IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্ত জয় পেলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বল হাতে ব্রুক, বেথেল, ডাকেটদের বেশ চাপে রাখলেন আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তীরা। একমাত্র অধিনায়ক বাটলার ছাড়া ইংল্যান্ডের জার্সিতে দাগ কাটতে পারেন নি কেউই। ২০ ওভারে ১৩২-এর বেশী এগোতে পারে নি তারা। জবাবে ব্যাটিং করতে নামা ভারত অবশ্য ঝড় তোলে শুরু থেকেই। সঞ্জু স্যামসন (Sanju Samson), সূর্যকুমার যাদব সাজঘরে ফিরলেও অভিষেক শর্মা’র (Abhishek Sharma) ধুন্ধুমার ইনিংসের সৌজন্যে দ্রুত জয়ের দিকে এগিয়ে যায় ‘মেন ইন ব্লু।’ ৩৪ বলে ৭৯ করে আউট হন তিনি। বাকি পথটুকু দল’কে পৌঁছে দেন হার্দিক ও তিলক বর্মা। ৭ উইকেটে জেতে ভারত।
Read More: IND vs ENG 1st T20i: “টি-২০’র বাঘ…” ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো টিম ইন্ডিয়া, ইডেনের জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা নেটদুনিয়া !!
৫টি চার ও ৮টি ছক্কায় সাজানো ইনিংসটির জন্য আজ ম্যাচের সেরা হওয়ার অন্যতম দাবীদার ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু তাঁর বদলে পুরষ্কার দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy)। বল হাতে যেভাবে তিনি ব্রুক, লিভিংস্টোন ও জস বাটলারকে সাজঘরে ফিরিয়েছেন, তা ম্যাচের মোড় ঘুরিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) নজর কেড়েছিলেন বরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও ধরে রাখলেন আগুনে ফর্ম। আজ ২৩ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। ইডেনের বাইশ গজে দুর্দান্ত সাফল্যের জন্য আইপিএলকেই (IPL) কৃতিত্ব দিলেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। কলকাতা নাইট রাইডার্সের হয়েই ফ্র্যাঞ্চাইজি লীগে খেলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে আজ, অকপটে জানিয়েছেন তিনি।
হর্ষ ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ বলেন, “আমি আইপিএলে এমন পিচে বোলিং করে অভ্যস্ত। আমি জানি কোন লেন্থ আমার জন্য সঠিক। আমি ব্যাটারের নাগালের বাইরে বল রাখার চেষ্টা করি। ইডেনে প্রত্যেকটা ওভারে বোলিং করাই বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে শেষ ওভারটা তো খুবই কঠিন ছিলো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমি সফল হয়েছি।” নিজের গেমপ্ল্যানও ফাঁস করেছেন তিনি। জানান, “আমি সাইড স্পিনে ব্যাটারকে ধোঁকা দিতে পারবো না। আমি কেবল বাউন্সে বাজিমাত করতে পারি।” সেরা ছন্দে এখনও নেই, জানালেন তিনি। “এখনও আমি ১০-এ ৭ দেব নিজেকে। অনেক পরিশ্রম করতে হবে।” ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পরবর্তী টি-২০টি রয়েছে বরুণের আরেক হোমগ্রাউন্ড চেন্নাইতে। চেপক’কে হাতের তালুর মত চেনেন তিনি। তাই ২৮ তারিখও তাঁর থেকে জমজমাট পারফর্ম্যান্সের আশায় ক্রিকেটজনতা।