IND vs ENG

IND vs ENG: ইডেনে ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। গত বুধবার যেভাবে সহজ জয় পেয়েছিলো সূর্যকুমার যাদবের দল, চেপকের বাইশ গজে যে সাফল্য অর্জন ঠিক ততটা সহজ হবে না তা স্পষ্ট হয়েছে সময় এগোনোর সাথে সাথে। টসে জিতে প্রথম বোলিং করেছে ‘মেন ইন ব্লু।’ স্পিন সামলাতে ইংল্যান্ডের টপ-অর্ডার সমস্যায় পড়লেও লোয়ার অর্ডারে জেইমি স্মিথ, ব্রাইডন কার্সদের সৌজন্যে ১৬৫ রানে পৌঁছে গিয়েছে তারা। চেন্নাইয়ের পিচকে কোনো ভাবেই ব্যাটিং স্বর্গ বলা চলে না। চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে স্বাগতিক দেশকেও। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা রান পান নি আজ। কার্যত একা কুম্ভ হয়েই লড়াই চালিয়ে যাছেন তিলক বর্মা (Tilak Varma)। ইংল্যান্ডের সেরা পেস অস্ত্র জোফ্রা আর্চারের দুটি অনিয়ন্ত্রিত ওভার কাজটা খানিক সহজ করে দিয়েছে তিলকের।

Read More: রঞ্জি ট্রফিতে দুরন্ত ব্যাটিং রজত পতিদারের, উঠছে টেস্ট দলে ফেরানোর দাবী !!

সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আউট করে শুরুটা ভালোই করেছিলেন জোফ্রা আর্চার। কিন্তু তাঁকে মাথায় চড়তে দিলেন না তিলক বর্মা। হায়দ্রাবাদের বাম হাতি আজ ব্যাট করতে নেমেছিলেন তিন নম্বরে। ইনিংসের পঞ্চম ওভারে ক্যারিবিয়ান জাত পেসারকে তিলক স্বাগতই জানান বাউন্ডারি হাঁকিয়ে। পয়েন্টের উপর দিয়ে বল দ্রুত ছুটে যায় সীমানার দিকে। ১৫০.৩ কিলোমিটার প্রতি ঘন্টায় দ্বিতীয় ডেলিভারিটি করেছিলেন আর্চার। ফাইন লেগের উপর দিয়ে উড়িয়ে দেন ভারতীয় তরুণ। চতুর্থ বলটিকে ফের একবার গ্যালারিতে আছড়ে ফেলেন তিলক। পঞ্চম ডেলিভারিতে একটি সিঙ্গল নেন তিনি। শেষ বলটিতে সূর্যকুমার যাদব রক্ষণাত্মক শট খেলেন। আর্চারের ওভার থেকে ১৫ রান তুলে নেন তিলক (Tilak Varma)। তাঁর ব্যাটে ভর দিয়েই পঞ্চাশের গণ্ডী পেরোয় ‘মেন ইন ব্লু।’

পাওয়ার-প্লে’তে তিন ওভার বোলিং করেছিলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। তাঁর একটি ওভার ডেথের জন্য বাঁচিয়ে রেখেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইনিংসের ষোলোতম ওভারটিতে বোলিং-এ ফেরানো হয় তাঁকে। ব্যুমেরাং হলো সেই সিদ্ধান্তই। আরও একবার তিলক বর্মা’র বিধ্বংসী ব্যাটিং-এর শিকার হতে হলো ক্যারিবিয়ানজাত ইংল্যান্ড পেসারকে। প্রথম ডেলিভারিতে কোনো রান হয় নি। দ্বিতীয় বল’টি তিলকের (Tilak Varma) ব্যাটের উপরের দিকে লাগে। শটে নিয়ন্ত্রণ ছিলো না। কিন্তু তা সত্ত্বেও তা আছড়ে পড়ে গ্যালারিতে। তৃতীয় ডেলিভারিটি ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। চতুর্থ বলে সিঙ্গল নেন তিনি। পঞ্চম ও ষষ্ঠ বলে আক্রমণ শানান আর্শদীপ। যথাক্রমে চার ও দুই রান নেন তিনি। ১৯ রান খরচ করতে হয় আর্চারকে। দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-৬০-১।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 2nd T20i: “আসল ফর্মে ফিরেছে…” ইডেনের পর চেপকেও ব্যর্থ সঞ্জু, পড়লেন নেটদুনিয়ার তোপের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *