IND vs ENG: শোকে মুহ্যমান টিম ইন্ডিয়া, এই বিশেষ কারণে কালো আর্মব্যান্ড লাগিয়ে মাঠে রোহিত-সরফরাজরা !! 1

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট। রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জোড়া শতরান ও অভিষেককারী সরফরাজ খানের ঝোড়ো অর্ধশতকের সৌজন্যে দেড় দিন ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৪৫ রান তুলেছিলো ‘মেন ইন ব্লু।’ রানের পাহাড় গড়েও স্বস্তিতে থাকতে পারছে না ভারতীয় শিবির। সৌজন্যে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। গতকাল ঝড়ের গতিতে রান তুলে তিনি চাপে ফেলেছেন রোহিত শর্মার দলকে। ম্যাচের দ্বিতীয় দিন মাত্র দেড় সেশন ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। ডাকেটের সৌজন্যে তাতেই তারা তুলে ফেলেছিলো ২০৭ রান। বিনিময়ে খুইয়েছিলো জ্যাক ক্রলি ও অলি পোপের (Ollie Pope) উইকেট। ক্রলিকে ফিরিয়ে কেরিয়ারের ৫০০তম টেস্ট উইকেট নেন অশ্বিন। আর পোপ’কে আউট করেন সিরাজ।

দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার অস্বস্তি আরও বাড়িয়েছিলো টেস্টের মাঝপথে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) সরে যাওয়া। বোর্ড সূত্রে গতকাল রাত্রে ঘোষণা করা হয় যে পারিবারিক কারণে রাজকোট ছাড়ছেন তারকা অফস্পিনার। পরে সহ-সভাপতি রাজীব শুক্ল (Raiiv Shukla) ট্যুইট করে জানান যে অশ্বিনের মা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। সেই কারণেই আপাতত ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন অশ্বিন (Ravichandran Ashwin)। এর আগে বিরাট কোহলিও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন টেস্ট সিরিজ থেকে। চোটের জন্য নেই শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল’ও। ম্যাচের মাঝপথে অশ্বিনের সরে দাঁড়ানো তাই বিশাল ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য। আজ অর্থাৎ তৃতীয় দিনে স্পিন বিকল্প হিসেবে কাকে অধিনায়ক রোহিত (Rohit Sharma) ব্যবহার করেন, তা নিয়ে রয়েছে জল্পনা।

Read More: IND vs ENG: “জাড্ডু টি-২০ মনে করে বলটা…”, টানা দুটি নো-বল করতেই জাদেজাকে পরামর্শ অধিনায়ক রোহিতের !!

কালো আর্মব্যান্ড সহ মাঠে নেমেছে ভারতীয় দল-

Kuldeep Yadav wearing black armband | IND vs ENG | Image: Twitter
Kuldeep Yadav wearing black armband | IND vs ENG | Image: Twitter

আজ তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের বাহুতে কালো আর্মব্যান্ড দেখে চমকেছিলেন অনেকে। সাধারণত শোকের আবহেই খেলার মাঠে দেখা যায় কালো আর্মব্যান্ড ব্যবহৃত হতে। রোহিত (Rohit Sharma), সরফরাজ, কুলদীপদের (Kuldeep Yadav) হাতে তা কেন? প্রশ্ন দাবানলের মত ছড়িয়ে পড়েছিলো সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুক্ষণ পর সামনে আসে কারণ। গত ১৩ ফেব্রুয়ারি বরোদাতে নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড় (Dattajirao Gaikwad)। ভারতের খেলা প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি। তাঁর স্মরণেই কালো আর্মব্যান্ড হাতে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। দেশের হয়ে দত্তাজিরাও গায়কোয়াড় খেলেছিলেন ১১ টেস্ট। ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিলো তাঁকে।

ক্রিকেটকেরিয়ারে দত্তা গায়কোয়াড় (Dattajirao Krishanarao Gaikwad) নামেই বিখ্যাত ছিলেন তিনি।  ১৯৫২ সালে হয় টেস্ট অভিষেক। ১৯৬১ সালে পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইতে শেষবার টেস্ট ক্যাপ মাথায় চাপিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১১ টেস্টে গায়কোয়াড় করেন ৩৫০ রান। ১৯৪৭ থেকে ১৯৬৪ অবধি ঘরোয়া ক্রিকেটে বরোদার প্রতিনিধিত্ব করেন তিনি। দত্তাজিরাও গায়কোয়াড় (Dattajirao Krishanarao Gaikwad) প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩ ম্যাচে ৩৬.৪০ গড়ে ৫৭৮৮ রান করেছেন। ১৭টি শতরান ও ২৩টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। এরমধ্যে রঞ্জি ট্রফিতে ৩১৩৯ রান ও ১৪টি শতক রয়েছে তাঁর। ১৯৫৯-৬০ মরসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ ২৪৯* রানের ইনিংসটি খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে কোনো উইকেট না পেলেও ঘরোয়া ক্রিকেটে লেগব্রেক বোলিং-এ দত্তাজিরাও গায়কোয়াড় উইকেট পেয়েছেন ২৫টি।

Also Read: IND vs ENG: বাড়ির ইমার্জেন্সির কারণে টিম ইন্ডিয়ার বাইরে অশ্বিন, রাজকোট টেস্ট ছেড়ে বাড়ি ফিরেছেন ভারতীয় স্পিনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *