IND vs ENG

IND vs ENG: গতকাল ভারতের ইনিংস যখন শেষ হয় তখন খেলা শেষ হতে বাকি ছিলো আর মাত্র ছয় মিনিট। কোনো ভাবেই যাতে এক ওভারের বেশী বোলিং টিম ইন্ডিয়া না করতে পারে তা নিশ্চিত করতে চোটের ভান করেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি (Zak Crawley)। সাইটস্ক্রিন ঠিক করার জন্য বাড়তি সময় লাগান। জসপ্রীত বুমরাহ’র বল তাঁর গ্লাভসে লাগামাত্র ডেকে পাঠান ফিজিও’কে। জ্যাকের ‘অখেলোয়াড়োচিত আচরণে’ মোটেই খুশি ছিলো না টিম ইন্ডিয়া। তাঁর সাথে রীতিমত তর্কাতর্কি হয় শুভমান গিলের। বেশ উত্তপ্ত আবহেই গতকালের খেলায় যবনিকা পড়ে শেষমেশ। ক্রলির সাথে সেই বাগ্‌বিতণ্ডাই সম্ভবত আজ বাড়তি তাতিয়ে দিয়েছে ভারতীয় বোলারদের। বুমরাহ-সিরাজদের আগ্রাসী ফাস্ট বোলিং সামলাতে গিয়ে আজ বেশ কয়েকবার হিমশিম খেতে হয়েছে ইংল্যান্ড ব্যাটারদের (IND vs ENG)।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষিত, ভারতের অধিনায়কত্ব পেলেন এই ২৫ বর্ষীয় তারকা !!

ইনিংসের পঞ্চম ওভারেই আগুন ঝরাতে দেখা গেলো সিরাজকে (Mohammed Siraj)। বেন ডাকেটকে আউট করার পর রীতিমত তাঁর মুখের সামনে গিয়ে আগ্রাসী সেলিব্রেশন করেন হায়দ্রাবাদের পেসার। উদ্‌যাপনের সময় ইংল্যান্ড ওপেনারের কাঁধেও ধাক্কা দিয়ে বসেন তিনি। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। শাস্তি হতে পারে সিরাজের, অনেকেই বলছেন নেটদুনিয়ায়। শৃঙ্খলাভঙ্গ বা শাস্তি নিয়ে অবশ্য এই মুহূর্তে চিন্তিত নন সিরাজ (Mohammed Siraj) স্বয়ং। ডাকেটের পর তাঁর নিশানায় প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ২৯তম ওভারের অন্তিম ডেলিভারিটি গুড লেন্থের খানিক পিছনে রেখেছিলেন ভারতীয় পেসার। যতটা বাউন্স আশা করেছিলেন ইংল্যান্ড তারকা ততটা লাফিয়ে ওঠে নি বল। ফলে তাঁর পুল মারার চেষ্টা ব্যর্থ হয়। বদলে তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে সরাসরি বল আছড়ে পড়ে গোপনাঙ্গে।

অ্যাবডোমেন গার্ড থাকা সত্ত্বেও সিরাজের (Mohammed Siraj) বলের অভিঘাত রীতিমত ধরাশায়ী করে ফেলে স্টোকস’কে। ব্যাট ছুঁড়ে ফেলে মাটিতে শুয়ে পড়েন তিনি। প্রায় ২০ সেকেন্ড শুয়েছিলেন বাইশ গজেই। সাধারণত অনিচ্ছাকৃত আঘাত লাগলে বোলারকে দেখা যায় ছুটে গিয়ে ব্যাটারের কাছে ক্ষমা চেয়ে নিতে। আগ্রাসী সিরাজ অবশ্য সেসব কিছুই করেন নি। পিচের অন্য প্রান্তের দিকে হাঁটা লাগিয়েছিলেন কে এল রাহুল, ধ্রুব জুরেলরাও। ‘আহত’ স্টোকসের (Ben Stokes) হালহকিকতের খবর নিতে বরং এগিয়ে আসেন রবীন্দ্র জাদেজা। হাত তুলে তাঁকে আশ্বস্ত করেন ইংল্যান্ড অলরাউন্ডার। স্টোকস যখন মাটিতে শুয়ে কার্যত কাতরাচ্ছিলেন তখন  নন-স্ট্রাইকার প্রান্তে জো রুটের মুখে দেখা যায় এক চিলতে হাসি। সেই হাসি অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। ৪৩তম ওভারেই ইংল্যান্ড ব্যাটিং-এর মূল স্তম্ভ’কে বোল্ড করেন ওয়াশিংটন সুন্দর। ৪০ করে থামেন তিনি।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IND vs ENG 3rd Test: ডাকেটের আগ্রাসনে রাশ টানলেন সিরাজ, ইংল্যান্ড ওপেনারকে আগুনে ‘সেন্ড-অফ’ ভারতীয় পেসারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *