ind-vs-eng-wankhede-win-pleases-fans

IND vs ENG: সিরিজ হারের ব্যবধান কমানোর লক্ষ্যে আজ মরিয়া হয়ে ঝাঁপাবে ইংল্যান্ড, প্রত্যাশা ছিলো ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। রবিবাসরীয় ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করলেন জস বাটলার ও তাঁর সতীর্থরা (IND vs ENG)। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই সঞ্জু স্যামসন ফিরে গেলেও সমস্যায় পড়তে হয় নি স্বাগতিক দেশকে। অভিষেক শর্মা’র ধুন্ধুমার ১৩৫ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২৪৭ রান তুলেছিলো তারা। জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভাঙলো ‘থ্রি লায়ন্স।’ ফিল সল্ট (Phil Salt) ছাড়া নূন্যতম প্রতিরোধটুকুও করতে পারেন নি কেউই। ১০.৩ ওভারে মাত্র ৯৭তেই গুটিয়ে গেলো ইনিংস। ১৫০ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে।

বড় রানের লক্ষ্য সামনে রেখে শুরুটা চমৎকার করেছিলো ইংল্যান্ড। প্রথম ওভারে মহম্মদ শামি’কে (Mohammed Shami) ১৭ রান খরচ করতে বাধ্য করেন ফিল সল্ট। কিন্তু সঙ্গী হিসেবে কাউকেই পান নি তিনি। তৃতীয় ওভারের প্রথম বলেই ফেরেন বেন ডাকেট। চোট সারিয়ে ফিরে জাতীয় দলের জার্সিতে প্রথম উইকেট পান মহম্মদ শামি। যা স্বস্তি যুগিয়েছে ক্রিকেটজনতাকে। ট্যুইটারে বাংলার পেসার’কে ‘দ্বিতীয় ইনিংস’-এর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই। এরপর ঝড় তোলেন স্পিনাররা। পরপর বাটলার (Jos Buttler) ও লিভিংস্টোনকে সাজঘরের রাস্তা দেখান বরুণ চক্রবর্তী। ‘এই সিরিজে নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বরুণ’, ‘ওর রহস্য ভেদ করার ক্ষমতা নেই ইংল্যান্ডের,’ নেটদুনিয়ায় প্রশংসায় ভেসেছেন তামিলনাড়ুর স্পিনার। হ্যারি ব্রুককে আউট করেন রবি বিষ্ণোই।

Read More: IND vs ENG 5th T20i Highlights: তাসের ঘরের মত ভাঙলো ইংল্যান্ড ব্যাটিং, ১৫০ রানের ব্যবধানে দুরন্ত জয় ভারতের !!

দাপুটে জয় ভারতের, খুশি নেটজনতা-

Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images
Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images

গত ম্যাচে কনকাশনের জন্য বোলিং করতে পারেন নি শিবম দুবে (Shivam Dube)। তাঁর বদলি হিসেবে হর্ষিত রাণা’র নামা নিয়ে কটাক্ষ করেছিলেন জস বাটোলার। আঙুল তুলেছিলেন তাঁর বোলিং দক্ষতা নিয়ে। আজ জোড়া উইকেট নিয়ে সেই কটাক্ষেরই যেন জবাব দিলেন তারকা অলরাউন্ডার। ভয়ঙ্কর হয়ে ওঠা সল্টকে ফেরান তিনি, পাশাপাশি আউট করেন জেকব বেথেল’কে। ‘আর দুবের বোলিং নিয়ে মুখ খোলার সাহস হবে না কারও,’ ইংল্যান্ড ক্রিকেটারদের দিকে শ্লেষের তীর ছুঁড়েছেন ভারতীয় নেটিজেনরা। ব্যাট হাতে ১৩৫ করার পাশাপাশি বল হাতেও দক্ষযজ্ঞ চালালেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ১ ওভার হাত ঘোরান তিনি। তার মধ্যেই তুলে নেন ২টি উইকেট। ‘ও কি করতে পারে না?’ প্রশ্ন ছুঁড়েছেন এক অনুরাগী। ‘অভিষেক আজ একাই একশ’ লিখেছেন আরও একজন।

১৫০ রানের ব্যবধানে লজ্জার হার ইংল্যান্ডের। নেটদুনিয়ার তোপের মুখে পড়তে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ‘অভিষেক একাই আজ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে’ লিখেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। গোটা সিরিজ (IND vs ENG) জুড়ে কখনও ধোঁয়াশা আবার কখনও কনকাশন সাবস্টিটিউট ব্যবহারের নিয়মের ফাঁককে ব্যর্থতার জন্য দায়ী করেছে সফরকারী দল। কিন্তু ৪-১ সিরিজের হারের পর সেই সকল ‘অজুহাত’ শুনতে রাজী নন নেটজনতা। ‘ভালো খেলার চেষ্টা করো। অজুহাত না দিয়ে’ বাটলারবাহিনীকে কটাক্ষের তীরে বিঁধে লিখেছেন একজন। ‘আজ কি বলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা? অভিষেক’কে বিশেষ ব্যাট ব্যবহার করতে দিয়েছিলো আইসিসি?’ খোঁচা আরেক নেটিজেনের। ‘ট-২০তে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার আশেপাশেও কেউ নেই’ বাস্তবতার চিত্রটাই যেন ফুটে উঠেছে এক অনুরাগীর ট্যুইটে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: BPL 2024-25: ম্যাচ ফিক্সিংয়ের কাঁটায় বিদ্ধ বাংলাদেশ প্রিমিয়ার লীগ, কালিমালিপ্ত পদ্মাপারের ক্রিকেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *