IND vs ENG

IND vs ENG: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দ্বিতীয় ম্যাচে খেলছে না জসপ্রীত বুমরাহ। দেশের সেরা পেস অস্ত্রকে ছাড়া আদৌ প্রতিপক্ষের দশ উইকেট তুলতে পারবে টিম ইন্ডিয়া? খেলা শুরুর আগে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের যাবতীয় প্রশ্নের জবাব দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদের পেসারের ঝুলিতে গতকাল ছিলো এক উইকেট। আজ সকালেই ফেরান জো রুট ও বেন স্টোকস’কে। তাঁর সৌজন্যেই ৮৪ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে বসেছিলো ইংল্যান্ড। এরপর তৃতীয় সেশনেও পরপর উইকেট তুলে ভারতকে ১৮০ রানের বিশাল লিড এনে দিলেন ডান হাতি ফাস্ট বোলার। এর আগে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। আজ ইংল্যান্ডেও ছুঁয়ে ফেললেন এই মাইলস্টোন। ৭০ রানের বিনিময়ে ছিনিয়ে নিলেন ছয় সাফল্য।

Read More: চলতি টেস্টে BCCI’র নিয়মকে বুড়ো আঙুল দেখালেন জাদেজা, বড়সড় শাস্তির মুখে ভারতীয় অলরাউন্ডার !!

এজবাস্টনে তৃতীয় দিনের শুরুতে বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পরপর দুই ডেলিভারিতে আউট হন রুট ও স্টোকস। তৃতীয় সেশনে তিনি আস্থা রাখলেন ইনস্যুইং-এ। ব্রাইডন কার্স ও জশ টাং-কে খাতা খোলার আগেই লেগ বিফোর করেন তিনি। সিরাজের ডেলিভারি অফস্টাম্পেরও কিছুটা বাইরের লাইনে ‘পিচ’ করায় ‘লিভ’ করতে চেয়েছিলেন শোয়েব বশির। কিন্তু তাঁকে দাঁড় করিয়ে রেখে অফস্টাম্পের বেল উড়িয়ে দেয় লাল রঙের ডিউক বল। ৪০৭ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস (IND vs ENG)। অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সিরাজ। লিডস টেস্টে খেলার সুযোগ পেলেও আহামরি পারফর্ম্যান্স না হওয়ায় পড়তে হয়েছিলো সমালোচনার মুখে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আজ যেভাবে প্রত্যাবর্তন ঘটালেন তাকে কুর্নিশ করছে নেটদুনিয়া।

সিরাজের (Mohammed Siraj) ধারাবাহিকতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটদুনিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, চোট-আঘাতের মত বিষয়গুলি নিয়ে না ভেবে দিনের পর দিন খেলে চলেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে প্রায় ১০০০ ওভার বোলিং করেছেন গত এক বছরে। ‘অসামান্য পারফর্ম্যান্স। যে কোনো পরিস্থিতিতে দলকে সাফল্য এনে দিয়েছে ও,” লিখেছেন এক নেটিজেন। ‘কোনো অভিযোগ না করেই নীরবে যেভাবে ও দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছে তা তারিফ করার মত,’ লিখেছেন আরও একজন। ‘সিরাজকে কৃতিত্ব দিতেই হবে। বুমরাহবিহীন ভারতকে দিশা দেখালো ও,’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। ‘এই জন্যই সিরাজ ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ,’ ট্যুইট আরেক নেটনাগরিকের। সিরাজের ৬ উইকেটের পাশে ৪ উইকেট নিয়ে উজ্জ্বল আকাশ দীপ’ও। বাংলার পেসারকেও শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 2nd Test: ৪, ৬, ৪, ৪, ৪…ধুমধাড়াক্কা ব্যাটিং জেইমি স্মিথের, এজবাস্টনে মুখ পুড়লো প্রসিদ্ধ কৃষ্ণার !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *