IND vs ENG

IND vs ENG: চতুর্থ দিনে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানের মধ্যে আটকে রেখেছিলো ভারতীয় দল (IND vs ENG)। বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স করেন ওয়াশিংটন সুন্দর। ৪ উইকেট তুলে কার্যত একাই ভাঙেন প্রতিপক্ষের মিডল অর্ডার’কে। ১৯৩-এর লক্ষ্য আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও আদতে যে তা নয় তা রান তাড়া করতে নেমে হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওভারেই জোফ্রা আর্চারের শিকার হয়ে ফিরতে হয় যশস্বী জয়সওয়াল’কে। চাপের মুখে আরও একবার খাতা খুলতে ব্যর্থ বাম হাতি ওপেনার। তিন নম্বরে নেমেছিলেন করুণ নায়ার (Karun Nair)। হতাশ করেছেন তিনিও। যেভাবে ব্রাইডন কার্সের বলের দিশা বুঝতে না পেরে লেগ বিফোর হলেন করুণ, তা রীতিমত ক্ষোভের সঞ্চার করেছে ক্রিকেটমহলে। ছন্দে থাকা শুভমান গিলের (Shubman Gill) কাছে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু গতকাল হতাশ করেছেন তিনিও।

Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!

১৫তম ওভারের প্রথম বলেই ইংল্যান্ডের আপিলে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার পল রাইফেল। কিন্তু সঙ্গে সঙ্গে রিভিউ নেন শুভমান গিল (Shubman Gill)। রিপ্লে’তে দেখা যায় যে ব্রাইডন কার্সের বল উইকেটরক্ষক জেইমি স্মিথের দস্তানায় আশ্রয় নেওয়ার আগে স্পর্শ করে নি ভারত অধিনায়কের ব্যাট। ফলে রক্ষা পান তিনি। কিন্তু দ্বিতীয় সুযোগ পেয়েও ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন নি শুভমান। ঐ ওভারের শেষ ডেলিভারিটিতেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কার্সের দুরন্ত ইনস্যুইং-এর কোনো জবাব ছিলো না ভারত অধিনায়কের কাছে। তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। আম্পায়ার আউট দেওয়ার পর আরও একবার ডিআরএস নিয়েছিলেন শুভমান। কিন্তু ভাগ্য দ্বিতীয়বার সুপ্রসন্ন হয় নি তাঁর। ৯ বল খেলে ৬ করে আউট হন তিনি। ৫৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।

চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) ভালো ফর্মে রয়েছেন শুভমান গিল। লিডসে শতরান করেছিলেন। এজবাস্টনে ইতিহাস গড়েছিলেন প্রথম ইনিংসে দ্বিশতক ও দ্বিতীয় ইনিংসে শতরান করে। কিন্তু লর্ডসে ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার তিনি। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৬ ও ৬। এই ব্যর্থতার নেপথ্যে পিচের চরিত্রের বদল, মনে করছে নেটদুনিয়া। ‘বাইশ গজ একটু কঠিন হতেই সব জারিজুরি খতম ওর,’ লিখেছেন একজন। ‘পাটা উইকেটে তো সবাই রান পায়। আসল চ্যালেঞ্জ তো কঠিন পিচে,’ মন্তব্য অন্য এক নেটিজেনের। ‘প্রয়োজনের সময় যে বুক চিতিয়ে লড়তে পারে সেই আসল অধিনায়ক,’ মন্তব্য আরেকজনের। ‘হতাশ করেছে শুভমান। এখনও অনেক পরিণত হতে হবে ওকে,’ লিখেছেন আরেক নেটনাগরিক। দিনের শেষ ওভারে ফিরেছেন আকাশ দীপ’ও। ফলে লর্ডসে ভারত যে চাপে তা বলাই যায়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 3rd Test: বল ছিটকে লাগলো গোপনাঙ্গে, লর্ডসে সিরাজকে সামলাতে হিমশিম বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *