IND vs ENG: কাজে দিল না খুদে ভক্তের প্রার্থনা, ১৭ রানেই আউট হয়ে ট্রোলের মুখে বিরাট কোহলি !! 1

রবিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের (IND vs ENG) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। প্রথম দুই ম্যাচের পর সিরিজের ফল এখন ১-১। সিরিজের নির্ণায়ক ম্যাচে টসে জিতে এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর ভারতীয় দলের অধিনায়ককে এ দিন হতাশ করলেন না দলের বোলিং ব্রিগেডকে। ২৫৯ রানেই গুটিয়ে দিলেন সিরাজ, চাহাল, পান্ডিয়ারা। সব মিলিয়ে এ দিনও নজর কাড়ে ভারতের বোলাররা। বুমরাহ’র বদলে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া সিরাজ জনি বেয়ারস্টো এবং জো রুটকে শূন্য রানে আউট করে দেন।

রান তাড়া করতে নেমে অবশ্য সমস্যায় পড়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। ২৬০ রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম তিন ব্যাটসম্যান, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখা রিস টপলি। এ দিনও ব্যাট হাতে রান পেলেন না বিরাট কোহলি। ১৭ রান করে টপলির বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে পাভিলিয়নে ফেরেন তিনি। রবিবারও ফ্লপ করায় তাকে নিয়ে মস্করা শুরু হয়ে যায় টুইটারে।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *