IND vs ENG

IND vs ENG: ইংল্যান্ড সফরে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। লর্ডস টেস্ট খেলার সময় কোমরে টান ধরেছিলো আকাশ দীপের। ম্যাঞ্চেস্টারে অনুশীলন করার সময় বাম হাত কেটেছে আর্শদীপ সিং-এর। দু’জনেই ছিটকে গিয়েছেন চতুর্থ ম্যাচটি থেকে। জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়েছেন নীতিশ কুমার রেড্ডিকেও। তাঁকেও চলতি সিরিজে আর পাবে না টিম ইন্ডিয়া। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিনেই ভেঙেছে ঋষভ পন্থের ডান পায়ের মেটাটার্সাল হাড়। ক্রিস ওকসের বল সরাসরি আছড়ে পড়ে তাঁর পায়ের পাতায়। যন্ত্রণা নিয়েও তিনি ব্যাট করেছেন ঠিকই, কিন্তু ওভালে পরবর্তী ম্যাচে আর তাঁকে নামাতে পারবে না ‘মেন ইন ব্লু।’ এত কিছুর পরেও দুর্ভাগ্য যেন পিছু ছাড়লো না দলের। আজ আহতের তালিকায় নাম লেখালেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)।

Read More: KKR অধ্যায়ে ইতি টানছেন অভিষেক নায়ার, হেড কোচ হিসেবে যোগ দিলেন নতুন ফ্র্যাঞ্চাইজিতে !!

টেস্টে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মহম্মদ সিরাজ। নিরন্তর বোলিং করে যেতে পারেন তিনি। জসপ্রীত বুমরাহ, আকাশ দীপদের যেমন চোটপ্রবণতা রয়েছে, তেমন মোটেই নন হায়দ্রাবাদের তারকা। অস্ট্রেলিয়া সফরে সর্বোচ্চ ১৫৭.১ ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি। ইংল্যান্ডেও (IND vs ENG) খেলছেন টানা চারটি টেস্ট। দিনকয়েক আগে ওয়ার্কলোড প্রসঙ্গে নিজেই জানিয়েছেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখনও অবধি ফিট আর সুস্থ থাকতে পেরেছি। হ্যাঁ আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড একটি গুরুত্বপূর্ণ বিষয় আর পরিসংখ্যান সবসময়েই দেখাবে কতগুলো ওভার আমি বোলিং করেছি। কিন্তু আমি এটা নিয়ে বেশী ভাবতে রাজী নউ। আমার ফোকাস থাকে প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করার আর ভারতের জন্য ম্যাচ জেতার।”

চোট-আঘাত, ওয়ার্কলোড নিয়ে মাথা না ঘামিয়ে বোলিং-এ ফোকাস রাখতে চেয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। কিন্তু আজ সম্ভব হলো না তা। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনে বাম পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। ইংল্যান্ড ইনিংসের ৯৯তম ওভারের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে তিনি যখন উঠছিলেন তখনও অস্বস্তি স্পষ্ট ছিলো সিরাজের অভিব্যক্তিতে। কিছুক্ষণ আগেই গোড়ালিতে আঘাত পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছিলো বুমরাহ’কেও। ফলে সিরাজের চোট উদ্বেগ বাড়িয়েছে ক্রিকেটজনতার। এমনিতে আকাশ দীপ ও আর্শদীপের মত দুই ফ্রন্টলাইন পেসার ছিটকে গিয়েছেন। বুমরাহ ও সিরাজও যদি আনফিট হয়ে পড়ে সেক্ষেত্রে পেস ব্যাটারির ভার সামলানোর সম্পূর্ণ দায়িত্ব এসে পড়বে নবাগত অংশুল কম্বোজের উপর। তা ভারত’কে বেশ ব্যাকফুটে ঠেলে দেবে, আশঙ্কায় সমর্থকেরা।

Also Read: IND vs ENG: শেষ মুহূর্তে বাতিল ঈশান কিষণ, পন্থের নয়া বিকল্প খুঁজে নিলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *