INDvsENG: ভারতের জয় সত্ত্বেও ক্ষুব্ধ সমর্থক আর তারকারা, বললেন, ‘২ দিনের টেস্ট ম্যাচ চাই না

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের দল ১১২ রানের স্করে আউট হয়ে গিয়েছিল। এই লক্ষ্যের জবাবে মাঠে নেমে ভারতও ১৪৫ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দল মাত্র ৮১ রানেই অলআউট হয়ে য্যা। ভারত ৪৯ রানের লক্ষ্য পেয়ে বিনা উইকেট হারিয়েই তা হাসিল করে ফেলে।

 

সমর্থকরা পিচ নিয়ে তুললেন প্রশ্ন

INDvsENG: ভারতের জয় সত্ত্বেও ক্ষুব্ধ সমর্থক আর তারকারা, বললেন, ‘২ দিনের টেস্ট ম্যাচ চাই না 1

 

ক্রিকেটের প্রাক্তন তারকারা সহ ক্রিকেট সমর্থকরা এই ইচ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যতই ভারতীয় দল জিতে যাক, কিন্তু সমর্থকরা মনে করেন যে এর চেয়ে ভালো পিচ বানানো যেতে পারত। ২ দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সমর্থকদের যথেষ্ট ক্ষুব্ধ হতে দেখা যাচ্ছে আর তারা পিচ নিয়েও মিমস তৈরি করছেন। অন্যদিকে প্রাক্তন তারকা মাইকেল ভন, মার্ক ওয়ার মতো তারকারাও এই পিচ নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছেন। এখন এটা দেখা ইন্টারেস্টিং হবে যে চতুর্থ টেস্টের পিচ কেমন হয়।

 

এখানে দেখুন নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে আসা টুইটার প্রতিক্রিয়া

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *