ind-vs-eng-suryakumar-praises-jurel

IND vs ENG: লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন চোট পেয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। জসপ্রীত বুমরাহ’র একটি দিশাহীন ডেলিভারি শরীর ছুঁড়ে রুখতে গিয়ে বাম হাতের আঙুলে আঘাত পান তিনি। কাজ হয় নি ফিজিও শুশ্রূষাতেও। মাঠ ছাড়তে হয় যন্ত্রণাক্লিষ্ট ঋষভকে। দস্তানা হাতে বদলি হিসেবে নামেন ধ্রুব জুরেল। ব্যাটিং করলেও এরপর গোটা ম্যাচেই আর কিপিং করতে পারেন নি পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসের অর্ধেকের বেশী সময় ও সম্পূর্ণ দ্বিতীয় ইনিংসে স্টাম্পের পিছনে দাঁড়িয়েছিলেন ধ্রুব (Dhruv Jurel)। ম্যাঞ্চেস্টার টেস্টেও (IND vs ENG) দেখা গিয়েছে একই ছবি। প্রথম দিনে ব্যাটিং করার সময় ক্রিস ওকসের ডেলিভারি ডান পায়ে আছড়ে পড়ে ঋষভের। মেটাটার্সাল ভেঙেছিলো তাঁর। পারেন নি কিপিং করতে। প্রথম একাদশে না থাকলেও ১৫৭.১ ওভার নাগাড়ে উইকেটকিপিং করেন ধ্রুব’ই।

Read More: Asia Cup 2025: “খেলাধূলা চলতে থাকা উচিৎ…” ভোলবদল সৌরভের, ভারত-পাক ম্যাচের পক্ষেই করলেন সওয়াল !!

ধ্রুব জুরেলকে শুভেচ্ছা সূর্যকুমারের-

Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images
Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

ইংল্যান্ড সফরে (IND vs ENG) এখনও পর্যন্ত একটি ম্যাচেও প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন নি উত্তরপ্রদেশের  তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চেই। কিন্তু তা সত্ত্বেও যখনই দলের প্রয়োজন পড়েছে, তখনই বিনা বাক্যব্যয়ে মাঠে নেমে পড়েছেন তিনি। ঋষভ পন্থের বিকল্প হিসেবে ঘন্টার পর ঘন্টা উইকেটকিপিং করেছেন। লর্ডসে গুটিকয় বাই-রান হজম করেছিলেন বটে, তবে স্টাম্পের পিছনে নির্ভরতাও যুগিয়েছিলেন। নিয়েছিলেন বেশ কয়েকটি চোখধাঁধানো ক্যাচ। ম্যাঞ্চেস্টারেও তারিফ কুড়িয়েছে তাঁর উইকেটকিপিং। ব্যক্তি নয় বরং দল’কে আগে রাখার যে মানসিকতা গত দু’টি টেস্টে জুরেল দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ ইন্সটাগ্রামে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ তুর্কিকে।

ইন্সটাগ্রাম স্টোরিতে জুরেলের একটি ছবি পোস্ট করে সূর্যকুমার লিখেছেন, “বিষয়টি সহজ নয়। কিন্তু খেলার সুযোগ না পেলেও একজন টিমম্যানের কেমন আচরণ করা উচিৎ তা তুমি দেখিয়ে দিয়েছ।” স্টোরিটিতে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে ট্যাগ’ও করেছেন মিস্টার ৩৬০ ডিগ্রী। সাথে জুড়ে দিয়েছেন ‘নেভার অফ ডিউটি’ হ্যাশট্যাগটিও। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই রাজকোটে টেস্ট অভিষেক হয়েছিলো ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। এখনও অবধি দেশের মাঠে ৩টি ও অস্ট্রেলিয়াতে ১টি টেস্ট খেলেছেন তিনি। ৪০.৪০ গড়ে করেছেন ২০২ রান। পরিসংখ্যান ভালো হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে অধিকাংশ সময়েই রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছে তাঁকে। তবে সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতেও প্রথমবার ভারতীয় একাদশে (IND vs ENG) জায়গা করে নিতে পারেন তিনি। ওভালে খেলছেন না পন্থ। তাঁর বদলে টিম লিস্টে জায়গা করে নিতে পারে ধ্রুব জুরেলের নাম।

দেখুন সূর্যকুমারের পোস্ট’টি-

পন্থের বিকল্প ঘোষণা বিসিসিআই-এর-

N Jagadeesan | Image: Getty Images
N Jagadeesan | Image: Getty Images

ভাঙা পা নিয়েও ম্যাঞ্চেস্টারে (IND vs ENG) দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চমৎকার অর্ধশতরানও করেন তিনি। দ্বিতীয় ইনিংসে প্রয়োজনে যাতে ব্যাট হাতে নামতে পারেন তাই পায়ে প্লাস্টার অবধি লাগান নি তিনি। ক্রাচ বগলে মাঠে এসেছিলেন গতকাল। শেষমেশ অবশ্য প্রয়োজন পড়ে নি তার। কে এল রাহুল, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজাদের সৌজন্যে ম্যাচ ড্র করতে সক্ষম হয় ‘মেন ইন ব্লু।’ ওভালে তিনি যে খেলবেন না তা কার্যত নিশ্চিতই ছিলো। কাল ম্যাচ শেষে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের নাম। ওভাল টেস্টের (IND vs ENG) জন্য প্রথমে ভাবা হয়েছিলো ঈশান কিষণ’কে। কিন্তু গোড়ালির চোটের কারণে ভারতীয় দলের অংশ হতে রাজী হন নি ঝাড়খণ্ডের ক্রিকেটার। ফলে শিকে ছিঁড়েছে জগদীশনের ভাগ্যে।

Also Read: IND vs ENG: সত্যি হলো জল্পনা, পন্থের বিকল্প হিসেবে ঈশান নয় বরং ডাক পেলেন এই KKR ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *