IND vs ENG: গতকাল বাগ্বিতণ্ডা দিয়ে শেষ হয়েছিলো লর্ডস টেস্টের তৃতীয় দিন। শেষ ওভারে হাতে বল লাগার পর ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি’র বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ এনেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই উত্তেজনার রেশ দেখা গেলো চতুর্থ দিনের সকালেও। ফের একবার বুমরাহ’র শর্ট বল আছড়ে পড়েছিলো ক্রলি’র গ্লাভসে। হাত থেকে ব্যাট ছিটকে যায় দীর্ঘদেহী ডান হাতি ব্যাটারের। গতকাল ফিজিওকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। আজ আর সেই পথে হাঁটেন নি। সামলে নেন। দিনের প্রথম উইকেটটি অবশ্য বুমরাহ উপহার দিতে পারেন নি ‘মেন ইন ব্লু’কে। তা দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ষষ্ঠ ওভারের তৃতীয় ডেলিভারিটিতে সিরাজকে স্কুপ মেরে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন বেন ডাকেট। তাঁর আগ্রাসনের জবাব ঐ ওভারেই দেন হায়দ্রাবাদের পেসার। পঞ্চম ডেলিভারিতে সাজঘরে ফেরান বাম হাতি ওপেনারকে।
Read More: IND vs SA: বাদ রোহিত-জাদেজা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রকাশ্যে ভারতের ওয়ান ডে স্কোয়াড !!
অফসাইডের খানিক বাইরে বলটি রেখেছিলেন মহম্মদ সিরাজ। আত্মবিশ্বাসী ডাকেট মিড উইকেট অঞ্চল দিয়ে পুল মেরে বাউন্ডারি ছিনিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু বলের বাড়তি গতির ফলে পছন্দসই শট হাঁকাতে পারেন নি তিনি। সংযোগ সঠিক না হওয়ায় সরাসরি মিড অনে জসপ্রীত বুমরাহ’র হাতে ধরা পড়েন ডাকেট (Ben Duckett)। ১২ বলে ১২ রান করেই থামতে হয় তাঁকে। চতুর্থ দিনের সকালে ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ‘স্কুপ’ হজম করে মোটেও খুশি হন নি সিরিজ। উইকেট পাওয়ার পর সেই ক্ষোভের বহিঃপ্রকাশই চোখে পড়লো সিরাজের আচরণে। ইংল্যান্ড ওপেনারের প্রায় মুখের সামনে গিয়ে আগ্রাসী উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। ছুটে যাওয়ার সময় সিরাজের কাঁধের সাথে ডাকেটের সামান্য ধাক্কাও লাগে। যদিও পরিস্থিতি হাতের বাইরে যায় নি। কোনো রকম বিবাদে না জড়িয়েই মাঠ ছাড়েন ইংল্যান্ড ব্যাটার।
সিরাজের (Mohammed Siraj) সেলিব্রেশন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। গত বছর মেলবোর্নে ব্যাগি গ্রিন ওপেনার স্যাম কন্সটাসের সাথে ধাক্কা লেগেছিলো বিরাট কোহলি’র। শাস্তিস্বরূপ তাঁর ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছিলো। সংবাদমাধ্যমের তোপের মুখেও পড়তে হয়েছিলো ভারতীয় মহাতারকাকে। আজ সিরাজও যেভাবে আগ্রাসী উদ্যাপনের মাঝে ডাকেটের কাঁধে ধাক্কা দিয়েছেন তা ভালো চোখে দেখছেন না অনেকেই। নেটদুনিয়ায় উঠছে শাস্তির দাবী। ম্যাঞ্চেস্টার ম্যাচের আগে সিরাজকে শাস্তি দেওয়া হবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে লর্ডস টেস্টের (IND vs ENG) ম্যাচ রেফারী রিচি রিচার্ডসনের রিপোর্টের উপর। তিনি যদি মনে করেন যে শৃঙ্খলাবিধি ভেঙেছেন ভারতীয় পেসার, তাহলে লেভেল ২ অপরাধের কারণে ৫০-১০০ শতাংশ জরিমানা এমনকি এক ম্যাচ নির্বাসনের শাস্তিও পেতে পারেন সিরাজ।
ডাকেট’কে ধাক্কা সিরাজের, দেখুন ভিডিও-
Siraj sending off duckett😭😭
pic.twitter.com/DbxLwloN9Z— ` (@slayerkolly) July 13, 2025
Also Read: IND vs ENG 3rd Test: মুখোমুখি শুভমান ও জ্যাক ক্রলি, তুমুল বাগ্বিতণ্ডায় আগুন জ্বললো তৃতীয় দিনের লর্ডসে !!