ind-vs-eng-surya-after-winning-2nd-t20

IND vs ENG: অধিনায়ক সূর্যকুমারের অশ্বমেধের ঘোড়া ছুটছেই। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচে জয় এসেছিলো সহজেই। রান তাড়া করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো ভারত। ৭ উইকেটের ব্যবধানে ছিনিয়ে নিয়েছিলো সাফল্য। আজ চেপকে অবশ্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বিস্তর কাঠখড় পোড়াতে হলো। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় শিবির। ইডেনের মতই চেপকেও স্পিনের মোকাবিলা করতে বেশ চাপে পড়লেন সফরকারী দলের ব্যাটাররা। তা সত্ত্বেও ১৬৫তে পৌঁছে যায় ইংল্যান্ড। আজ চেন্নাইয়ের বাইশ গজে রান পান নি সঞ্জু স্যামসন (Sanju Samson), অভিষেক শর্মা’রা। ডুবতে থাকা তরীর হাল ধরেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের তরুণের অপরাজিত ৭২-এর সৌজন্যেই চার বল বাকি থাকতে জেতে টিম ইন্ডিয়া (Team India)।

২০২৩ সালে প্রথমবার ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তখন ছিলেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক। পরে ২০২৪-এর জুনে রোহিত শর্মা অবসর নেওয়ার পর তাঁর কাঁধে পূর্ণ সময়ের দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই। নেতা হিসেবে চোখ ধাঁধিয়ে দেওয়ার মত পরিসংখ্যান তাঁর। আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটে ১৯ বার টস করতে গিয়েছেন  তিনি। এর মধ্যে ১৫ বার মাঠ ছেড়েছেন ম্যাচ জিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর হারের সংখ্যা কেবল তিন। সাফল্যের শতকরা হারের নিরিখে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিকে আগেই পিছনে ফেলেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ রোহিত শর্মাকেও টপকে গেলেন তিনি। হিটম্যান নেতা হিসেবে ৬২ ম্যাচের মধ্যে জিতেছেন ৪৯টি। জয়ের হার ৭৯.০৩%। সূর্যকুমারের ক্ষেত্রে শতকরা হার ৮১.৫৭। রেকর্ড নিয়ে আপাতত ভাবছেন না তিনি। আজকের জয়ই তৃপ্তি দিচ্ছে তাঁকে।

Read More: IND vs ENG 2nd T20i: চেপকের ‘সিংহম’ তিলক বর্মা, রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া !!

সাজঘরের পরিবেশকে কৃতিত্ব দিচ্ছেন সূর্য-

Tilak Varma | IND vs ENG | Image: Getty Images
Tilak Varma | IND vs ENG | Image: Getty Images

খেলা শেষে দেওয়া সাক্ষাৎকারে গেমপ্ল্যান ফাঁস করেছেন ভারত অধিনায়ক। বলেন, “১৬০ আমাদের মনে হয়েছিলো ঠিকই আছে। আমরা দারুণ বোলিং করেছিলাম। যেভাবে ম্যাচ এগিয়েছিলো তা ঠিকই ছিলো।” একাদশ নির্বাচন প্রসঙ্গে সূর্যকুমারের সোজাসাপ্টা স্বীকারোক্তি, “আমরা একজন অতিরিক্ত ব্যাটারকে একাদশে রাখছি যে প্রয়োজনে কয়েক ওভার বোলিং ও করতে পারে।” পরিস্থিতি অনুযায়ী খেলতে চান, জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, “আমরা আগ্রাসী ক্রিকেটই খেলছি। কিন্তু যেমন পরিস্থিতি প্রয়োজন ছিলো সেই বুঝে ব্যাটাররা এগিয়েছে। আজ তিলক (বর্মা) যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই খুশি।” ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ৫ বলে ৯* করে জয়ে বড় ভূমিকা রেখেছেন লেগস্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তাঁর কথাও ভোলেন নি সূর্যকুমার (Suryakumar Yadav)। জানান, “ও নেটে প্রচুর অনুশীলন করছে। ব্যাট হাতেও অবদান রাখতে চায়।”

একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে ছিলো ‘মেন ইন ব্লু।’ তিলকের (Tilak Varma) সাথে তখন প্রতিরোধ গড়েছেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। জোফ্রা আর্চারের মত পেসারকে বাউন্ডারি হাঁকান আর্শদীপ সিং (Arshdeep Singh)। আপাতক্ষুদ্র এই পারফর্ম্যান্সগুলোও গুরুত্বপূর্ণ ছিলো, মনে করছেন সূর্যকুমার যাদব। সাক্ষাৎকারে তিনি বলেন, “আর্শদীপের কথাও ভুললে চলবে না।” দলের সাফল্যের প্রধান কারণ সাজঘরে জতিলতার অভাব, মত অধিনায়কের। আজ তিনি জানান, “সাজঘরের পরিবেশ খুবই খোলামেলা। আমরা জানি আমরা কি করতে চাই। সবাই যদি একই লক্ষ্য নিয়ে মাঠে নামি তাহলে ভালো ফলাফল আসতে বাধ্য।” আগামী মঙ্গলবার অর্থাৎ ২৮ তারিখ রয়েছে সিরিজের তৃতীয় টি-২০টি। ইডেন ও চেন্নাইয়ের জয়কে পিছনে ফেলে আপাতত রাজকোটেই ফোকাস করছে ভারতীয় শিবির।

Also Read: IND vs ENG 2nd T20i: “আর্চারকে ধুয়ে দিয়েছে…” ইংল্যান্ডের পেস অস্ত্রকে ভোঁতা করলেন তিলক, হইচই সমাজমাধ্যমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *