ind-vs-eng-sourav-on-kuldeep-exclusion

ওভালে গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট (IND vs ENG)। প্রথম একাদশে একসাথে চারটি বদল করেছেন কোচ গৌতম গম্ভীর। চোটের কারণে বাদ পড়েছেন ঋষভ পন্থ। তাঁর বদলে খেলছেন ধ্রুব জুরেল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে সুযোগ দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা’কে। অংশুল কম্বোজের বদলে ফিরেছেন আকাশ দীপ’ও। ব্যাটিং বিভাগের গভীরতা বাড়ানোর জন্য শার্দুল ঠাকুরকে সরিয়ে জায়গা করে দেওয়া হয়েছে করুণ নায়ারকে। তবে গত চারটি টেস্টের (IND vs ENG) মত ওভালেও শিকে ছেঁড়ে নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ভাগ্যে। দীপ দাশগুপ্ত, রবিচন্দ্রণ অশ্বিনদের মত প্রাক্তনীরা বারবার সওয়াল করেছেন চায়নাম্যান স্পিনারের হয়ে। কিন্তু ভিন্ন রাস্তায় হেঁটেছে টিম ম্যানেজমেন্ট। স্পিন জুটি হিসেবে তারা আস্থা রেখেছে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের উপরেই।

Read More: বুমরাহ’কে বাড়তি বিশ্রাম ভারতের, পেস আক্রমণের ভার কার্যত একাই সামলাচ্ছেন এই তারকা !!

কুলদীপ’কে খেলানোর পক্ষেই সৌরভ-

Sourav Ganguly and Kuldeep Yadav | IND vs ENG | Image: Twitter
Sourav Ganguly and Kuldeep Yadav | Image: Twitter

ওভালে কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav) রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্তে ভুল কিছু দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে আগের টেস্টগুলিতে ((IND vs ENG) খেলা উচিৎ ছিলো বাম হাতি লেগস্পিনারের, জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কুলদীপ ম্যাঞ্চেস্টারে খেলতে পারত। লর্ডস এমনকি বার্মিংহ্যামেও (এজবাস্টন) ওকে খেলানো যেত। কারণ উঁচু মানের স্পিন ছাড়া চতুর্থ বা পঞ্চম দিনে প্রতিপক্ষকে আউট করা কঠিন হয়।” ম্যাঞ্চেস্টার টেস্টের প্রসঙ্গ টেনে সৌরভ (Sourav Ganguly) বলেছেন, “যে পিচে কিছুটা রাফ আর কিছুটা টার্ন ছিলো সেখানে ভারত যখন ব্যাটিং করছিলো, তখন কি হয়েছে তা আপনারা দেখেছেন। ওদের দলে ভালো মানের স্পিনার না থাকায় ইংল্যান্ড ২০ উইকেট তুলতে সক্ষম হয় নি।”

কুলদীপকে টেস্ট দলে সুযোগ দিতেই হবে ভারতকে, মনে করেন সৌরভ। “অতীতে ভালো দলগুলির হাতে ভালো স্পিনাররা ছিলেন। সেটা শেন ওয়ার্ন বা (মুথাইয়া) মুরলীধরণ হতে পারেন অথবা ইংল্যান্ডের (গ্রেম) সোয়ান, (মন্টি) পানেসার বা ভারতের (অনিল) কুম্বলে, হরভজন (সিং) এবং (রবিচন্দ্রণ) অশ্বিন। তাই আমার মনে হয় কুলদীপ এমন একজন যাঁকে ভবিষ্যতে খেলাতেই হবে ভারতীয় দল’কে,” জানিয়েছেন তিনি। পঞ্চম টেস্টে (IND vs ENG) স্পিন নয় বরং পেসে আস্থা রেখে ঠিকই করেছে ভারত, মত সৌরভের। বলেছেন, “ইংল্যান্ড চার পেসার নিয়েছে। কোনো স্পিনারকেই রাখে নি। পিচে কিছু অতিরিক্ত ঘাস থাকার দরুণ ভারত হয়ত তৃতীয় স্পিনার খেলাচ্ছে না কারণ তাদের হাতে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর রয়েছে।” “আমি কেবল আন্দাজ করতে পারি। আমি পিচ দেখি নি,” সংযোজন তাঁর।

পিচ বিতর্কে অকপট সৌরভ গঙ্গোপাধ্যায়-

Gautam Gambhir Had An Altercation With Oval Curator | Image: Twitter
Gautam Gambhir Had An Altercation With Oval Curator | Image: Twitter

ওভাল টেস্ট (IND vs ENG) শুরুর আগেই পিচ পরিদর্শন নিয়ে শুরু হয়েছিলো বিতর্ক। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে ২.৫ মিটার বা প্রায় সাড়ে আট ফুট দূর থেকে বাইশ গজ দেখার নির্দেশ দেন ওভালের কিউরেটর লি ফর্টিস। যা নিয়ে একপ্রস্থ বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের মধ্যে। শোরগোল পড়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। গতকাল সেই প্রসঙ্গেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো সৌরভ’কে (Sourav Ganguly)। বিষয়টিকে বেশী গুরুত্ব দিতে রাজী নন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, “আমি জানি না কেন গম্ভীর অত অসন্তুষ্ট ছিলো। আমি নিশ্চিত সব কোচ ও অধিনায়কই মাঠকর্মীদের সাথে কথাবার্তা বলেন-কখনও খুশি মনে আবার কখনও বিরক্ত হয়ে। আমার সময়েও হয়েছে। এটা ভবিষ্যতেও হবে। এটাকে বড় করে দেখার কিছু নেই। আমি আশা রাখছি যে ভারত ভালো খেলবে এবং টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাবে।”

দেখে নিন সৌরভের সাক্ষাৎকার-

Also Read: IND vs ENG 5th Test: করুণ-ওয়াশিংটনের জুটি লড়াইতে রাখলো ভারতকে, প্রথম দিনের শেষে সংগ্রহ ২০৪ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *