IND vs ENG: লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs ENG) প্রথম টেস্টেও ব্যাট হাতে নজর কেড়েছিলো ভারতীয় দল। একই ছবি দেখা গেলো দ্বিতীয় টেস্টেও। এজবাস্টনে গতকাল টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিলো ৫ উইকেটের বিনিময়ে ৩১০ রান। আজ সকালে শুভমান গিল (Shubman Gill) ও রবীন্দ্র জাদেজার জুটি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান ইনিংস-কে। গত ম্যাচে জাদেজার পারফর্ম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিলো। আজ ৮৯ করে নিন্দুকদের মুখ বন্ধ করলেন অভিজ্ঞ ক্রিকেটার। নজর কাড়েন ওয়াশিংটন সুন্দর’ও (Washington Sundar)। আটে নেমে কার্যকরী ইনিংস খেলেন তিনি। তবে লাইমলাইট পুরোটাই কেড়ে নিয়ে গেলেন অধিনায়ক শুভমান। প্রথম দিনের শেষে ১১৪ করে অপরাজিত ছিলেন তিনি। আজও টাং-কার্স-স্টোকসদের জন্য মূর্তিমান বিভীষিকা হয়ে দেখা দিলেন তিনি। করলেন অনবদ্য দ্বিশতক। তাঁর সৌজন্যেই ৫৮৭ অবধি পৌঁছে গেলো ভারতীয় দল।
Read More: IND vs ENG 2nd Test: “শ্রেষ্ঠত্বের নয়া সংজ্ঞা…” দ্বিশতকের আলোয় উজ্জ্বল শুভমান, নেটমাধ্যম জুড়ে চলছে হইচই !!
শুভমানের দাপট বার্মিংহ্যামে-

চলতি সিরিজের (IND vs ENG) আগে ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ৬ ইনিংসে তাঁর রান সংখ্যা ছিলো ৮৮। গড় ছিলো ১৪.৬৬। এবার ডিউক বলের স্যুইং সামলে আদৌ সাফল্য পাবেন তিনি? সন্দেহ প্রকাশ করেছিলেন ক্রিকেটবোদ্ধাদের একটা বড় অংশ। যাবতীয় প্রশ্নের উত্তর লিডসেই দিয়েছিলেন নবনির্বাচিত ভারত অধিনায়ক। করেছিলেন দুরন্ত শতরান। এজবাস্টনে ব্যাট হাতে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখলেন তিনি। গতকাল শুরুটা করেছিলেন দেখেশুনে। সময় নিয়েছিলেন ক্রিজে থিতু হতে। আজ সকাল থেকেই ঝড়ের গতিতে রান তোলার পথে হাঁটতে দেখা গেলো তাঁকে। ধ্রুপদী কভার ড্রাইভ, কাট, পুলের মত শট যেমন মেরেছেন, তেমন শোয়েব বশিরের অফস্পিন সামলাতে ভরসা রেখেছেন রিভার্স স্যুইপের উপরেও। শেষমেশ ১২১তম ওভারে আসে কাঙ্ক্ষিত সাফল্য। সিঙ্গল নিয়ে দ্বিশতরান সম্পূর্ণ করেন তিনি।
দ্বিশতকের পরেও থামানো যায় নি শুভমান’কে (Shubman Gill)। একের পর এক বাউন্ডারিতে ইংল্যান্ডকে রীতিমত নাস্তানাবুদ করেন তিনি। ১৯৭৯ সালে ওভালে ২২১ রানের ইনিংস খেলেছিলেন সুনীল গাওস্কর। এতদিন ইংল্যান্ডের মাঠে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিলো সেটিই। আজ এজবাস্টনে ‘লিটল মাস্টার’কে পিছনে ফেললেন টিম ইন্ডিয়ার ‘প্রিন্স।’ ২৫০-এর গণ্ডীও পেরিয়েছিলেন চা পানের বিরতির আগেই। সুযোগ ছিলো বীরেন্দ্র শেহবাগ ও করুণ নায়ারের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার। খুব কাছাকাছি এসেও সেই নজির আর গড়া হলো না শুভমানের (Shubman Gill)। তৃতীয় সেশনের একদম শুরুতেই জশ টাং-এর বলে তিনি ধরা পড়েন অলি পোপের হাতে। ৩৮৭ বলে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস খেলে যখন সাজঘরে ফিরছিলেন তিনি, তখন উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায় বার্মিংহ্যামের গ্যালারি।
সফল জাদেজা-ওয়াশিংটনরাও-

লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছিলো লিডসে। এজবাস্টনে সেই ভুল শুধরে নিলো তারা। গতকাল ৪১ করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আজ সকালে শুভমানের সাথে জুটি বেঁধে টিম ইন্ডিয়ার হাতে ম্যাচের রাশ তুলে দেন তিনিই। ২০৩ রান স্কোরবোর্ডে যোগ করেন দু’জনে। কেরিয়ারের পঞ্চম টেস্ট শতরান থেকে ঠিক ১১ রান আগে থামতে হয় তাঁকে। আটে নেমে নজর কাড়লেন ওয়াশিংটন’ও। ১০৩ বলে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। শুভমান ও তাঁর জুটিতে ওঠে ১৪৪ রান। জো রুটের বলে বোল্ড হন তিনি। টেল-এন্ডারদের ব্যাটিং নিয়ে অবশ্য থেকেই গেলো চিন্তা। আকাশ দীপ, মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণা-তিন ফ্রন্টলাইন পেসারের মধ্যে কেউই ব্যাট হাতে ১০-এর গণ্ডী পেরোতে পারেন নি। এজবাস্টনে অবশ্য তা নিয়ে বিশেষ সমস্যায় পড়তে হয় নি ‘মেন ইন ব্লু’কে।