IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি টেস্ট সিরিজে পরাজয় চাপের মুখে ঠেলে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার ইঙ্গিত দিলো ‘মেন ইন ব্লু।’ টি-২০তে বাটলারদের ৪-১ ফলে উড়িয়ে দিয়েছিলো সূর্যকুমার যাদবের দল। ওয়ান ডে’তেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ মুঠোয় পুরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। নাগপুরে রান্ তাড়া করতে নেমে ৬৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো ভারত। কটকে দ্বিতীয় ম্যাচে জয় এলো ৩৩ বল বাকি থাকতেই। আগামী বুধবার আহমেদাবাদের ম্যাচটি কার্যত হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। সেই কারণেই প্রথম একাদশ নিয়ে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্তত তিনটি রদবদলের প্রত্যাশা করছেন তাঁরা।
Read More: হার্ষিত-সিরাজ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে জসপ্রীত বুমরাহ বাদ পড়লে দুবাই যাবেন গম্ভীরের প্রিয়তম এই বোলার !!
প্রথম একাদশে থাকছে তিন পরিবর্তন-
![IND vs ENG 3rd ODI: দলে ফিরছেন যশস্বী, কুলদীপ ও পন্থ, আহমেদাবাদ ম্যাচের জন্য একাদশ বেছে নিলো টিম ইন্ডিয়া !! 2 Indian Cricket Team | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/INDIA-ODI-1.png)
এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। দুবাইয়ের মাঠে আগামী ২০ তারিখ থেকে অভিযান শুরু করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ তার আগে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষেই (IND vs ENG) শেষ মাঠে নামতে চলেছে তারা। তাই শেষমুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কিছু রদবদলের ভাবনা কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ওপেনিং স্লটে ফেরানো হতে পারে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তরুণ তুর্কি সিরিজের প্রথম ম্যাচটি ডাক পেয়েছিলেন। কিন্তু মাত্র ১৫ রান করে আউট হওয়ায় কটকের একাদশ থেকে তাঁকে বাদ দেওয়া হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তৃতীয় ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হতে পারে খোদ অধিনায়ক রোহিতকে। কটকে শতকের পর তাঁর ফর্ম নিয়ে নিশ্চিন্ত ভারতীয় শিবির। রোহিতের বদলেই শুভমানের (Shubman Gill) সাথে ওপেনিং-এ দেখা যাওয়ার সম্ভাবনা যশস্বীকে। তরুণ বাম হাতিকে আত্মবিশ্বাস যোগাতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত।
উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম দু’টি একদিনের ম্যাচে (IND vs ENG) সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু দাগ কাটতে পারেন নি তিনি। ব্যাট হাতে নাগপুর ও কটকে তাঁর সংগ্রহ যথাক্রমে ২ ও ১০। এছাড়া দস্তানা হাতেও ভরসা যোগাতে ব্যর্থ কর্ণাটকের ক্রিকেটার। বেশ কিছু ক্যাচ ফস্কেছেন তিনি। বাই রান আটকাতেও সমস্যায় পড়েছেন। শেষ ম্যাচটিতে তাই ঋষভ পন্থকে (Rishabh Pant) সুযোগ দিয়ে দেখতে পারেন গম্ভীর। কটকে বিশ্রাম দেওয়া হয়েছিলো চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। অভিষেক ম্যাচে আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তামিলনাড়ুর স্পিনার। ফলে তৃতীয় ম্যাচে ফের তাঁকে পাঠানো হতে পারে রিজার্ভ বেঞ্চে। সেক্ষেত্রে একাদশে নিজের জায়গা ফিরে পেতে পারেন বরুণই। কোহলি, হার্দিক, শ্রেয়সরা অবশ্য নামছেন মাঠে।
তৃতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ-
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হর্ষিত রাণা, মহম্মদ শামি।
বুমরাহ’কে নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার-
![IND vs ENG 3rd ODI: দলে ফিরছেন যশস্বী, কুলদীপ ও পন্থ, আহমেদাবাদ ম্যাচের জন্য একাদশ বেছে নিলো টিম ইন্ডিয়া !! 3 Jasprit Bumrah | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/06/Bumrah-t20-wc.jpg)
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের মাঝেই সকলের নজর জসপ্রীত বুমরাহ’র দিকে। অস্ট্রেলিয়া সফরের শেষ পর্বে পিঠে চোট পেয়েছিলেন তারকা পেসার। তারপর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে রাখা হলেও আদৌ তিনি মাঠে নামতে পারবেন কিনা সে সম্পর্কীত নিশ্চয়তা এখনও মেলে নি। সূত্রের খবর যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেনের সাথেও যোগাযোগ রাখছে বোর্ড। আজ অর্থাৎ মঙ্গলবার বুমরাহ’র যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বিশেষজ্ঞরা। যদি সবুজ সংকেত মেলে মাঠে নামার সেক্ষেত্রে হাল্কা বোলিং অনুশীলন আজ বা কাল থেকে শুরু করতে পারেন বিশ্বসেরা পেসার। যদি তা না মেলে তাহলে বদলি খুঁজতে হবে বিসিসিআই-কে।