতে ১০৬ রানের ব্যবধানে। এরপর দিন দশকের বিরতি শেষে রাজকোটে সম্মুখসমরে দুই শিবির। এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের সামনেই। বিশাখাপত্তনমের মতই রাজকোটেও টসের মুদ্রা পড়লো টিম ইন্ডিয়ার পক্ষে। অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাটিং বেছে নেন। বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছিলেন যে বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। ইনিংসের ভিত মজবুত করতে লম্বা ওপেনিং জুটি প্রয়োজন ছিলো ভারতের। কিন্তু তা দেখা গেলো না আজ।
Read More: IND vs ENG: “বহু প্রতীক্ষার অবসান…” অভিষেক সরফরাজের, তরুণ ক্রিকেটারের সাফল্য প্রার্থনায় সোশ্যাল মিডিয়া !!
‘মেন ইন ব্লু’র হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। প্রথম টেস্টে ৮৬ ও দ্বিতীয় টেস্টে ২০৯ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন তরুণ যশস্বী। আজকেও শুরুটা বেশ ভালো করেছিলেন তিনি। দুইটি বাউন্ডারিও এসেছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু ইনিংসকে হায়দ্রাবাদ বা রাজকোটের মত দীর্ঘায়িত করতে পারলেন না তিনি। গত দুই টেস্টেই এক পেসার ও তিন স্পিনারের স্ট্র্যাটেজি নিয়েছিলো ইংল্যান্ড। রাজকোটে তা থেকে সরে আসেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। শোয়েব বশিরকে রিজার্ভ বেঞ্চে রেখে জেমস অ্যান্ডারসনের সাথে জুড়ে দিয়েছিলেন এক্সপ্রেস পেসার মার্ক উড’কে। উডের অতিরিক্ত গতিই সাজঘরে ফেরালো যশস্বী জয়সওয়ালকে।
আগ্রাসী মেজাজেই শুরুটা করেছিলেন ভারতের দুই ওপেনার। কিন্তু চতুর্থ ওভারেই ভাঙলো ওপেনিং জুটি। ১৪৩.৭ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে করা ওভারের পঞ্চম বলটি গুড লেন্থে পড়ে বাইরের দিকে যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণেই বলের সঠিক লাইন অবধি পৌঁছতে পারেন নি যশস্বী। ব্যাট বাড়িয়ে দেওয়া ছাড়া উপায় ছিলো না তাঁর সামনে। বল যশস্বীর ব্যাটের কোণা স্পর্শ করে উড়ে যায় দ্বিতীয় স্লিপের দিকে। জো রুটের নিরাপদ হাতে জমা পড়ে তা। ১০ বলে ১০ রান করেই শেষ হয় তরুণ ওপেনারের ইনিংস। রাজকোটের ম্যাচে কোহলি, রাহুল, পূজারার মত একঝাঁক সিনিয়র ক্রিকেটার নেই। বেশ অনভিজ্ঞ মিডল অর্ডার। তার মধ্যে মাত্র ২২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া।